নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

কোরিয়ান রোমান্টিক চলচ্চিত্র - A moment to remember

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫




জীবন-মৃত্যু-ভালোবাসা শব্দ তিনটি একই বৃত্তে আবদ্ধ । মৃত্যু ছাড়া বাকি দুটো শব্দ মানুষের কাছে খুব বেশি প্রিয়। জীবন ও ভালোবাসা ঘিরে মানুষ বেঁচে থাকে। সেই বেঁচে থাকার অর্থবহতা নিয়ে আসে ভালোবাসা । ভালোবাসাকে ঘিরে মানুষের নিজস্ব একটা বলয় সৃষ্টি হয় । সেই বলয়কে ঘিরেই প্রেম ভালোবাসার দৃঢ়তা , গাঢ়ত্ব উঠে আসে সময়ের ফ্রেমে আবদ্ধতা গ্রহণ করে । ভালোবাসা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ , যার থেকে মানুষ দূরে থাকতে পারেনা আবার এর কাছে আসলেও এর প্রতি মানুষের অন্যরকম একটা মোহের বিষয় কাজ করে । প্রতিটা সময় মুহূর্ত দিন অদ্ভুতভাবে কাটতে চায় , একটা অন্যরকম আবহের মধ্য দিয়ে নিজের যাতায়াত শুরু হয় ।

কিছু মুহূর্ত বেঁচে থাকে নিজের মতন করে। সেই মুহূর্তগুলো মনে রাখার মতন হয় । মানুষ সেই মুহূর্ত সময়গুলো ভুলতে পারেনা । সেই মুহূর্তগুলো বেঁচে থাকে মনে , নিজের ভেতর একান্তই কোন এক কোণে। কোরিয়ান চলচ্চিত্র A moment to remember এ এরকম বিশেষ মুহূর্তকে তুলে ধরা হয়েছে। যা আমাদের ভেতরে স্মৃতিগুলোর গভীরে বেঁচে থাকে, সবুজ গর্ভে থাকে তাদের বাস। হাত ছুঁয়ে যাওয়া মুহূর্ত, ছুটে চলা সময় , প্রকৃতির নিশ্চুপ চাহনি , ভালোবাসার প্রিয়জনকে নিয়ে ঘিরে থাকে সেইসব মুহূর্তের কথা ।

দুজন তরুণ-তরুণীর ভালোবাসাকে ঘিরে আবর্তিত A moment to remember এর গল্প । সেই গল্পে উঠে আসে ভালোবাসার কথা, সেই মুহূর্তগুলো। ভালোবাসার সময়গুলোতে প্রতিটা জুটিকেই কিছু সমস্যার মুখোমুখি হতে হয় । নিজেদের সম্পর্কগুলো টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়। সব মুহূর্তগুলো নিজেদের অনুকূলে থাকেনা , ইচ্ছে করলে কিছু মুহূর্ত নিজের করা যায় না । সিউল সু এবং সু জিন নিজেদের সম্পর্কের গাঢ়তার পরিপূর্ণ রুপ দিতে চায় । সু জিন আলজিমা রোগ নিয়ে ডাক্তারের কাছে আসে , ডাক্তারের স্ত্রীও এ রোগের রোগী। সু জিন এর আলজিমা রোগ সিউল সু এবং সু জিন এর সম্পর্কের মাঝে নতুন একটা অধ্যায়ের আবির্ভাব ঘটায় । মুহূর্তগুলোয় আসতে থাকে অন্যরকম অভিজ্ঞতা। সেখানে ভালোবাসা নতুন একটা সময়ের সামনে এসে দাঁড়িয়ে যায় ।

