![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
শব্দগুলো দুয়েকটা কথা বলে
উথাল পাথাল মেঘের মাঝে হাঁটে,
ভোর দুপুরে বদ্ধ ঘাসবনে ঘুরে
বুকের সারির কথা রাখে নিষেধ ।
নীল পাহাড়ে জমাট জীবন কাঁদে
ডাকপিয়নের প্রবেশ নিষেধ থাকে,
কাশবনের ছায়ার জীবন হৃদমাঝারে
বুকের ভাঁজে জমাট শব্দ এদিক ওদিক ঘুরে ।
দিনের আলোয় নিভু কম্পন
খাতায় পাতায় চোখে মুখে নাকে ,
দমকা হাসি কান্না কথা
সব এক আকাশে এক বাতাসে ওড়ে ।
ছবি- ইন্টারনেট
২৮ শে জুন, ২০১৫ রাত ১১:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকবেন জেন রসি
২| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:১২
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন হাসান মাহবুব ভাই
৩| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৫
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার কবিতা পড়লাম। ভালো হয়েছে।
২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন সুমন কর ভাই
৪| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৬
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।
২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন কলমের কালি শেষ ভাই ।
৫| ২৯ শে জুন, ২০১৫ রাত ৯:৩৮
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সুন্দর হয়েছে।
২৯ শে জুন, ২০১৫ রাত ১০:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন মোঃ নাজমুল হাসান [নাজমুল]
৬| ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:২৬
খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে কবিতা। শুভকামনা।
৩০ শে জুন, ২০১৫ রাত ১:২০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি
৭| ৩০ শে জুন, ২০১৫ রাত ১:৪১
ডি মুন বলেছেন:
মোটামুটি ভালো লেগেছে কবিতা।
আপনি এর চেয়েও ভালো লেখেন।
ভালো থাকুন কবি।
৩০ শে জুন, ২০১৫ রাত ১:৫৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ ডি মুন ভাই । ভালো থাকবেন ।
৮| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৯
জুনায়েদ জুবেরী বলেছেন: সুন্দর
৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন জুনায়েদ জুবেরী
৯| ০১ লা জুলাই, ২০১৫ ভোর ৫:৩৯
উর্বি বলেছেন: দারুন
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন উর্বি
১০| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:৩৩
এফ.কে আশিক বলেছেন: ভালো লাগল ।
০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন এফ.কে আশিক
১১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:০২
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা থাকছে ভাই।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন দীপংকর চন্দ
১২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা।
০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন দিশেহারা রাজপুত্র
১৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১
নিস্তব্ধতার শব্দ বলেছেন: ভাইয়া আপনি অনেক ভালো লিখেছেন
" দমকা হাসি কান্না কথা
সব এক আকাশে এক বাতাসে ওড়ে "
খুবই ভালো লেগেছে শেষ কথা টা।
১০ ই জুলাই, ২০১৫ রাত ১:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন নিস্তব্ধতার শব্দ
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩০
রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লেগেছে কবিতা+
২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল । ভালো থাকবেন রুদ্র জাহেদ ভাই
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৫ রাত ৯:৪৮
জেন রসি বলেছেন: শব্দকথা ভালো লেগেছে।