![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
বেঁচে দিলাম আমার সব ভালোবাসা ,
উড়ন্ত ঘুড়ির সাথে আমার শেষ উড়ন্ত চুম্বন
উড়িয়ে দিলাম ।
এ চুম্বনের পর আর কোন চুম্বন
তোমার উদ্দ্যেশ্যে উড়ে যাবেনা ।
উড়ে যাবেনা কোন আবেগ ,
স্পর্শ করবেনা লাল গোলাপের ছুঁয়ে যাওয়া
ভালোবাসার কথা ।
বেঁচে দিলাম আজ আমার ভালোবাসাকে ,
নগদ চোখের জলে।
রাস্তার পাশের বাসস্ট্যান্ডের ছাউনির নিচে দাঁড়িয়ে
কাটানো বৃষ্টির মুহূর্তগুলো
সব এখন বিক্রির খাতায় ।
তোমার চোখের কোণে জল
সব এখন অতীতমাখা স্মৃতি ,
একটা উড়ে যাওয়া শঙ্খচিলের দৌড়ে
আমি এখন পরাজিত প্রেমিক ।
বেঁচে দিলাম সব চিঠি
তোমার দেয়া উষ্ণ হাতের লেখার অনুভূতি ।
তোমার সব চিঠি এখন জায়গা করে নিয়েছে ফায়ারপ্লেসের
উত্তপ্ত জ্বলন্ত কুঠুরিতে ,
সেখানে মৃত ভালোবাসাগুলো
শেষবারের মত জ্বলে উঠছে ।
তোমাকে আমি কাছে টেনে নিচ্ছি
ধোঁয়াটে ছাইয়ের আলোর ভিড়ে
উত্তপ্ত চুম্বনের জন্যে
এক অদৃশ্য আলেয়ার ভিড়ে ।
শেষবারের মতন আমার সব ভালোবাসা
বেঁচে দিলাম ,
অনুভূতি-উপন্যাসের সব উপমা
এখন ফায়ারপ্লেসের ধোঁয়ার কাছে
কুণ্ডুলি পাকে ঘুরছে ।
বেঁচে দিলাম,তোমার উষ্ণ হাতের নরম স্পর্শে বড় হওয়া
আমার রঙিন স্বপ্নের ঘুড়ি,
বেঁচে দিলাম তোমাকে ভালোবাসার সময়ের
সব সুখ স্মৃতি ।
শুধু একটা অব্যর্থ সময়ের মৃত্যুর কাছে
আমি আজ পরাজিত প্রেমিক ।
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল উদাস কিশোর
ভালো থাকবেন
২| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
আলোরিকা বলেছেন: 'শেষবারের মতন আমার সব ভালোবাসা
বেঁচে দিলাম ,
অনুভূতি-উপন্যাসের সব উপমা
এখন ফায়ারপ্লেসের ধোঁয়ার কাছে
কুণ্ডুলি পাকে ঘুরছে ।
বেঁচে দিলাম,তোমার উষ্ণ হাতের নরম স্পর্শে বড় হওয়া
আমার রঙিন স্বপ্নের ঘুড়ি,
বেঁচে দিলাম তোমাকে ভালোবাসার সময়ের
সব সুখ স্মৃতি ।' - বেশ কাব্যিক হয়েছে
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল আলোরিকা
ভালো থাকবেন
৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা
নিরন্তর শুভ কামনা রইল।
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল কল্লোল পথিক ভাই
ভালো থাকবেন
৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
ব্যাক ট্রেইল বলেছেন: একদম ভাল করেছেন। সব ছিঁড়ে ফেলে দিন ……+++
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ব্যাক ট্রেইল
ভালো থাকবেন
৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
ডি মুন বলেছেন:
বাহ , খুব ভাল লাগল কবিতাটা পড়ে।
ভালো থাকতে গেলে মাঝে মধ্যে ভালোবাসা বিক্রি করা দরকার
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ডিমুন ভাই
ভালো থাকবেন
৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
জনম দাসী বলেছেন: দাত থাকিতে কেই বা বুঝে দাতের মর্ম ...