কোরিয়ান সংস্কৃতি ও পারিবারিক আবহকে ঘিরে যে চলচ্চিত্র সিউল সু এবং সু জিন এর জীবনকে তুলে ধরে, সেই জীবনে থাকে মায়া, দায়িত্ববোধ । তার থেকেও বড় যে জিনিস যে কারণে মানুষ বেঁচে থাকে তা ভালোবাসা । তেই উন কিম এর করা অসাধারণ একটা মিউজিকের ছোঁয়া চলচ্চিত্রকে নতুন মাত্রা যোগ করে । পাহাড়ঘেরা বিস্তৃন খোলা জায়গার দৃশ্যায়ন , প্রকৃতির সাথে জীবনে সংস্পর্শের মুহূর্তগুলোর হৃদয়গ্রাহী মুহূর্তের ক্যামেরার কাজগুলো জীবনের অন্যরকম এক অর্থবহতাকে তুলে ধরে ঠিক ভিন্ন পারিবারিক পরিবেশের দুজন মানুষের ভালোবাসার পথের গল্প জায়গা করে নেয় ।

The Cut Runs Deep এর মতন একটি কাব্যিক চলচ্চিত্র দিয়ে পরিচালক জীবনের শুরু করা জন এইচ লি ২০০৪ সালে এসে লেখক ইয়াং হা কিমের সাথে মিলে জীবনের কিছু হৃদয়গ্রাহী মুহূর্তের গল্প প্রধান উপজীব্য করে কোরিয়ান ভাষায় A moment to remember চলচ্চিত্র নির্মাণ করে একজন মানুষের জীবনে প্রেম ভালোবাসা অবস্থান এবং প্রয়োজনের ব্যাপকতা তুলে ধরেন ।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮

নাবিক সিনবাদ বলেছেন: মুভিটার কথা অনেক শুনছি, দেখার ইচ্ছা আছে, ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন :)

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনাকে ধন্যবাদ! এখন আর কেউ রিভিউ দেয় না :( । হঠাৎ একটা রিভিউ পেলে মনটা ভালো হয়ে যায়।

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন :)

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৪

কিরমানী লিটন বলেছেন: আপনার রিভিউ পড়ে - মুভিটা দেখার আগ্রহ বেড়ে গেলো...

সতত শুভকামনা ...

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন :)

৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

ইকরাম বাপ্পী বলেছেন: দেখিছিলাম মুভিটা... কালেকশনে আছেও, খুঁজতে হবে... ... তবে কিছুটা মনে পড়ে পুরানো সেই দোকানে,সেই বিক্রেতা, কিন্তু একটু স্মৃতি মনে পড়ে আবার মনে পড়ে নাহ...... যখন দেখেছিলাম এই জায়গাটা কয়েকবার দেখেছিলাম... ... প্রথমে প্রথমে তেমন ভালো লাগে নাহ কিন্তু গল্প শুরু হয়ে গেলে আর শেষ না করে পারা যায় না...... পুরাটা দেখে নিতে ইচ্ছা করে একেবারে

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

জেন রসি বলেছেন: দেখা হয়নি। দেখব আশা রাখি। শুভেচ্ছা।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন :)

৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭

প্রলয়শিখা বলেছেন: মুভিটি সবাই দেখবেন। অসাধারণ একটি সিনেমা। পোস্টদাতাকে ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন :)

৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭

জসিম বলেছেন: ভালো ছবি. দেখেছি বেশ ক'বার. প্রতিবারই ভালো লেগেছে.

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন :)

৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫

রিকি বলেছেন: আমার মোস্ট মোস্ট ফেভারেট একটা মুভি। এই পর্যন্ত কতবার দেখেছি তার হিসাব নাই। :)

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন :)

৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

আলভী রহমান শোভন বলেছেন: মুভিটা দেখেছি অনেক আগেই। এক কথায় অসাধারণ। ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন :)

১০| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৩

প্রবাসী পাঠক বলেছেন: অন্যতম ফেভারিট রোম্যান্টিক মুভি।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

১১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩

রক্তিম দিগন্ত বলেছেন: দুইটা মুভিই অস্থির - যে দুইটার কথা লিখলেন।

a moment to remember আর The Cut Runs Deep ।

রিভিউটা ভাল হয়েছে।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন :)

১২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫০

ঘুড়তে থাকা চিল বলেছেন: অসাধারণ একটি সিনেমা।
ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.