![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
দংশন
আমাদের আকাশ মরেনা -রাতজাগা স্বপ্নেরা ঘুমায়না ,
ভোরের শিশির ছুঁয়ে নরম ঘাসের ওপর দৌঁড়ায় ।
আমরা এভাবেই বাঁচি
কখনো প্রেমিকার গালে টোল পরা দেখে হাসি ,
তারপর পৃথিবীর ব্যবচ্ছেদ করতে নেমে পরি ।
আমাদের এখানেই জীবনের আয়োজন হয় ,
খোলসের ভেতর শুরু হয় আদিম উত্তাপ্ততা ।
এখানেই জীবনের সন্ধ্যার দ্রাঘিমায় আঁধার নামে ,
এখানেই ভোরের আলোয় আমি-তুমি হাসি।
এখানেই আমরা আগুন নিয়ে খেলি
পোড়াতে জ্বালাতে ভালোবাসি অনুভবের প্রাণ,
নিজেকে নিজেরা এখানেই দংশন করি
কালের পাত্রে মাটি হয়ে যাই ।
................................................................................
একেকটা গল্প
মাঝে মাঝে ভালোবাসার মানুষেরা এ শহরে হারিয়ে যায়
তারা আর হাতছুঁয়ে আসেনা ।
সেই মানুষেরা আকাশ হয়না- রাতের তারা হয়না
মাঝে মাঝে মনের মধ্যে আসে -যায় ।
তারা হঠাৎ ভোরে ঘুম ভাঙিয়ে দেয়
অদ্ভুত শুন্যতায় ভোগায় ,
তারা বৃষ্টি হয়না – স্বচ্ছ জলের মেঘ হয়না
বুকের ভেতর ভীষণ মোচড় কাটে ।
তারা মাঝে মাঝে আকাশে জোছনার কান্না বসায়
নদীর জলে তখন কোন গান হয়না,
শীতের রাতে শুকনো পাতারা হারায়না তখন
বুকের মধ্যে শুন্যতার তীব্রতা বাড়ায় ।
এমন অনেক রাত আসে তারা কথা আর বলেনা
সূর্যের মতন ভোরের আলোর সাথে পুড়তে থাকে,
তারা আর হাসে না তখন আমার সাথে
তারা একেকটা গল্প হয়ে যায় ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সকালেই অসাধারণ দুটি কবিতা পাঠ করলাম-- প্রথমটার সাথে যেন এই সময়কার রাজনৈতিক পরিস্থিতির মিল পেলাম
দুটো কবিতাই সুখপাঠ্য ----এ কেমন করে তৈরি করলেন কবি !!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রথমটা ওই প্রেক্ষাপটেই
শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
বিদগ্ধ বলেছেন: ~~এমন অনেক রাত আসে তারা কথা আর বলেনা
সূর্যের মতন ভোরের আলোর সাথে পুড়তে থাকে,
তারা আর হাসে না তখন আমার সাথে
তারা একেকটা গল্প হয়ে যায়। ~~
সুন্দর!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতা দুটো বেশ সুন্দর এবং কাব্যিও । +++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
টুম্পা মনি বলেছেন: মাঝে মাঝে ভালোবাসার মানুষেরা এ শহরে হারিয়ে যায়
তারা আর হাতছুঁয়ে আসেনা ।
সেই মানুষেরা আকাশ হয়না- রাতের তারা হয়না
মাঝে মাঝে মনের মধ্যে আসে -যায় ।
তারা হঠাৎ ভোরে ঘুম ভাঙিয়ে দেয়
অদ্ভুত শুন্যতায় ভোগায় ,
তারা বৃষ্টি হয়না – স্বচ্ছ জলের মেঘ হয়না
বুকের ভেতর ভীষণ মোচড় কাটে ।
চমৎকার লিখেছেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০
অশ্রুত প্রহর বলেছেন: ভাল লাগল অনেক ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮
সুজন চন্দ্র পাল বলেছেন: একেকটা গল্প হয়ে যায় বটে।
বলতে পারি কি?
উদারতার ভোর রাত । তবে শেষ হবার নয় ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
লাকমিনা জেসমিন সোমা বলেছেন: সুন্দর! প্রথমটার চেয়ে দ্বিতীয়টা বেশি...
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১০
সুমন কর বলেছেন: দুটোই চমৎকার লাগল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: দুটো ভিন্ন ভিন্ন চিত্রকল্পের উপর রচিত কবিতা। প্রথমটায় স্বার্থের সংঘাতে দংশনের শিকার আর দ্বিতীয়টায় বিরহের যন্ত্রণাকে ফুটিয়ে তোলা হয়েছে মনে হল। দুটোই ভালো লাগলো নাজমুল। নিরন্তর শুভ কামনা রইলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮
বেলায়েত মাছুম বলেছেন: দুটো কবিতাই অসাধারণ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪
ডি মুন বলেছেন: তারা মাঝে মাঝে আকাশে জোছনার
কান্না বসায়
------ কান্না বসায়--- কথাটা কেমন যেন লাগছে। আরেকবার ভাবা যেতে পারে।
দুটো কবিতাই সুন্দর ++++
শুভকামনা কবির প্রতি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমাদের আকাশ মরেনা -রাতজাগা স্বপ্নেরা ঘুমায়না ,
ভোরের শিশির ছুঁয়ে নরম ঘাসের ওপর দৌঁড়ায় ।
আমরা এভাবেই বাঁচি
কখনো প্রেমিকার গালে টোল পরা দেখে হাসি ,
তারপর পৃথিবীর ব্যবচ্ছেদ করতে নেমে পরি
খুব সুন্দর, দুটা কবিতাই
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০
এম এম করিম বলেছেন: বাহ্, খুব সুন্দর লিখেছেন।
শেষ লাইন অসাধারণ - দুটোরই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
১৬| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৭
মৌসুমী মালা বলেছেন: এখানেই জীবনের সন্ধ্যার দ্রাঘিমায় আঁধার নামে ,
এখানেই ভোরের আলোয় আমি-তুমি হাসি।
এখানেই আমরা আগুন নিয়ে খেলি
পোড়াতে জ্বালাতে ভালোবাসি অনুভবের প্রাণ,
নিজেকে নিজেরা এখানেই দংশন করি
কালের পাত্রে মাটি হয়ে যাই ।
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
+++