![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
বাতাসে শিশিরের শব্দ শুনতে পাই আমি
পৃথিবীর পথে হেঁটে চলে জোনাকির আলো ,
তবু আমি অপেক্ষায় থাকি উত্তর উত্তর কোণে
নীরব নির্জনে চাঁদ ডুবে গেলে একা জেগে থাকি ।
তোমার মতন এমন করে কেউ কোনদিন ভাবেনি
গোলকধাঁধাঁর মায়াজালে কেউ কখনো ডাকেনি,
অন্ধকারে ডুব দিয়ে জোছনা জলে কেউ হাঁটেনি পাশাপাশি
নীরব মায়ায় কেউ কোনদিন এমন করে ভালোবাসেনি ।
আমি এখনও তোমার ঠোঁট ছুঁয়ে আসা ভালোবাসার কাব্যের চাষবাস করি
ভরা পূর্ণিমায় এখনো জলের মায়ায় পরে থাকি ,
তোমার শব্দ-প্রতিশব্দের মায়া কেউ এখন আর শোনেনা
ভরা বর্ষায় তোমার ছোঁয়াটুকু মিটে যায় শরীর থেকে ।
তুমি একটা পাতার মতন ঝরে যাও
একটা তারার মতন জেগে থাকো আকাশে বুকে আমার ঘ্রাণে ,
সন্ধ্যা মেঘের মতন তোমার পদছাপ রুপালি জলে
বেঁচে থাকো তুমি ভালোবাসার বলয়িত পথে ।
ছবি- ইন্টারনেট
২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা তরিকুল ইসলা১২৩ । ভালো থাকবেন ।
২| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক সুন্দর হয়েছে নাজমুল ভাই।
তোমার মতন এমন করে কেউ কোনদিন ভাবেনি
গোলকধাঁধাঁর মায়াজালে কেউ কখনো ডাকেনি,
অন্ধকারে ডুব দিয়ে জোছনা জলে কেউ হাঁটেনি পাশাপাশি
নীরব মায়ায় কেউ কোনদিন এমন করে ভালোবাসেনি । +++
২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা বোকা মানুষ বলতে চায় , ভালো থাকবেন
৩| ২১ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৭
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
আমি যে লাইনগুলো কোট করতে চেয়েছিলাম, বোকা ভাই সেগুলো করেই ফেলেছে।
২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা সুমন কর ভাই , ভালো থাকবেন
৪| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:১০
উর্বি বলেছেন: ভাল লেগেছে
২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা উর্বি , ভালো থাকবেন
৫| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০১
রিকি বলেছেন: তোমার মতন এমন করে কেউ কোনদিন ভাবেনি
গোলকধাঁধাঁর মায়াজালে কেউ কখনো ডাকেনি,
অন্ধকারে ডুব দিয়ে জোছনা জলে কেউ হাঁটেনি পাশাপাশি
নীরব মায়ায় কেউ কোনদিন এমন করে ভালোবাসেনি ।
পোস্টে প্লাস। ভাল লেগেছে ভাইয়া
২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রিকি , ভালো থাকবেন
৬| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৫
জুন বলেছেন: খুব ভালোলাগলো কবিতা
+
২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জুন আপু , ভালো থাকবেন
৭| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৯
হাসান মাহবুব বলেছেন: স্নিগ্ধ। সুন্দর।
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা হাসান ভাই , ভালো থাকবেন
৮| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৩
বৃতি বলেছেন: চমৎকার
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা বৃতি , ভালো থাকবেন
৯| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৯
লাবনী আক্তার বলেছেন: তুমি একটা পাতার মতন ঝরে যাও
একটা তারার মতন জেগে থাকো আকাশে বুকে আমার ঘ্রাণে ,
সন্ধ্যা মেঘের মতন তোমার পদছাপ রুপালি জলে
বেঁচে থাকো তুমি ভালোবাসার বলয়িত পথে ।
চমৎকার!!
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা লাবনী আক্তার , ভালো থাকবেন
১০| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৩
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২৩ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা দীপংকর চন্দ , ভালো থাকবেন
১১| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৭
তুষার কাব্য বলেছেন: চমৎকার !
১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা তুষার কাব্য , ভালো থাকবেন
১২| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা ভাই । ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪১
তরিকুল ইসলা১২৩ বলেছেন: বাহ!! সুন্দর