লেখাটি চমৎকার... ভাল থাকুন।
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল আপু
ভালো থাকবেন
৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা । ভাল লেগেছে ।
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল আপনাকে
ভালো থাকবেন
৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
সকাল রয় বলেছেন: আপনার বাক্যবিন্যাস বেশ ভালো লাগলো। তবে কবিতা আরও দীর্ঘ করা যেত। আরও ভালো লাগতো তাহলে। এইসব কবিতা অনেকক্ষন পড়ার কবিতা।
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চেষ্টা থাকবে ভাইয়া । মন্তব্যের জন্যে শুভেচ্ছা
ভালো থাকবেন
৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯
রক্তিম দিগন্ত বলেছেন: আসলেই বেঁচে দেওয়া দরকার এই অনুভূতিটা। এটা শুধু যন্ত্রণাই দিয়ে যায়।
কবিতাটা চমৎকার। ++
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক শুভেচ্ছা রক্তিম দিগন্ত ভাই
ভালো থাকবেন । অনেক শুভেচ্ছা । আসলেই জীবনটা অদ্ভুত
১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
সুমন কর বলেছেন: দারুণ....
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল সুমন কর ভাই
ভালো থাকবেন
১১| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
রিকি বলেছেন: সুন্দর
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল রিকি আপু
ভালো থাকবেন
১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল হাসান মাহবুব ভাই
ভালো থাকবেন
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
মৃদুল শ্রাবন বলেছেন: কবিতায় ভালবাসা বেঁচে দিয়ে পরাজিত প্রেমিক হয়ে যাওয়া মন্দ কিছু নয়।
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল মৃদুল শ্রাবন ভাই
ভালো থাকবেন
১৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: মোটামুটি ভাল হয়েছে| এমন প্রচুর কবিতা পড়েছি| বাকিগুলোর মধ্যে মিশিয়ে দিলে বলতে পারবো না কবে পড়েছি| কারণ প্রতিদিন এমন কবিতা পড়ছি|
মন্তব্যটা একটু কঠিন হয়ে গেল জানি| কিন্তু আপনার কাছে আরও ভাল কিছু আশা করি
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক শুভেচ্ছা রইল আরণ্যক রাখাল ভাই ।
অবশ্যই চেষ্টা থাকবে ।
আর সুন্দর মন্তব্যের জন্যে অনেক শুভেচ্ছা
ভালো থাকবেন
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
ভালো থাকবেন
১৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
জুন বলেছেন: আমি আজ পরাজিত প্রেমিক ।
এমন জয়হীন, আশাহীন, হতাশ কবিতা্য ভালোলাগা দিতেও কষ্ট লাগলো নাজমুল হাসান মজুমদার ।
+
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল আপু
ভালো থাকবেন
১৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোই।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল দিশেহারা রাজপুত্র ভাই
ভালো থাকবেন
১৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২
মিজভী বাপ্পা বলেছেন: দাদা অস্থির লিখেছেন। অনেক ভালো লাগল
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
ভালো থাকবেন
১৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: পরাজিত প্রেমিকের ভালবাসা বিক্রি করে দিলেই ভাল।
হারিয়ে যাওয়া স্মৃতি ধরে রেখে কি লাভ
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
ভালো থাকবেন
২০| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৫
রাবেয়া রাহীম বলেছেন: বেঁচে দিলাম তোমাকে ভালোবাসার সময়ের
সব সুখ স্মৃতি ।
...
---------------খুব সুন্দর লেখনী । আহারে এভাবে যদি বেচে দেওয়া যেত !!
শুভ কামনা রইল ।
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
ভালো থাকবেন
২১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার- অপরিসীম মুগ্ধতা।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
ভালো থাকবেন
২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইলো।
২৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৬
উর্বি বলেছেন: দারুন
২৪| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৮
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুন্দর
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
উদাস কিশোর বলেছেন: দারুন