![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।
বাস্তব জিবনে অনেক কিছুই আশে পাশে ঘটে কিন্তু ভাল করে প্রতক্ষ্য করার অভাবে আমরা সেগুলা বুঝতে পারিনা.
অনেক অনেক ব্যাপার আছে জার দরুন বেশ আবেগে জরিয়ে পড়ি বা কখন হাসি আবার অনেক দু:ক্ষ বিষাদসিন্ধুর মত বুকে আঘাত হানে।। এত কিছুর পরেও কিন্তু জিবন থেমে থাকে না।। প্রতিনিয়ত এই সংগ্রামে যুদ্ধ করে চলতে হয়,, তাই বলে আবেগ বা ভালবাসার সামান্য তম হোচটে তো আর সব স্তব্দ বা বন্দ করে দেয়া চলে না।
প্রতক্ষ্য চাক্ষু প্রমানে অনেক কিছুই দেখলাম এই অল্প বয়সে এখনো মাঝে মাঝে দেখি। কিন্তু এতটা অবেগ বান হয়ে যাই কেন নিজেই বুঝতে পারি না।।
কোন খারাপ বা অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে ইচ্চে হয় হোক ণা তৃতীয় পক্ষের কাজে।। কিন্তু সেই শক্তি বা সাহস আর পাই না তাই মনে মনেই থেকে যায়। কিচু সময় পর আবার ভুলে যাই।।
এক্সপেরিমেন্ট করার জন্য দূর জংগলে বা দুরান্তে চোটার প্রয়োজন মনে করি না আশে পাশের অপ্রয়োজনিয় কিছু ভাল
করে লক্ষ্য করলে সেটা হবে লাইফ টাইম এক্সপেরিমেন্ট।।
কি বুঝলে এতক্ষনে??
কিছুই বুঝলে না!!
থাক বুঝার দরকার নাই!!
আশলেই মানুষ বড়ই রহস্যময়:::
অনেক অনেক সুন্দর অনন্দ মুহুর্ত আছে জার জন্য হাজার টাকা গুন্তে হয় না মন দিয়ে খেয়াল করলেই অনেক সামান্য কিছু থেকেও অনেক বড় আনন্দ পাওয়া যায়।।
প্রয়োজনের সময় সামান্য একটা মুসকি হাশিও কিন্তু লিওনার্দোরর আকা চিত্র হার মানায়।।
সঠিক সময়ে সামান্য সহানুভুতি ও অনেক বড় পাওনা হতে পারে।
ভাল মুহুর্তের জন্য টাকা খরচের প্রয়োজন নেই বরং ফাইভ স্টার হোটেলের থেকে বিলিয়ন স্টার আকাশের নিছের মজা আলাদা। কারন এই অনন্দে খুদ নেই।।
সময়ের সামান্য প্রয়োজনে জ্যোৎস্না রাত্রি বা তারার আকাশ কিংবা বৃস্টি বেজা সন্ধ্যা বা সকালের সূর্য এসবি অনেক অনন্দে দিতে পারে।। আর সেটায়য় টাকালাগে না বা টাকা দিয়ে পাওয়া জায় না।।
প্রিয়জনের সামান্য হাসি ফুটাতে তেমন বিষেস কিছুর দরকার হয় না।।
পুনশ্চ : মানুষ কে মুল্য দেও তুমি মানুষের কাছে দামি হবে, আজ জাকে অবহেলা করছ কাল এই অবহেলার মুল্য দিতে হবে। ( হোক না তার ভালর জন্য এবোয়েট করছ তুমি কি শিউর যে তাকে তুমি একবারের জন্য ও কাছে নেও নি)
আর গাছের পাতা একা নড়ে না।। বাতাসের প্রয়োজন হয়।
যে কোন নেগেটিভ কিছুর শিক্ষা যদি পজিটিভ ভাবে নেয়া যায় তাহলে সেটাইহবে প্রকৃত শিক্ষা।।
দ্র: মনের কিছু কথা লিখলাম। ভুল হলে ক্ষমা করবেন।
২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭
নাজমুল হাসান স বলেছেন: জি ভাই। আমি নিজেও বুঝতে পারি না এত ভুল হয় কেন।। আমি ট্রাই করব ঠিক করার জন্য। ধন্যবাদ কমেন্ট করার জন্য।।
আপনার জন্য ও শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মনের কথা গুলি ভাল লাগলো ।
বানান ভুলগুলি দৃষ্টিকটু লেগেছে । আশা করি ঠিক হয়ে যাবে ।
আপনার জন্য শুভ কামনা ।