![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
কোন নির্ঘুম রাতে জোছনার কারাগারে
বুকের ভেতরে চিনচিনে ব্যথা ঘুরে ,
সফেন সমেত সাগরের জলে
ভালোবাসা আততায়ী হয়ে হামলে পরে ।
কোন মেঘবিধুর জলে রাতের ভেলায় মিশে যাই
দু’হাত ছুঁয়ে নিয়ন আলো ছুটে আসে ,
বিষন্ন পায়ে হেঁটে সময় ছুটে
নিজেকে অপরাধী বলতে ইচ্ছে হয় ।
এরকম কোন এক মুহূর্তে আমাকে হত্যা করেছো তুমি
যতবার দেখেছো আমার দিকে তুমি ,
একবারো ভুলিনি সেই মুহূর্ত ।
আমার নির্জনতার রাতে হৃদমাঝারে শুন্যতা খেলে
আমি তখন নিশ্চুপ অনুতপ্ত যুবক ,
আমি তখন তোমাকে আঁকি
আধো ফোটা জোছনায় ঘাসের ওপর ।
ঠিক এরকম গভীর আঁধার রাতে হঠাৎ দু-একটা জোনাক দেখা দেয়
যদিও সেটা বেমানান এ শহরে ,
তখন তোমার কথা বিষন্ন স্বপ্নকে ভেঙে দেয়
একাকী গুচ্ছ গুচ্ছ বেদনাকে হত্যা করে ।
আবার শুন্য রাতে অনুধাবনীয় মনে
কষ্টের শঙ্খচিল যদি উড়ে আসে
তোমার পায়ের শব্দ যদি স্পষ্ট হয়ে উঠে নক্ষত্রের ইশারায়,
তখন আমি কষ্টগুলো আঁকড়ে রাখি ।
ঠিক পাতা ঝরা রাতের মতন নিঃশব্দে অপেক্ষা করি
মনের ঢেউয়ের জলে ভাসি ,
ভস্মীভূত দাবাদহে পুড়ে যাই
হিম শুকনো সমীরণের জালে ।
আমি নির্জনতার রাতে একাকীত্ব বেছে নিয়েছি
অন্ধকারে ব্যথাগুলো পোষে বেড়াবো বলে ,
শিশিরে ভেজা পথে নিজেকে কাঁদাবো বলে
জেগে থেকেছি রাতের গভীর স্নিগ্ধ মায়া মেখে ।
এরকম নিঃশেষিত রাতে বুকের গভীরে
অনুভূতির ঢেউ উঠে নামে ,
অন্ধকার জড়ায়ে যায় ভীষণ
আধো ফোটা জোছনা শিশির জলে ।
তাই আমি এরকম রাতে দু’হাতে হত্যা করেছি তোমার স্পর্শ
বুকের সীমান্ত বন্ধ করে দিয়েছি ।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন মুন ভাই
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
আলম দীপ্র বলেছেন: বাহ বাহ !
মুগ্ধপাঠ্য !
শুভকামনা নিরন্তর ।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আলম ভাই
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
মামুন রশিদ বলেছেন: চমৎকার!
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা মামুন ভাই
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
এনামুল রেজা বলেছেন: কবিতা ভালো লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা এনামুল ভাই
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ভালো লাগা
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা সকাল ভাই
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৪
কারুিণক বলেছেন: অন্ধকার জড়ায়ে যায় ভীষণ
আধো ফোটা জোছনা শিশির জলে ।
তাই আমি এরকম রাতে দু’হাতে হত্যা করেছি তোমার স্পর্শ
বুকের সীমান্ত বন্ধ করে দিয়েছি ।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
সুমন কর বলেছেন: ভাল লাগল।
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা সুমন ভাই
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
শুভ্র শৈশব বলেছেন: সুন্দর!
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২
উদাস কিশোর বলেছেন: চমত্কার কবিতা
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাহ! দারুণ কবিতা।+++++
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
মুহিব জিহাদ বলেছেন: চমৎকার কবিতা, হিংসা হচ্ছে আমি কেন পারিনা
১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪
নেক্সাস বলেছেন: ভালো হয়েছে
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা, ভালো থাকবেন
১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৮
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা জানবেন। অনেক।
শুভকামনা রইলো ভাই। অনিঃশেষ। সবসময়।
আবার শুন্য রাতে অনুধাবনীয় মনে
কষ্টের শঙ্খচিল যদি উড়ে আসে
তোমার পায়ের শব্দ যদি স্পষ্ট হয়ে উঠে নক্ষত্রের ইশারায়,
তখন আমি কষ্টগুলো আঁকড়ে রাখি ।
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা, ভালো থাকবেন
১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আমি নির্জনতার রাতে একাকীত্ব বেছে নিয়েছি
অন্ধকারে ব্যথাগুলো পোষে বেড়াবো বলে ,
শিশিরে ভেজা পথে নিজেকে কাঁদাবো বলে
জেগে থেকেছি রাতের গভীর স্নিগ্ধ মায়া মেখে ।
খুব সুন্দর !
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা, ভালো থাকবেন
১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় খুব ভাল লাগলো ।++++
১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
ডি মুন বলেছেন:
ব্যথা ঘুরে --- ঘোরে
হামলে পরে --- পড়ে
----- দু'একটা টাইপিং মিসটেক আছে , ঠিক করে নিলে আরো সুন্দর হবে লেখাটা।
কবিতা ভালো লেগেছে। কবির প্রতি রইলো শুভকামনা।
ভালো কাটুক সকল সময়।
আমি এরকম রাতে দু’হাতে হত্যা করেছি তোমার স্পর্শ
বুকের সীমান্ত বন্ধ করে দিয়েছি ,
মন থেকে নিঃসৃত প্রেম ছিল
আমি তা ফেরাতে পারতাম না জানি ।
+++