![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্।
আমার কাছে অনেক টপিক্স আছে। আর লেখার মত অনেক কিছুই মাথায় গুর গুর করে।
টাইপ করার জন্য অভ্র নিলাম।। কিন্তু তাও বানান অনেক ভুল হয়।
এখন এই বানান ভুল জেন না হয় তেমন কোন কিছু জানা থাকলে দয়া করে
আমাকে জানান।। আমার খুবই প্রয়োজন বাংলা সঠিক বানান এর জন্য।
কয়েক টা বই ও পড়তেছি কিন্তু এই ভুল গুলা অবারকাম হচ্চে না।।
প্লিয ব্লগার ভাই রা আমাকে কোন উপায় থাকলে বাতলিয়েদেন!!
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
নাজমুল হাসান স বলেছেন: জি ভাই ধন্যবাদ।। কোথায় পেতে পারি। মানে কেমনন সাইট গুলা??
২| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৭
রোষানল বলেছেন: অভ্র ব্যবহার করলে তো বানান ভুল হবার কথা না । যাইহোক যদি আপনি সামু ব্লগ লিখার সময় অভ্র ব্যবহার করেন তবে অবশ্যয় সামু ব্লগের যে পাঁচটা লেখার অপশন আছে যেমনঃ ভার্চুয়াল ,ফোনেটিক ,ইউনিজয় ,বিজয়,english এর মধ্যে আপনি বিজয় সিলেক্ট করবেন । আশা করি লেখায় বানান ভুল অনেক কম হবে ।
আর অভ্র দিয়ে লেখার সময় সঠিক বানান আপনাকেই নির্বাচন করতে হবে ।যেমন আপনি লিখতে চান আমি টাইপ করার পর বাম পাশে আমি, আমই , এমই,দেখাবে আপনাকে এর ভিতর থেকে আমি সিলেক্ট করতে হবে । আর যদি পি সি বা ল্যাপটপে বাংলা লেখার সময় কি বোর্ডে ক্যাপ লক অন করবেন না । কারন তাতে বানান ভুল হবার ঝুকি থাকে ।
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
নাজমুল হাসান স বলেছেন: রোষানল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।। অভ্র দিয়েই লিখছি
ক্যাপ লকের ব্যাপার টাও বুঝতে পারলাম। কিন্তু আগে আমি office woard
file এ লিখি তারপর কপি করে ব্লগ এ পোস্ট দিই। জার কারনে
পোস্ট অপশনে থাকা পিচার গুলা ব্যবহার করতে পারছি না।।
৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯
অন্ধকারের আলোর দিশারী বলেছেন: বিজয় বায়ান্ন ইনষ্টল করে ইউনিজয় দিয়ে লিখে দেখতে পারেন । আমি ঐভাবেই লিখি ।
৪| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
নাজমুল হাসান স বলেছেন: অন্ধকারের আলোর দিশারী - ভাই
এই ভাবে লিখতে গেলে তো কি বোর্ড টা আগে শিখতে হবে
তাই না??
এটাতে তো অভ্রের মত টাইপ করা জায় না?
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২২
সুমন কর বলেছেন: আপনি অনলাইন সাহায্য নিতে পারেন। আজকাল বিভিন্ন বাংলা অভিধান অনলাইনেই পাওয়া যায়।