![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
ছবি- ইন্টারনেট
তোমার ওখানে কি আকাশটা এখন নীল ?
আমার এখানে আকাশটা গাঢ় বিষাদ অন্ধকার ।
তুমি হাত ছুঁয়ে কি বৃষ্টি দেখো ?
আমার চোখের কোণে মৃদু জল ঢেউ
বুকের ভেতর আরো ।
আমার এখানে কেউ নেই , কথাগুলো একা ,
তোমার কি ভীষণভাবে মনে পড়ে আমার কথা ?
মাঝে মাঝে কি শিশির ধুয়ে ভোরে তুমি হাঁটো ,
নাকি অনেক তুমি মেঘ এঁকেছো মনের ভাঁজের ভেতর ?
কান পাতলে এখনো কি শুনতে পাও পাতার সর সর শব্দ ?
আমার এখানে একটা গাছও নেই , চারপাশে গাড়ির শব্দ ।
তোমার ওখানে জোছনা কি এখনো আগের মতন ?
আমার এখানে জানলা ছুইয়ে জোছনা আসা বারণ ।
গভীর রাতে আমার যখন ঘুম ভেঙে যায় হঠাৎ
তোমার কথা ভাবি হঠাৎ মাঝে মাঝে তখন।
তোমারো কি ঘুম ভেঙেছে আমার মতন এখন ?
নাকি ভীষণ ঘোরে ঘুমের ভেতর কাটছে তোমার সময় ।
তুমি কি আমায় দেখো ? ঘুমে কিংবা অসুখে ?
আমার ভেতর দারুণ কষ্ট , বলা হয়নি তোমাকে ।
তোমার শিরার স্পন্দন এখনো মনে আছে ,
মেঘের গড়ন তোমার কথা এখন আমার ভেতর ।
তুমি কি এখন আমায় ভাবছো ? কিংবা জেগে আছো ?
আমি এখনো মনে রেখেছি মনফড়িংয়ের ভেতর ।
০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন
২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +++
০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন
৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৪
সকাল হাসান বলেছেন: হতাশ কোন প্রেমিকের মনের আক্ষেপের কথা দিয়ে সাজানো কবিতা!
ভাল লাগল!
০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন
৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০০
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন +
শুভেচ্ছা
০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন
৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
মামুন রশিদ বলেছেন: মনফড়িঙের কথা ভালো লেগেছে ।
০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন
৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
ডি মুন বলেছেন:
তোমার ওখানে কি আকাশটা এখন নীল ?
আমার এখানে আকাশটা গাঢ় বিষাদ অন্ধকার ।
বিষাদময় কবিতায় ভালো লাগা।
শুভকামনা। +++
০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন
৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
লেখোয়াড় বলেছেন:
কবিতাতো ভাল লাগল।
কিন্তু মনফড়িঙ বানানটি কি ওরকম হবে?
০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই , ভালো থাকবেন
৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সাজানো কবিতা..............
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: তোমার ওখানে কি আকাশটা এখন নীল ?
আমার এখানে আকাশটা গাঢ় বিষাদ অন্ধকার ।
তুমি হাত ছুঁয়ে কি বৃষ্টি দেখো ?
আমার চোখের কোণে মৃদু জল ঢেউ
বুকের ভেতর আরো ।
কথাগুলু সুন্দর
কবিতায় ভাললাগা ।