![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
শত সহস্র-শতাব্দী জমানো বরফ
ভালোবাসা খুঁজেছে বালিকা তোমার চুমুতে ,
বাস্পায়িত হয়েছে কত দীর্ঘশ্বাস
তোমার শরীর ঘেঁষে
হাতের স্পর্শ পেতে ।
বালিকা এ বুক চুরমার হয়ে যায়
তোমার চুড়ির ঝংকারে,
তোমার হাতের স্পর্শে ভালোবাসা খোঁজে
আপন নিঃশ্বাসের সুখ ।
বালিকা তোমার সম্মোহনী চাহনি
আমার নীলাভ জলছায়ায় ফেলে যায়
বসন্তের সুর ,
সব দৃশ্যমান শুন্যতা ঘিরে খোঁজে
আবেগের উষ্ণতা অনুভব।
বালিকা তোমার নীল জোছনার
প্লাবনের স্রোতে
ছায়াপথেরা কক্ষপথ ভুল করে
পৃথিবীতে এসে পরে ,
তোমার মায়াবী বিভ্রমে
প্রেমিকের চোখে জন্ম নেয়
ভালোবাসার স্ফুলিঙ্গ ।
জোনাকজ্বলা রাতে
বালিকা তোমার হাসির ঢেউয়ে
প্রেমিকের হৃদকম্পনে আততায়ী ভালোবাসা
হামলে পড়ে ।
তোমার ভালোবাসা কি ঘুমিয়ে পড়েছে
আমার জন্যে ?
দেখো তোমার ঠোঁট ছুঁয়ে আসা গল্পরা
আমাকে খুঁজে ।
বালিকা তোমার শতাব্দী মুড়ানো
মনের ইন্দ্রজালে
প্রতিবিম্ব আমার গড়ে হৃদয়ের মুখ ,
মেঘগুলো বৃষ্টি হওয়ার অপেক্ষায়
বালিকা তোমার অভিমানী ঠোঁট ছুতে ।
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
২| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বালিকা পছন্দ হল। +
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
৩| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৫১
মৌসুমী মালা বলেছেন: সিমাহীন মুগ্ধতা রেখে গেলাম চমত্কার লেখা !
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
৪| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: বেশ দৃঢ়তার সাথে ভালোবাসার উচ্চারণ। শব্দচয়নে বেশ পরিপক্বতার ছাপ। পঙক্তি বিন্যাসেও মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন। চমৎকার লিখেছেন নাজমুল। নিরন্তর শুভ কামনা রইলো।
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
৫| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:২২
এম এম করিম বলেছেন: ভালো লাগলো বালিকা।
+++
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:০৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:০৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ২:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
মন্তব্যের জন্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৭
জুন বলেছেন: মন ছুয়ে গেল বালিকা নাজমুল হাসান মজুমদার
+