![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।
মানুষের মনুষ্যত্ব নিয়ে মাঝে মাঝে আমাদের অনেককেই প্রস্ন তুলতে হয়। প্রস্ন চলে আসে মনুষ্যত্ব বলতে আমরা কি বুঝি। আসলেই কি আমরা মনুষ্যত্ব নামক জিনিসটার চর্চা করতে পারি?
হঠাৎ এই কথাগুলো পড়ে হয়তো সবার চোখ ছানাবড়া হয়ে যাবে। কিন্তু মনুষ্যত্ব নিয়ে কথা বললে তো আর প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না। এবার আসল ঘটনায় আসি।
গত শুক্রবার বিকালে (১৬-১০-১৫) আমি আর আমার বন্ধু একটা ভিড় দেখতে পেলাম। দেখতে পেলাম। কৌতূহলবশতঃ সেটা দেখার জন্য গেলাম। একটি ছোট শিশুকে দেখা গেল বাটি হাতে। শিশুটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে অনেকেই বাটিতে ছুড়ে দিচ্ছেন ২, ৫ বা ১০ টাকা। সেও টাকাগুলো ভালোভাবে তার পায়ের আঙ্গুলে গুছিয়ে রাখছে। শিশুটির আশেপাশে তার অভিভাবক বলতে কেউ ছিলনা। কিন্তু প্রশ্ন হচ্ছে ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন-
এরকম বয়সের একটি শিশু কিভাবে টাকা গুছিয়ে রাখে? অবশ্যই শিশুটিকে দিয়ে দীর্ঘদিন যাবত চেষ্টা করা হচ্ছে। এর ফলে সে এ কাজটি করতে পারছে। কিন্তু শিশুটি কিছুই জানে না। আরেকটি প্রশ্ন হতে পারে- এই টাকা কোথায় যাবে, কে নিবে? প্রশ্ন হওয়াটাই যৌক্তিক। কারন কোন অভিভাবক আমরা পাই নি। এর সঠিক উত্তর আমরা দিতে পারব না হয়তো। এর উত্তর পেতে হলে কয়েকদিন গবেষণা করতে হবে।
আমাদের দেশের দারিদ্র্যতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। অথচ এখনও এগুলো দেখা যায়। কে জানে সারা দেশে এরকম কতজন আছে?
এতে কি আমাদের মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয় না?
ও….ও আরেকটি কথা। আপনারা শিশুটির হাতে সবুজ রঙের কিছু দেখতে পাচ্ছেন হয়তো। ঐ প্যাকেটে ছিল মটর ভাজা। মটর ভাজার কাহিনি বলে লেখাটাকে দীর্ঘ করতে চাচ্ছি না।
অনেকেই বলবেন শিশুটির নাম, পরিচয় কি? একটু ভাবলেই বুঝতে পারবেন যে কেন আমরা শিশুটির নাম, পরিচয় দিতে পারি নি।
লেখাটি লিখেছেন আমার খুব ভাল একটা বন্ধু s.r Toshar ..।
২| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২১
নাজমুল হাসান স বলেছেন: হ্যা ভাই।।। তাই তো।। আর যেই কথাটা মনে ছিল ঠিক সেটাই বল্লেন।।
আর মনে হয় না সারা ওয়াল্ডে মানুষ এর দেশ আছে???
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৯
বিপরীত বাক বলেছেন: বাঙালের দেশে বাঙালিত্ব খুজবেন।। মনুষত্ব্য খোজেন কেন?
ওটা তো মানুষের দেশে পাওয়া যায়।।