![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।
Najmul Hasan S·Thursday, December 31, 2015
১ আমি তোমার পাশে সার জিবন থাকবো বলেই
#মেয়েটা হুইলচেয়ার টি কে ঠেলতে শুরু করলো
২ তুমি বরং কবিত হয়েই থাকো
# মন থেকে বলেনি মুখে বলেছে ... কিন্তু .........
৩ খুকু,শোনা ।।
আমাকে যদি খুজে না পাশ তাহলে ঐ মেঘের দিকে তাকাবি । বুঝবি আমি ওখানেই আছি।
#১৬ বছর পর । সেই খুকুর মাথায় বিমান বাহেনির ক্যাপ কাধে পাইলটের ব্যাজ ।
-পাইলট ইজ রেডি ফর টেকঅফ, ক্যাপ্টেন ।
-সো এম আই । সেই খুকুর মখে হাসি বাবার কাছে জাচ্চে বুঝি !!!!
৪ সোডিয়াম সুর্য মাথায় করে রাত্র প্রহার কাটানো ছেলেটা হেটে যায় ...
গোল মেলে কিছু কদম । পা পুড়ে যেন কার্বন ধোয়া বের হচ্চে ,
মুশুল ধারায় শহরের বৃস্টী মনে হয় সহ্য হয়নি ।
নাকি আজ বারান্দায় এসে দাড়ায়নি কেউ ?
নাকি সেই চেনা মুখ দেখতে পায়নি ।
জরাক্রাএই পাগলের খবর ও হ্যা নাজমুল জানে একটা কথা
#সব কথা সবার জানতে নেই ...।
৫ চলে যাচ্ছি দোস্ত একদম নেটওয়ার্ক এর বাহিরে
#কিছু কিছু গল্পের শুরু এবং শেষ থাকে না
৬ তৃতীয় বার ও কান্না মুখে হেঁসে চারপাশে তাকিয়ে খুজতেছিল তাকে
# মুহুর্তেই ভালো মানুষ গুলোর জানা হয়ে গেল – অসাধারন সেই হাসির পেছনে কি গোপন করা ।
৭ ফটোগ্রাফে যাদুর ছড়ী , সবি পারফেক্ট ছিল
#ভালোবাসা ছাড়া
৮ বন্ধ দরজা, লাল চোখ ,
#কে বলেছে ছেলেরা কাঁদতে জানে না ......
৯ লেখা সেই পুরানো ডায়েরিতে আজো তার সাথে দেখা হয় ।। জন্ম দিনের কেক কাটা হয় ।
#দু’জনে মিলে তবুও একা
১০ পরিক্ষা শুরু হলেই আম্মু বড়ই যন্ত্রনা শুরু করে । এটা খাও, ওটা খাও, এটা করো না , ঐটা করো । খুব বিরক্তিকর । তাই নারে সুমা
#না, আমার জানা নেই ......।।
১১ মা খিদে পেয়েছে । খেতে দাও । প্রতিদিনের মতই ঘরে ডুকে বলে উঠলো মেয়েটি
# মানুষের মৃত্যু হয় , অভ্যাসে নয়.........
১২ ভয়নাক সেই দুর্ঘটনার পরেও সারাজীবন ছেলেটি বেঁচে ছিল ।
#মেয়েটির হৃদয়ে
১৩ আমার সঙ্গে কি আছে জানিস? পদ্ম । নীল পদ্ম । পাঁচটা নীলপদ্ম নিয়ে ঘুরছি । কাউকে দিতে পারছি না । দেয়া সম্ভ......
#হিমুরা কাউকে নীল পদ্ম দিতে পারে না ......
১৪ আরে ও তো আমার শুধু ভালো বন্ধু ।। মেয়েটি বলল
#লজ্জায় মুখটা কেমন লাল হয়ে গেল ।মুখটা লুকানোর কিছু পেল না।
১৫ অনেক বছর পর তাদের আবার দেখা হয়েছিল...।।
#মেয়েটির লেখা পুরানো ডায়রির নতুন কিছু পাতায়
১৬ মেয়েটি বলেছিল বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যায় অল্পতেই ।ছেলেটি এখনো বৃষ্টি হলে ছাতা ধরে রাখে
#তার কবরের উপর
১৭ সামওয়ান হ্যাজ নো ফুড বাট শি হ্যাজ ম্যাদার
এগেইন সামোয়ান হ্যাজ লট অফ ফুড বাট শি হ্যাজন্ট ম্যাদার
১৮ আফসোস ???
তোমার গল্প আর আমার গল্পটা কখনো আমাদের গল্প হলো না ।
কত কি চিন্তা করে লিখলাম , যদিও কিছুটা ফেইজবুক এর কল্যানে আইডিয়া পেলাম । সব কিছুই জীবনের বাস্তবতা থেকে পেলাম । আশা , ভালোবাসা , মান-অভিমান , কত কি ! প্রায় যতজন কে আমার যা কিছু বলা বা বলার ছিল কৌতুকের ছলে বললাম । আই হোপ কেঊ সেটা বুঝবেনা {হা হা হা } .........। জীবনটা বড়ই অদ্ভুত আর সুন্দর ..................।।
copyright _
©somewhere in net ltd.