![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
দেয়ালে মিশে আছে যে তোমার প্রতিবিম্ব ,
সেই দেয়ালেই ফুটে ওঠে প্রতিবাদের ভাষা ।
সেই দেয়ালেই জায়গা করে নেয় ভাষার আলপনায়
যুবকের চোখ ।
রাস্তার পাশে আকাশ ছুঁয়ে জেগে ওঠা বিলবোর্ডে
বিজ্ঞাপন নিয়ে দাঁড়িয়ে থাকা লাস্যরমণীর ছবি ,
সেই বিলবোর্ডেই তাকিয়ে থেকে থমকে যায়
কোন যুবকের অনুসন্ধিৎ চোখ ।
পাতার ভস্ম কারিগরে নিয়ন আলোর বিভ্রমে
নিজেকে নিয়ে ছুটে চলা পথে
যানজট কমে যাওয়া মুহূর্তের গতিপথে
রাতের অপ্সরীর দিকে তাকিয়েও
থমকে যায় যুবকের চোখ ।
যুবকের চোখ অনেক কিছু দেখেই আঁটকে যায় ,
বেড়াতে আসা মানুষের প্রেম
মুহুমুহু স্লোগানের মাঝে ভুলে যাওয়া
নিরেট সময়ের বাস্তবতায়।
দেয়ালের ওপাশে যে ছাদের কার্নিশ
সেই ছাদের কার্নিশ ধরে যে পৌঢ় চশমার ঘোলা ফ্রেমে
তাকিয়ে দেখছে শহর ,
সেই পৌঢ় চোখেও যুবকের বিস্ময় ।
যুবকের গভীর বিস্ময়,
প্রেমিকার ভেজা চোখ নিয়ে কবিতা লেখে যে কবি
সেই কবির জীবনের গল্প নিয়েও ।
ঘুমিয়ে যাওয়া শহরে
বাঁশির মূর্ছনায় যে নিঃসঙ্গ শহরচারী
একটার পর একটা সুরের মাতম তুলছে ,
সেই সুরেও নিজেকে পায় যুবকের চোখ ।
যুবক অনেক কিছুই বদলে যেতে দেখে ,
শহরের কাঁচঘোলা ডেরায় অন্যরকম রাত বসে ,
সেখানে যে সভ্যতার আলো ফোটে
সেটাও যুবক অবাক হয়ে দেখে ।
জীবনের সবকিছুতেই ঘোর ,
ছোট্ট ছিমছাম একটা বাসা
আর তাতে বউ-বাচ্চা নিয়ে থাকা ,
তাতেও যুবকের ঘোর ।
যুবক সবকিছুতেই বিস্মিত ,
বেঁচে থাকা জীবনে আলোর ফোয়ারায়
নর-নারীর সঙ্গমেও বিস্মিত ।
অনেকদিনের প্রেমকে হত্যা করে
ছুটে চলা প্রেমিকার শাড়ির আঁচল
প্রেমিকার চোখে ভালোবাসা খোঁজা প্রেমিকের চোখ দেখেও
থমকে যায় যুবকের চোখ ।
যুবকের চোখ বিস্মিত হয়ে দেখে
মৃত্যুকেও মানুষ কত সহজে ভুলে যাও ।
২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা
২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪১
বিদ্রোহী বাঙালি বলেছেন: আমরা বিস্ময়ে হতবাক হই কিন্তু তবু মানবতার হাত বাড়িয়ে দেই না, ছুঁয়ে দেই না ভালোবাসার সামান্য স্পর্শ। তাই সহজেই ভুলে যাই সব কিছু, যেন এটাই নিয়তি, এটাই নৈমিত্তিক স্বাভাবিক ঘটনা। মানুষের আবেগ দিন দিন বাস্তবতার কাছে মনে হয় পরাভুত হচ্ছে। আবেগহীন জীবনে শুধু বিস্ময়ই জাগবে, তারপর মুহূর্তেই ভুলে যাওয়ার পালা।
খুব ভালো লিখেছেন নাজমুল। ভালো লাগলো। নিরন্তর শুভ কামনা রইলো।
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৩
লাশকাটা ডোম বলেছেন: অনেক ভাল্লাগসে!
++++ দিলাম !!!
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৭
জুপিটার মুহাইমিন বলেছেন: যুবকের গভীর বিস্ময়,
প্রেমিকার ভেজা চোখ নিয়ে কবিতা লেখে যে কবি
সেই কবির জীবনের গল্প নিয়েও ।
বেচে থাক বহুদিন... নাজমুল
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতায় অজস্র ভালোলাগা।
অনেকদিনের প্রেমকে হত্যা করে
ছুটে চলা প্রেমিকার শাড়ির আঁচল
প্রেমিকার চোখে ভালোবাসা খোঁজা প্রেমিকের চোখ দেখেও
থমকে যায় যুবকের চোখ ।
যুবকের চোখ বিস্মিত হয়ে দেখে
মৃত্যুকেও মানুষ কত সহজে ভুলে যাও ।
সুন্দর লাইন গুলো।+
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
ডি মুন বলেছেন:
++++
কবিতা বেশ ভালো লাগল কবি
শুভেচ্ছা
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯
হাসান মাহবুব বলেছেন: যুবকের স্বপ্নালু চোখে চমৎকার পরিভ্রমণ হলো। শুভেচ্ছা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
যুবকের চোখ বিস্মিত হয়ে দেখে
মৃত্যুকেও মানুষ কত সহজে ভুলে যাও ।
ভালো থাকবেন। সবসময়।