![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
ফিরে আসি পরিচয়ে
যেখানে পিতৃভূমি শুন্যে দাঁড়িয়ে আছে ,
সমস্ত চিন্তার ক্লেশ ছুঁড়ে ফেলে
বিক্ষিপ্ত মন কোনো আয়ত্তে খেলে
অশ্রুগ্রন্থির যে ক’ফোটা জল জমা ছিল
তা হাত বাড়িয়ে নেয়ার কেউ নেই ,
নীরবতা পিতৃভূমির মাটিতে মিশে
চোখ বুঁজে আছে
মাটির দিকে তাকালে আবেগের স্পর্শ দেখি
সময় ক্রমাগত পেছনের দিকে হাঁটতে থাকে ,
দৃশ্যমান বস্তু বিবেগের ক্রন্দন-হাসি
আমাকে ছিঁড়ে খায়
কারো মুখ দেখি না , কেউ ডাকেনা
মাঝে মাঝে বিভ্রম হয় ,
নাকি সেটা কল্পনা
আমার মনের কোন ভুল
আমি দেখিনা কিছুই
তবু দেখি আমার মন দিয়ে সব ,
উতরোল নীরবতা আমার বুকের ভেতরটা
এপোড়-ওপোড় করে খায়
আমি তবু আসি
মাটির গন্ধ সোঁদা মেখে নেই ,
আমাকে কেউ ডাকেনা পেছন থেকে
সময়ের দর্পণ এখানে নিষ্ঠুর প্রবঞ্চক
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: যেখানে নাড়ি পোঁতা থাকে, সেটাইতো শেকড়। আর শেকড়ের টান সহজে কেউ উপেক্ষা করতে পারে না। কেউ না ডাকলেও ছুটে যেতে হয়। সময়ের প্রতারণাও এখানে কোন বাঁধা সৃষ্টি করতে পারে না।
শেকড়ে ফিরে একাকীত্ব অনুভব কবিতায় একটা আবেগের সৃষ্টি করেছে। ভালো লাগলো।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: "আমাকে কেউ ডাকেনা পেছন থেকে
সময়ের দর্পণ এখানে নিষ্ঠুর প্রবঞ্চক"
নিজের দেশকে অনেক মিস করি।
কবিতার আবেগ আর একবার তাজা করে দিল সেই পুরনো হ্মত।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮
ফ্জলূল করিম বলেছেন: আমার অস্তিত্য মা মাটি দেশ ।এই অনুভূতিটুকু আছে বলেই আমরা অধিকার বুঝতে পেরেছি।আর এটাই বেচেঁ থাকার স্বার্থকতা।ধন্যবাদ কবিকে।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
সুফিয়া বলেছেন: খুব ভালো লাগল। +++++++++++
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম
১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭
অপ্রতীয়মান বলেছেন: কারো মুখ দেখি না , কেউ ডাকেনা
মাঝে মাঝে বিভ্রম হয় ,
নাকি সেটা কল্পনা
আমার মনের কোন ভুল
ভালোলাগা জানিয়ে গেলাম..
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৭
এনামুল রেজা বলেছেন: লাইনগুলি ভালো লাগলো। শুভেচ্ছা।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
১০| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা রইলো অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
সময়ের দর্পণ এখানে নিষ্ঠুর প্রবঞ্চক
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
১১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । বেশ লাগলো ।
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
১২| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯
তুষার কাব্য বলেছেন: আমি তবু আসি
মাটির গন্ধ সোঁদা মেখে নেই ,
আমাকে কেউ ডাকেনা পেছন থেকে
সময়ের দর্পণ এখানে নিষ্ঠুর প্রবঞ্চক...
বাহ্...
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কারো মুখ দেখি না , কেউ ডাকেনা
মাঝে মাঝে বিভ্রম হয় ,
নাকি সেটা কল্পনা
আমার মনের কোন ভুল
আমি দেখিনা কিছুই
তবু দেখি আমার মন দিয়ে সব ,
উতরোল নীরবতা আমার বুকের ভেতরটা
এপোড়-ওপোড় করে খায়
আমি তবু আসি
মাটির গন্ধ সোঁদা মেখে নেই ,
আমাকে কেউ ডাকেনা পেছন থেকে
সময়ের দর্পণ এখানে নিষ্ঠুর প্রবঞ্চক
স্মৃতিকাতরতা এমনই সর্বগ্রাসী জিনিস।
আবেগী কবিতা অনেক ভালোলাগা রইলো।