|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নাজমুল হাসান মজুমদার
নাজমুল হাসান মজুমদার
	আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

 কিছু মানুষের ঘর নেই, তবুও স্বপ্ন আঁকে ঘরের , 
বাতাসে বেঁচে থাকার ঘ্রাণ নেই, তবুও বেঁচে থাকতে ভালোবাসে। 
 অন্ধকার ধুমায়ে গেছে যে আলোকে 
 সেখানেও আমি বিশুদ্ধতা খুঁজি । 
 সব চিবিয়ে খেয়েছে আমি ও সমাজ  
ধুলোর শহরে অন্তঃসার শুন্য বিকেল । 
 তবু বেঁচে থাকায় আনন্দ ,
জল দেখা যায় নদী দেখা যায় , 
ইচ্ছে হলে সময়টাকে মায়ায় বাঁধা যায় । 
 ইচ্ছে হলে তোমায় দূর থেকে একটু-আধটু দেখা যায় , 
নিজের সাথে আপন মনে কথা বলা যায় । 
 সেখানে কোন কিন্তু নেই , কোন দ্বিধা নেই , 
বেঁচে আছি এইতো বেশ !
মরে গেলে কিচ্ছু দেখবোনা ,
জল মাখবোনা আকাশ ছুঁতে চাইবোনা , 
তোমাকে দেখবোনা তোমাকে নিয়ে গল্প আঁকবোনা 
স্বপ্নগুলো স্বপ্ন থাকবেনা কিংবা সত্য হবেনা ।
বেঁচে থাকলে কিছু ঘোরের মধ্যে থাকবো , 
বিষাক্ত ধোঁয়ায়ও কিছু সুখ নিয়ে বাঁচবো ।
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১:১৭
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন:  শুভেচ্ছা 
ভালো থাকবেন 
২|  ৩১ শে মার্চ, ২০১৫  দুপুর ২:১০
৩১ শে মার্চ, ২০১৫  দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
৩|  ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:৫৮
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১০:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন।
৪|  ০১ লা এপ্রিল, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৫
০১ লা এপ্রিল, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৫
দীপংকর চন্দ বলেছেন: সুন্দর লিখেছেন ভাই।
ভালো লাগা অনেক।
অনিঃশেষ শুভকামনা।
 বেঁচে থাকলে কিছু ঘোরের মধ্যে থাকবো , 
বিষাক্ত ধোঁয়ায়ও কিছু সুখ নিয়ে বাঁচবো ।
৫|  ০৭ ই এপ্রিল, ২০১৫  রাত ১:৫২
০৭ ই এপ্রিল, ২০১৫  রাত ১:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা ভালো হয়েছে... +++++++++
শুভকামনা নিরন্তর
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৫  রাত ১২:৪৬
৩১ শে মার্চ, ২০১৫  রাত ১২:৪৬
জেন রসি বলেছেন: ভালো লেগেছে।