![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।
কোনও অস্বাভাবিক এবং নেতিবাচক আচরণের প্রভাব আপনাকে হয়তো নিঃসঙ্গ করে দেয়... আপনি হয়তো জানতেও পারছেন না যে আপনার ভিতরেও কোনও না কোনও প্রতিভা অঙ্কুরিত হওয়ার অপেক্ষা করছে... হয়তো কেউ আপনাকে সেটা বুঝতে শেখায়... তারপর হয়তো কিছু মুহূর্ত আপনার জীবনে ক্ষণিকের জন্য আসে যার জন্য আপনি সারা জীবন অপেক্ষা করে আছেন.
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
স্পর্শিয়া বলেছেন: নিসঙ্গতা থেকেও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে পারে। বরং ব্যাস্ততা বা অনেকের মাঝে থেকেও যে প্রতিভার বিকাশ হয়না তা নিজের সাথে নিজের আত্মপোলদ্ধিতে বিকশিত হতে পারে।