![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
তোমার তোমাকে ছুঁতে আমি হন্যে হয়ে ফিরি
এ বিশ্বভুমণ্ডলের কত নির্জন রাতে ,
আমি এখনও কত নক্ষত্রের রাতে
উদ্ভ্রান্ত হয়ে যাই
বেঁচে দেই কত জোছনারাত
আমার বুক চিরে ।
যেভাবে আসলে কাছে আসা যায়
আমি ততটুক কাছে আসি ,
তপ্ত হৃদয়ের নীললোহিত ভালোবাসার
ইশতেহার নিয়ে ।
তোমার দেয়া দুঃখের সমাবেশ
উদ্গরিত কষ্টকে ভালোবেসে
কত বিচিত্র নিঃসঙ্গতার রাত
আমি বিনির্মাণ করি ।
আগুনমুখো নদীর বুক চিরে
যে মাঝি ডুবে যায় গভীর জলে
তার বিশ্বাসের স্রোতে ,
সেভাবে ঠিক আমি ডুবে যাই
তোমার মোহের অসুখে ।
তোমার নিকটে আমি কতবার
পরাজিত হই
কতবার অন্ধকার রাতের গ্লাসে
মুখ ডুবাই ,
তবু এক বিচিত্র ভালোবাসার অসুখে
তোমাকে ভালোবাসার ইশতেহার
বুকে নিয়ে ঘুরি ।
ছবি- ইন্টারনেট
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ডরোথি গোমেজ ভাই
ভালো থাকবেন
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।+++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল কান্ডারি অথর্ব ভাই
ভালো থাকবেন
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
কাবিল বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল কাবিল ভাই
ভালো থাকবেন
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১
ডার্ক ম্যান বলেছেন: ভালবাসার ইশতেহারে কাছ হইলে বইলেন
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ডার্ক ম্যান ভাই
ভালো থাকবেন
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
সুমন কর বলেছেন: চমৎকার !! +।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল সুমন কর ভাই
ভালো থাকবেন
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল দেবজ্যোতিকাজল ভাই
ভালো থাকবেন
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
কিরমানী লিটন বলেছেন: তোমার দেয়া দুঃখের সমাবেশ
উদ্গরিত কষ্টকে ভালোবেসে
কত বিচিত্র নিঃসঙ্গতার রাত
আমি বিনির্মাণ করি ।
নান্দনিক ভালোলাগা, অনেক অভিবাদন কবিকে ...
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল কিরমানী লিটন ভাই
ভালো থাকবেন
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
কবির ইয়াহু বলেছেন: দারুন লিখেছেন।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল কবির ইয়াহু ভাই
ভালো থাকবেন
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালোবাসার ইশতেহারটি ভালো লেগেছে
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল মাঈনউদ্দিন মইনুল ভাই
ভালো থাকবেন
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
ধমনী বলেছেন: সুন্দর। রাজনৈতিক ভালোবাসা।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ধমনী
ভালো থাকবেন
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল কল্লোল পথিক ভাই
ভালো থাকবেন
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
ফেরদৌসা রুহী বলেছেন: তবু এক বিচিত্র ভালোবাসার অসুখে
তোমাকে ভালোবাসার ইশতেহার
বুকে নিয়ে ঘুরি ।
ইশতেহার প্রকাশের পরে কি হবে তা জানতে ইচ্ছে রইল।
ভালো লেগেছে কবিতার কথা।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ফেরদৌসা রুহী আপু
ভালো থাকবেন
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল সেলিম আনোয়ার ভাই
ভালো থাকবেন
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২১
জুন বলেছেন: অসম্ভব সুন্দর
তবু এক বিচিত্র ভালোবাসার অসুখে
তোমাকে ভালোবাসার ইশতেহার
বুকে নিয়ে ঘুরি ।
+
০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল আপু
ভালো থাকবেন
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
আহমেদ জী এস বলেছেন: নাজমুল হাসান মজুমদার,
তোমার নিকটে আমি কতবার
পরাজিত হই ................
ভালোবাসার ইশতেহারে এমন কথার স্বাক্ষর দিয়ে যেতেই হয় প্রতি পৃষ্ঠাতেই । এ হলো ভালোবাসায় সমর্পন ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল আহমেদ জী এস ভাই
ভালো থাকবেন
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
ফেলুদার তোপসে বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম কবি।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
ভালো থাকবেন
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
রক্তিম দিগন্ত বলেছেন: ইশতেহারের পরের দশার কথা কন!!
ইশতাহের তো চরম। ভাল্লাগছে। কপি মারুম। +্ +্
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
ভালো থাকবেন
১৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল হাসান মাহবুব
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০
ডরোথি গোমেজ বলেছেন: ভাল হইছে, ছবিটাও খুব সুন্দর! +
অন্ধকার রাতের গ্লাসে 'হবে? ?