![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
অনুভবগুলো পুড়াতে ভাঙতে শিখেছি এ ঢাকাতেই ,
অবিভাজ্য রেখেছিলাম আমার নিঃশ্বাস- প্রশ্বাস তোমার সাথে।
শুন্যতায় ভরপুর নক্ষত্র এঁকেছিলাম এখানেই ।
বায়বীয় ছন্দে আপন হওয়ার বিভ্রম এখানেই শেষ করেছি ,
জানালা খুললেই দেখতাম
খোলা আকাশটা ছেয়ে গেছে অন্য বাড়ির দেয়ালে ।
নিয়ন আলোয় নষ্ট হওয়ার অনেকরকম সৃষ্টি ছিল,
জরাজীর্ণে ছিল বেঁচে থাকার বাতাস গহ্বর ক্ষিপ্রতা ।
তবু সম্মুখবর্তী চোখাচোখি
একটুআধটু বেঁচে থাকার আর্দ্র আর্তনাদ ,
কবির উদাত্ত কণ্ঠের কবিতা
মৃত হৃদয়ের প্রেমিকের মনে হেমলকের জল ।
ফোয়ারা জলে জেগে থাকা রঙিন আলোর চমকিত বিচ্ছুরণ
ছিঁড়ে খেয়েছে পাণ্ডুলিপির প্রেম ,
জানালার দেয়ালে ঘন কুয়াশা জমে
তুলির আঁচড়ে নীল ঢেউয়ে জেগেছে শব্দরা ।
তারপর শুধু একটা দমকা হাওয়া ,
এরপর সময় গুঁড়িয়ে পথে হাঁটতে থাকে
জীবনের উষ্ণ প্রসবণ ।
( ছবি - ইন্টারনেট )
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
শুভেচ্ছা
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোই।
কিন্তু দুবার পড়তে হলো কেন??
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: বুঝলাম না ঠিক ভাই ?
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪০
বৃতি বলেছেন: ভালো লাগলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
শুভেচ্ছা
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালোলাগা । ++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: হেমলক এখন কবিতা বহুল ব্যবহৃত শব্দ । সুন্দর +
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাইয়া
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২
শায়মা বলেছেন: সুন্দর!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভাললাগল কবিতার কথা ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
ঢাকাবাসী বলেছেন: মোটামুটি ভাল লাগল।