| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজমুল হাসান মজুমদার
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
টমক্রুজ ও ক্যামেরুন ক্রোই প্রযোজিত “এলিজাবেথ টাউন”
____________________________________________
সু ডিজাইনার ড্রিউ বেইলার এর কাজ করা প্রতিষ্ঠান যখন তার ডিজাইনের কারণে প্রায় ১ বিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হয় , তখন একজন ডিজাইনার ড্রিউ বেইলার’র জীবনে এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারেনা । এ রকম মুহূর্তগুলো ব্যর্থ মানুষগুলো বাদে অন্য মানুষগুলো ঠিক বুঝতে পারেনা সেই মুহূর্তে । সেইরকম মুহূর্তে ক্রমান্বয়ে পাশের মানুষটি অনেক বেশি অচেনা হয়ে ওঠে । আর ব্যর্থ মানুষদের সঙ্গ দিতে ওই মুহূর্তে অপারগ সবাই । আর এই মুহূর্তগুলোই বেছে নেয় ব্যর্থ মানুষগুলো সুইসাইড এর জন্যে । কিন্তু চাইলে কি মৃত্যু এত সহজ ! হয়তবা পৃথিবীর কোন এক কোণে আপনার জন্যেই অপেক্ষায় আছে কেউ একজন ,কারো একজনের মনের ক্লিকে হয়ত বন্দী ড্রিউ , কিন্তু সে এই মুহূর্তে সম্পূর্ণ ভিন্নগ্রহে যেন নিজেকে আবিষ্কার করছে ক্রমাগত ।
ড্রিউ বেইলার কিন্তু সুইসাইড এর চিন্তে মাথার থেকে ছাড়েনি । কতটা সহজে মৃত্যু নিজের করবে তাই ভেবে নিচ্ছে । এর মাঝেই ফোন রিং , কিন্তু ড্রিউ বেইলার এর সেই দিকে কোন লক্ষ্য নেই । একজন মানুষ যখন ব্যর্থ হয় ,তখন জাগতিক কোন কিছুই তার কাছে ভালো লাগে না । কয়েকবার রিং হওয়ার পর যখন ফোন ধরল , ঠিক তখন ভালো কোন খবর সেই ফোন এর অন্য প্রান্ত থেকে কেউ দিতে পারলো না । সময় যখন খুব খারাপ হয় , সবদিক যখন বৈরি তখন মনে হয় সৃষ্টিকর্তা মানুষকে আরও বেশি করে পরীক্ষা নেয় । না ফোন কলের ওইপাশ থেকে কোন ভালো খবর আসলেই না বরং নিজের প্রিয়জনের মৃত্যু সংবাদ আসলো ।
এলিজাবেথ টাউনের উদ্দ্যেশে যাত্রা শুরু করল। মৃত্যুকে যখন আপন করতে ব্যস্ত ড্রিউ বেইলার , ঠিক তখন আবার দৌড়ানো শুরু হল । কাছের মানুষকে শেষবার দেখার জন্যে । একটা গন্তব্যহীন গন্তব্যে যাওয়ার আগে শেষ দেখা । নির্মাতা ক্যামেরুন ক্রোই’ র মতন চমৎকার একজন নির্মাতার হাত ধরে ছবির গল্পে জীবন , মৃত্যু – ভালোবাসা , স্বপ্ন দেখা – স্বপ্ন ভঙ্গের গল্পের মিশ্রণ এর বিক্ষিপ্ততা জায়গা করে নেয় । “অলমোস্ট ফেমাস” মুভিখ্যাত অস্কারজয়ী এ চিত্রনাট্য নির্মাতার ছবির অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের ক্ষেত্রেও যথেষ্ট চমক । “কিংডম অব হ্যাভেন” ও ট্রয়খ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লোম এবং স্প্যাইডারম্যান খ্যাত অভিনেত্রী কিস্টেন ডান্সট ।
টমক্রুজ ও ক্যামেরুন ক্রোই প্রযোজিত “এলিজাবেথ টাউন” এ চলচ্চিত্রের আরও বড় চমক হচ্ছে এর মিউজিক । ২০০৫ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে ব্যবহার করা হয় ব্রিটিশ-আমেরিকান বিখ্যাত রক ব্যান্ডদল ‘ফ্লিটউড ম্যাক’ এর বিখ্যাত গান ‘বিগ লাভ’ ।১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ ব্যান্ডটির ১৯৮৭ সালে রিলিজ পাওয়া এ্যালবাম ‘ট্যাংগো ইন দ্য নাইট’ এর ‘বিগ লাভ’ গানটি তখন আমেরিকার টপ ফাইভ গানের লিস্টে জায়গা পায় এবং ব্রিটেনে সেরা দশে।
https://www.facebook.com/CelluloidDiary/
![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
২|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
রিকি বলেছেন: দেখি নি ![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৩|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
সুমন কর বলেছেন: ছোট হলেও রিভিউ ভালো হয়েছে। +।
দিলাম ডাউনলোড... ![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৪|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
রক্তিম দিগন্ত বলেছেন: রিভিউটা খাসা। অল্প কথায় মুভির পুরো আকর্ষণ ফুটিয়েছেন। কিন্তু মুভিটা দেখা হয় নাই। এমনিতেই অনেকগুলো মুভি দেখার লিস্টে আছে। ঐগুলো দেখার পর এইটা দেখার সময় হয় কিনা বুঝতেছি না। ![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৫|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
ডি মুন বলেছেন: রিভিউ পড়ে আগ্রহ জন্মাল।
অনেকদিন ভালো মুভি দেখা হচ্ছে না।
কয়েকদিন আগে এন্ট-ম্যান দেখলাম- যদিও এ ধরণের মুভি খুব একটা দেখি না - বেশ ভালো লাগল।
+++
ভালো আছেন নিশ্চয় ?
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৬|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিটা দেখতে হবে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৭|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর রিভিউ+
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ব্লগে আপনাকে শুভেচ্ছা
৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
আমি যাযাবর বলিছ বলেছেন: the jungle book মুভিটা কোন সাইড তেকে নামানো যাবে?
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
নয়ন বিন বাহার বলেছেন: চমৎকার রিভিউ...........
দ্রুত দেখতে হবে।
আপনার জন্য শুভকামনা।।