![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
টমক্রুজ ও ক্যামেরুন ক্রোই প্রযোজিত “এলিজাবেথ টাউন”
____________________________________________
সু ডিজাইনার ড্রিউ বেইলার এর কাজ করা প্রতিষ্ঠান যখন তার ডিজাইনের কারণে প্রায় ১ বিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হয় , তখন একজন ডিজাইনার ড্রিউ বেইলার’র জীবনে এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারেনা । এ রকম মুহূর্তগুলো ব্যর্থ মানুষগুলো বাদে অন্য মানুষগুলো ঠিক বুঝতে পারেনা সেই মুহূর্তে । সেইরকম মুহূর্তে ক্রমান্বয়ে পাশের মানুষটি অনেক বেশি অচেনা হয়ে ওঠে । আর ব্যর্থ মানুষদের সঙ্গ দিতে ওই মুহূর্তে অপারগ সবাই । আর এই মুহূর্তগুলোই বেছে নেয় ব্যর্থ মানুষগুলো সুইসাইড এর জন্যে । কিন্তু চাইলে কি মৃত্যু এত সহজ ! হয়তবা পৃথিবীর কোন এক কোণে আপনার জন্যেই অপেক্ষায় আছে কেউ একজন ,কারো একজনের মনের ক্লিকে হয়ত বন্দী ড্রিউ , কিন্তু সে এই মুহূর্তে সম্পূর্ণ ভিন্নগ্রহে যেন নিজেকে আবিষ্কার করছে ক্রমাগত ।
ড্রিউ বেইলার কিন্তু সুইসাইড এর চিন্তে মাথার থেকে ছাড়েনি । কতটা সহজে মৃত্যু নিজের করবে তাই ভেবে নিচ্ছে । এর মাঝেই ফোন রিং , কিন্তু ড্রিউ বেইলার এর সেই দিকে কোন লক্ষ্য নেই । একজন মানুষ যখন ব্যর্থ হয় ,তখন জাগতিক কোন কিছুই তার কাছে ভালো লাগে না । কয়েকবার রিং হওয়ার পর যখন ফোন ধরল , ঠিক তখন ভালো কোন খবর সেই ফোন এর অন্য প্রান্ত থেকে কেউ দিতে পারলো না । সময় যখন খুব খারাপ হয় , সবদিক যখন বৈরি তখন মনে হয় সৃষ্টিকর্তা মানুষকে আরও বেশি করে পরীক্ষা নেয় । না ফোন কলের ওইপাশ থেকে কোন ভালো খবর আসলেই না বরং নিজের প্রিয়জনের মৃত্যু সংবাদ আসলো ।
এলিজাবেথ টাউনের উদ্দ্যেশে যাত্রা শুরু করল। মৃত্যুকে যখন আপন করতে ব্যস্ত ড্রিউ বেইলার , ঠিক তখন আবার দৌড়ানো শুরু হল । কাছের মানুষকে শেষবার দেখার জন্যে । একটা গন্তব্যহীন গন্তব্যে যাওয়ার আগে শেষ দেখা । নির্মাতা ক্যামেরুন ক্রোই’ র মতন চমৎকার একজন নির্মাতার হাত ধরে ছবির গল্পে জীবন , মৃত্যু – ভালোবাসা , স্বপ্ন দেখা – স্বপ্ন ভঙ্গের গল্পের মিশ্রণ এর বিক্ষিপ্ততা জায়গা করে নেয় । “অলমোস্ট ফেমাস” মুভিখ্যাত অস্কারজয়ী এ চিত্রনাট্য নির্মাতার ছবির অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের ক্ষেত্রেও যথেষ্ট চমক । “কিংডম অব হ্যাভেন” ও ট্রয়খ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লোম এবং স্প্যাইডারম্যান খ্যাত অভিনেত্রী কিস্টেন ডান্সট ।
টমক্রুজ ও ক্যামেরুন ক্রোই প্রযোজিত “এলিজাবেথ টাউন” এ চলচ্চিত্রের আরও বড় চমক হচ্ছে এর মিউজিক । ২০০৫ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে ব্যবহার করা হয় ব্রিটিশ-আমেরিকান বিখ্যাত রক ব্যান্ডদল ‘ফ্লিটউড ম্যাক’ এর বিখ্যাত গান ‘বিগ লাভ’ ।১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ ব্যান্ডটির ১৯৮৭ সালে রিলিজ পাওয়া এ্যালবাম ‘ট্যাংগো ইন দ্য নাইট’ এর ‘বিগ লাভ’ গানটি তখন আমেরিকার টপ ফাইভ গানের লিস্টে জায়গা পায় এবং ব্রিটেনে সেরা দশে।
https://www.facebook.com/CelluloidDiary/
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
রিকি বলেছেন: দেখি নি
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
সুমন কর বলেছেন: ছোট হলেও রিভিউ ভালো হয়েছে। +।
দিলাম ডাউনলোড...
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
রক্তিম দিগন্ত বলেছেন: রিভিউটা খাসা। অল্প কথায় মুভির পুরো আকর্ষণ ফুটিয়েছেন। কিন্তু মুভিটা দেখা হয় নাই। এমনিতেই অনেকগুলো মুভি দেখার লিস্টে আছে। ঐগুলো দেখার পর এইটা দেখার সময় হয় কিনা বুঝতেছি না।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
ডি মুন বলেছেন: রিভিউ পড়ে আগ্রহ জন্মাল।
অনেকদিন ভালো মুভি দেখা হচ্ছে না।
কয়েকদিন আগে এন্ট-ম্যান দেখলাম- যদিও এ ধরণের মুভি খুব একটা দেখি না - বেশ ভালো লাগল।
+++
ভালো আছেন নিশ্চয় ?
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিটা দেখতে হবে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর রিভিউ+
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ব্লগে আপনাকে শুভেচ্ছা
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
আমি যাযাবর বলিছ বলেছেন: the jungle book মুভিটা কোন সাইড তেকে নামানো যাবে?
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
নয়ন বিন বাহার বলেছেন: চমৎকার রিভিউ...........
দ্রুত দেখতে হবে।
আপনার জন্য শুভকামনা।।