![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
প্রথম চলচ্চিত্রটি অভিনেতা টম হ্যাংকস'র এবং দ্বিতীয়টি লিওনার্দো ডি ক্যাপ্রিও'র ।
_________________________________________
বছরের শেষদিকে এসে হলিউডের দুই মহারথী তারকার দুই চলচ্চিত্র । একটি মুক্তি পেয়েছে এবং আরেকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে । দুই চলচ্চিত্রের প্রধান আকর্ষণ অভিনেতা টম হ্যাংকস এবং অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ।এই দুইজন বাদেও এই চলচ্চিত্রগুলো আলোচনায় আশার মতন আরও অনেককিছু কারণ রয়েছে । চলচ্চিত্র দুইটির পরিচালক , গল্প , পেছনের সব কারিগররা কম বিখ্যাত নয় । অস্কার দৌড়েও ছবিগুলো প্রতিযোগিতা করবে তেমন ভাব পাওয়াই যাচ্ছে । দুই জন অভিনেতাই পছন্দের , এখন
দেখা যাক ওনারা অস্কার পাবেন নাকি আবার অন্য কেউ এসে অস্কার নিয়ে যাবে
লিওনার্দো ডি ক্যাপ্রিও'র যদিও অস্কার এর স্বাদ এখনো পাওয়া হয় নি ।
_____________________________________________________
গল্পটা স্নায়ু যুদ্ধের - Bridge of Spies (২০১৫)
পরিচালক- স্টিভেন স্পিলবার্গ
_____________________________________________
গল্পটা স্নায়ু যুদ্ধের , সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে তখন একপ্রকার শীতল সম্পর্ক বিরাজমান । একদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র নিয়ে অগ্রসর অপরদিকে আমেরিকা পুঁজিবাদ নিয়ে । ঠিক এরকম পরিস্থিতিতে নিজেদের আকাশ সীমানায় গুপ্তচরবৃত্তির সন্দেহে রুশ প্রতিরক্ষা বাহিনী মার্কিন গোয়েন্দা বিমান ইউ - ২'কে মিসাইল দিয়ে ভূপাতিত করে মাটিতে নামায় । বেঁচে যাওয়া পাইলট ফ্রান্সিস গ্যারি পাওয়ারস বন্দী হন রুশ প্রতিরক্ষা বাহিনীর কাছে । সেই পাইলটকে মুক্ত করার জন্যে একজন আইনজ্ঞ নিয়োগ করে সিআইএ । মূলত সমঝোতার মাধ্যমে পাইলট ফ্রান্সিস গ্যারি ওয়ারস'কে মুক্ত করবে সেই আইনবিদ । আর সেই আইনবিদ জেমস বি ডোনোভ্যান চরিত্রে দেখা মিলবে টম হ্যাংকস'কে । আর সেই স্নায়ুযুদ্ধের গল্প নিয়ে বছরের শেষভাগে এসে হলিউড বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ এর নতুন ছবি Bridge of Spies মুক্তি পায় ১৬ অক্টোবর ।
নির্মাতা যখন স্পিলবার্গ তখন এই মুভির নির্মাণ কেমন হবে বুঝাই যাচ্ছে । গল্পটাও খারাপ না, খুব স্পর্শ করার মতন বিষয় নিয়েই ছবির
গল্প তিনি তৈরি করেছেন । ছবির তৈরির জন্যে যথারীতি অস্কার তারও ঝুলিতে আছে । চমৎকার কাজ করা এই পরিচালকের কাজ সেভাবে মনে রাখার মতন । আর চলচ্চিত্রের নির্মাণশৈলী সম্পর্কেও আগে থেকে বুঝা যায় স্পিলবার্গ এর স্পর্শ মানে চমৎকার একটি চলচ্চিত্র ।
________________________________________________
আমেরিকান বায়োগ্রাফিকাল ওয়েস্টার্ন চলচ্চিত্র ‘The Revenant’(২০১৫)
পরিচালক - আলজেন্দ্র গনজালেস ইনারেটু
___________________________________________________
আমেরিকান বায়োগ্রাফিকাল ওয়েস্টার্ন চলচ্চিত্র ‘The Revenant’ । ১৮২৩ সালের দিকের গল্প ,ডাকোটা অঞ্চলে শিকার করতে গিয়ে ‘হিউজ গ্লাস’ ভাল্লুক দ্বারা আক্রান্ত হয়ে পরে , তাকে রেখে তার সাথের সব লোক তাকে ডাকাতি করে চলে যায় । যাওয়ার সময় তার ছেলেকেও হত্যা করে যায় । তাকে মৃত ভেবে রেখে যায় বনের গহিনে । কিন্তু এই হিউজ গ্লাস নিজেকে বাঁচিয়ে রাখার এক আপ্রাণ চেষ্টায় মেতে ওঠে এবং প্রায় ২০০ মাইল পথ অতিক্রম করে প্রতিশোধ নিতে লোকালয়ে যায় । এই ‘ হিউজ গ্লাস’ কেন্দ্রীয় চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও’কে দেখা পাওয়া যাবে , তাকে ঘিরেই কাহিনী এবং যে তার ছেলেকে হত্যা করে সেই চরিত্রে অভিনয়ে আছে টম হার্ডি । বার্ডম্যানখ্যাত অস্কারজয়ী নির্মাতা আলজেন্দ্র গনজালেস ইনারেটু ‘The Revenant’ এর পরিচালনায় রয়েছেন । আরেকটি নতুন মাস্টারপিস ছবির দারুণ সম্ভাবনা নিয়ে বছরের শেষ প্রান্তে এসে ২৫ ডিসেম্বর এ ছবি রিলিজ পাবে।
