![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
কেউ হয়তো চোখ দেখে ভালোবেসেছিল ,
কেউ হয়তো মুখ দেখে ,
আমি দুটোই ভালোবেসেছি
শুধু মুখ-ঠোঁট ছুঁয়ে বলিনি ।
কোন অক্ষের ওপর দাঁড়িয়ে আমি তাকে আঁকিনি
কোন রেখার বৃত্তে ও আমি তাকে বাঁধেনি ,
সে অমেঘ সত্য আমার কাছে
তাও তাকে আমি বলিনি ।
সে মেশেনি ধুলোর সাথে
অবাস্তব কোন কল্পনার স্রোতেও আঁটকে যায়নি ,
সে কল্পনা –অবাস্তবের কোন মিশেলও হয়নি
সে আমার ভেতর আমার খুব কাছে ।
আমি ঝড় হইনি
সে কোন শান্ত নদীও হয়নি ,
কোন গল্পের শেষ পাতার শেষ লাইনেও
আমি তাকে মারিনি ।
সে খুব কাছে ,
খুব দূরে নয় ,
বুলেট কিংবা বেয়নেট হয়ে
মনের মধ্যে আছে ।
ছবি- ইন্টারনেট
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো কবি।
কেউ হয়তো চোখ দেখে ভালোবেসেছিল ,
কেউ হয়তো মুখ দেখে
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা নেবেন দীপংকর চন্দ ভাই
৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮
অমিত অমি বলেছেন: সে আছে আঙ্গুলের ফাঁকে সিগারেট হয়ে,
সে আছে ভরদুপুরে ছায়া হয়ে।
সে আছে ধূলোমাখা রাস্তায়,
সে আছে গোলাপের পাপড়ি হয়ে বইয়ের পাতায়।
সে আছে তোমার এই ব্লগে
সে আছে আমার এই মন্ত্যবে।
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা নেবেন অমিত অমি
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
সুমন কর বলেছেন: সে খুব কাছে ,
খুব দূরে নয় ,
বুলেট কিংবা বেয়নেট হয়ে
মনের মধ্যে আছে । -- আহা...
দারুণ। +।
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক শুভেচ্ছা নেবেন সুমন কর ভাই
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৩
কিরমানী লিটন বলেছেন: কেউ হয়তো চোখ দেখে ভালোবেসেছিল ,
কেউ হয়তো মুখ দেখে ,
আমি দুটোই ভালোবেসেছি- অসাধারণ কবিতা++
অতল ছুঁয়ে গেলো মুগ্ধ ভালোলাগায়- সত্যিই নান্দনিক , অনেক শুভকামনা প্রিয় কবির জন্য...
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক শুভেচ্ছা রইল কিরমানী লিটন ভাই
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৩
রক্তিম দিগন্ত বলেছেন: ভাল ছিল কবিতাটা।
সে খুব কাছে ,
খুব দূরে নয় ,
বুলেট কিংবা বেয়নেট হয়ে
মনের মধ্যে আছে
এই বাক্য কয়টা অসম্ভব সুন্দর ছিল। +
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক শুভেচ্ছা রইল রক্তিম দিগন্ত
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার কবিতা +++
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক শুভেচ্ছা রইল
৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
নেক্সাস বলেছেন: বুলেট কিংবা বেয়নেট হয়ে
মনের মধ্যে আছে
+++
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক শুভেচ্ছা রইল
৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুণ!
২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক শুভেচ্ছা রইল
১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
সুলতানা রহমান বলেছেন: খুব সুন্দর!!
২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
শতদ্রু একটি নদী... বলেছেন: নেশালু, মায়ালু, লাইকড ইট
++
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
১৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
সে অমেঘ সত্য আমার কাছে । - অমেঘ অর্থ কী ?
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: গাঢ় সত্য
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
কবিতা ভালো লেগেছে। শুভেচ্ছা রইল কবির প্রতি।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল নীলসাধু ভাই
১৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা রইলো।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
১৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
অপর্ণা মম্ময় বলেছেন: কাছের মানুষেরা বিশ্বস্ত হয়ে মনের মাঝেই থাকুক অবিরত।
শুভকামনা রইলো
৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল অপর্ণা মম্ময়
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *সে আমার প্রেম.সে আমার দেশ, ভাষা-ভালোবাসা । স্বাধীনতা । বাংলাদেশ ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
হাবিব রহমানন বলেছেন: "সে খুব কাছে ,
খুব দূরে নয় ,
বুলেট কিংবা বেয়নেট হয়ে
মনের মধ্যে আছে"
অসাধারন নাজমুল ভাই, অসাধারন।
১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইলো হাবিব রহমানন ভাই
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
মাধব বলেছেন: সে সবসময় কাছে।