![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
প্রতিটি অলিগলি প্রকোষ্ঠে ভালোবাসার আচ্ছন্নতায় ভর করো তুমি,
মায়াবী বিভ্রমে ভালোবাসায় জড়ায়ে থাকো তুমি
ইন্দ্রিয় কোণে মনের রন্ধ্রে রন্ধ্রে ।
মুহূর্তের প্রতি পারদ কণা ফ্রেমে বন্দী হয়
ভালোবাসা চুমায়ে যায় চোখে চোখে ,
কথা হয় , মুখে নয় চোখের ইশারায় ঠোঁটে ঠোঁটে
প্রতি বিন্দু কণায় শিশিরভেজা ঘামে পাতায় পাতায় ।
তোমাকে ভালো লাগে
মধ্যগগণে সূর্যের খরতাপের নিচে অপেক্ষায় থাকতে ইচ্ছে হয়,
খেয়াঘাটে দাঁড়িয়ে জীবনের সব হিসেব চুকিয়ে হারিয়ে যেতে ইচ্ছে হয়
নিজেকে না ভেবে বৃষ্টিতে হাঁটতে ছুটে যেতে মন চায়।
তুমি এমনই, তোমাকে আমি হারিয়ে পেতে চাইনা
পেয়েও হারাতে চাইনা ,
তুমি আমার বুকের অলিন্দে – শিরায় ধমনী উপশিরাতে
ঘূর্ণায়মান বাঁকের স্রোতের জলস্রোত হয়ে থাকো ।
তোমাকে আমি দেখি, আরও খুব করে দেখি
আমার পাশ দিয়ে হেঁটে যায় তোমার ছায়া ,
আমাকে ভালোবাসায় জড়ায়ে যাও তুমি
মায়ার আড়ষ্টতার ঘূর্ণি হয়ে।
তুমি আসো , চলেও যাও
মায়া মায়া শব্দের কথকতা রেখে ,
আমাকে ভালোবাসার গল্পে বেঁধে তুমি
মাতাল করে রেখে যাও ।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ভাই
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
হাসান মাহবুব বলেছেন: তুমি এমনই, তোমাকে আমি হারিয়ে পেতে চাইনা
পেয়েও হারাতে চাইনা
সুন্দর।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
ডি মুন বলেছেন: খুব মিষ্টি কবিতা।
+++
কথা হয় , মুখে নয় চোখের ইশারায় ঠোঁটে ঠোঁটে
প্রতি বিন্দু কণায় শিশিরভেজা ঘামে পাতায় পাতায় ।
আহা !
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
তুমি আসো , চলেও যাও
মায়া মায়া শব্দের কথকতা রেখে
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
শায়মা বলেছেন: মায়াবী ভালোবাসা!
৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩
জুন বলেছেন: অনেক ভালোলাগা কবিতায়
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর