![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
হাত ছুঁয়ে দেখেনি নীলাভ জলে
জোছনার কারুকার্য ,
এ নাকে মুখে চোখে চুলে
বেঁচে আছে মায়াময় কেউ ।
পেরুর পাড় থেকে মেরুর পাহাড় পর্যন্ত
এঁকেছিলে তুমি ভালোবাসার সপ্তরাজ্য ,
বাতাসে জলের ঘ্রাণ ছুঁয়ে
আমি তাতে দিয়েছিলাম ডুব ।
ক্ষত বিক্ষত প্রেমিক যুবকের চোখে
তুমি যে স্বপ্ন এঁকে গেয়েছিলে মেয়ে
তাতে এখনো হেঁটে আসে চিনুয়ার জল
বাতাসের রঙ ছবি আলোকছটা ।
এখনো অজস্র গভীর রাতে
ঢেউ ওঠে আলেয়ার ভিড় ,
তোমার পায়ের শব্দের অপেক্ষায়
হৃদয়ে খঞ্জরে রক্তপাত ঘটে ।
নক্ষত্রের আলোয় এখনো উদ্ভাসিত বিস্ফোরিত
রাত্রের মায়া সৌন্দর্য ,
এখনো ভোরের আলোয় তোমার গল্প
বেঁচে ওঠে ।
উৎসবে এখনো তোমার জন্যে বিষাদের বাঁশি বাজে
আঙুলের -হাত ছুঁয়ে স্পর্শ খোঁজে ,
ঘুমের ঘোরে এখনো খোঁজা হয় তোমাকে
বেঁচে আছো মায়াময় কেউ হয়ে ।
২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন ।
২| ২২ শে মার্চ, ২০১৫ ভোর ৬:২৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: বিরহের কবিতা ভালো লাগলো নাজমুল।
আচ্ছা আপনার এই কবিতাটি কি 'চিনুয়ার জল' কিংবা এই জাতীয় কোন নামে আগেও প্রকাশ করেছিলেন?
২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন ।
৩| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৫৯
সাইফুল টিটু বলেছেন: NICE.......,
২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন ।
৪| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল। +
২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:০২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন ।
৫| ২২ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর, কোমল।
২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন ।
৬| ২২ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫
সুমন কর বলেছেন: ঘুমের ঘোরে এখনো খোঁজা হয় তোমাকে
বেঁচে আছো মায়াময় কেউ হয়ে ।
সুন্দর।
৩+।
২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন ।
৭| ২২ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৫
জেন রসি বলেছেন: নক্ষত্রের আলোয় এখনো উদ্ভাসিত বিস্ফোরিত
রাত্রের মায়া সৌন্দর্য ,
এখনো ভোরের আলোয় তোমার গল্প
বেঁচে ওঠে ।
সুন্দর।
২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন ।
৮| ২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
দীপংকর চন্দ বলেছেন: পেরুর পাড় থেকে মেরুর পাহাড় পর্যন্ত
এঁকেছিলে তুমি ভালোবাসার সপ্তরাজ্য ,[/sb
সুন্দর ছবি ভেসে উঠছে চোখের সামনে!!
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন ।
৯| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৭
রাইসুল সাগর বলেছেন: কবিতায় ভালোলাগা। শুভকামনা নিরন্তর।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন ।
১০| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৮
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগলো বেশ ।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
১১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: নাজমুল হাসান মজুমদার ,
এতো সুন্দর কবিতায় খানিকটা ত্রুটি রয়ে গেল মনে হয় ।
হৃদয়ের খঞ্জরে রক্তপাত ঘটে । এই লাইনটির "খঞ্জর" শব্দটির অর্থ " ধারালো চাকু । তাই "হৃদয়ের খঞ্জরে" হবে কি ?
আর "ক্ষত বিক্ষত প্রেমিক যুবকের চোখে
তুমি যে স্বপ্ন এঁকে গেয়েছিলে মেয়ে" এখানে বোল্ডকৃত শব্দটি
" গিয়েছিলে " হবে । হয়তো ভুল "কি"তে চাপ দিয়েছিলেন ।
আশা করি, দোষ ধরবেন না । কবিতাটি ও কবিকে ভালোলাগা থেকেই এমনটি বলা ।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
খঞ্জরের ভুলটি ঠিক করেছি ।
আর গেয়েছিলে লিখেছি ইচ্ছে করেই ।
ভালো থাকবেন ।
অনেক শুভেচ্ছা
১২| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫
বিদগ্ধ বলেছেন: সুন্দর কবিতা।
শুভেচ্ছা,
ভালো থাকবেন
২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
১৩| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
তোমার পায়ের শব্দের অপেক্ষায়
হৃদয়ে খঞ্জরে রক্তপাত ঘটে ।
প্রেমের কবিতায় ভাললাগা রইল।
শুভকামনা কবি।
২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৬
যুগল শব্দ বলেছেন:
উৎসবে এখনো তোমার জন্যে বিষাদের বাঁশি বাজে
আঙুলের -হাত ছুঁয়ে স্পর্শ খোঁজে
সুন্দর কবিতা, ++