ছবিটির পিছনের গল্পেও রয়েছে গল্পকথা । মিশেল পুনক এর লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে সীমান্তঘেঁষা এলাকায় থাকা অধিবাসী ‘হিউজ গ্লাস’কে প্রাধান্য দেয়া হয়েছে । ২০০১ সালে আকিবা গোল্ডসম্যান পাণ্ডুলিপি কিনে নেয় ছবির প্রযোজনার জন্যে । ক্রিস্টিয়ান বেল এর কাজ করার কথা থাকলেও পরবর্তীতে একাধিক পরিচালক পরিবর্তনে ছবির কাজ পিছিয়ে পরে । ২০১১ সালে ছবিটির পরিচালনার কাজে চুক্তিবদ্ধ হন নির্মাতা আলজেন্দ্র গনজালেস ইনারেটু । এরপর চলচ্চিত্রটির কাজ শুরু হয় ২০১৪ সালে এবং ২০১৫ এর আগস্টে এর কাজ সম্পূর্ণ হয়ে এখন মুক্তির অপেক্ষায়।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
২| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
সুমন কর বলেছেন: অল্প কথায় চমৎকার রিভিউ। দুজনই প্রিয় অভিনেতা। দু'টোই দেখবো। কাহিনী বা গল্প বা অভিনয় নিয়ে কোন সন্দেহ নেই...দারুণ হবে।
লিওনার্দো ডি ক্যাপ্রিও এর মুভি মিস হয় না...
+।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২০
অপর্ণা মম্ময় বলেছেন: রিভিউ ভালো লাগলো।
শুভকামনা রইলো
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
লিও কোড়াইয়া বলেছেন: এই দুজনই আমারও অনেক প্রিয় অভিনেতা। টম হ্যাংক্সের 'ফরেস্ট গাম্প' আমার 'অল টাইম ফ্যাবরিট' মুভিগুলোর একটি। লিওনার্ডো ছোটবেলা থেকেই প্রিয়, অন্য সবার মত আমারও 'টাইটানিক' দেখার পর থেকে। মজার বিষয় তাদের দুজনের একসাথে একটা সিনেমা আছে, 'ক্যাচ মি ইফ য়ু ক্যান'। এই মুভিটাও আমার অনেক প্রিয় একটা মুভি। দুটো মুভিই দেখার অপেক্ষায় থাকলাম এইচডি প্রিন্ট হাতে পেলে। পোস্টের জন্য ধন্যবাদ।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: টম হ্যাংকস এর চলচ্চিত্রের গল্পের গভীরতা ভালো
শুভেচ্ছা , ভালো থাকবেন
৫| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
রক্তিম দিগন্ত বলেছেন: Bridge of Spies দেখেছি। অস্থির মুভি। এইটা মাস্টারপিস। স্পিলবার্গ - টম হ্যাঙ্কস জুটিতো।
The Revenant মুভিটা ভাল হবে শুধু ডি-ক্যাপ্রিও-এর কারণে। এছাড়া এটাকে ভাল মনে হওয়ার কিছুই পাই নাই। হয়তো সময় নষ্ট কিছু হবে। তবে এইটাতে ডি-ক্যাপ্রিও নাকি তার লাইফের বেস্ট অভিনয়টা করেছে। আশা করা যায়, লোকটা এইবার অস্কার পাইতেই পারে।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক বছর ধরেই অস্কার পায় না !
৬| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
রাতুল_শাহ বলেছেন: আজকে ডাউলোড দিতে হবে। টরেন্টে তো পাওয়া যাবে নাকি!!!!!
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: একটা রিলিজ পাইছে
৭| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০১
রক্তিম দিগন্ত বলেছেন: ইনসেপশনে যখন ডি-ক্যাপ্রিও পায় নাই - ধরে নেওয়া যায় সে আর পাবেই না কখনো। কপাল খারাপ এক অভিনেতা।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: পেয়েও যাইতে পারে
৮| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮
আরজু পনি বলেছেন:
আমি ভালো রেটিংয়ের ম্যুভি হলে অভিনয় কে করেছেন তা নিয়ে কোন বাছাবাছি করি না ।
সিনেমা দেখে যদি ঘুম পেয়ে না যায় তবে দেখে শেষ করি ।
Bridge of Spies টা এখনই সার্চ লাগাবো ...
শেয়ারের জন্যে ধন্যবাদ, নাজমুল ।
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা , ভালো থাকবেন
৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
আমিই মিসির আলী বলেছেন: ছবি দুইটা দেখতে হবে।বিখ্যাত ব্যক্তিদের ছবি বলে কথা!
২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৫
রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লেগেছে মুভি দুটি নিয়ে আপনার এই লেখা++++++