নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ ভোর হয়নি কাল ও ভোর হবেনা পরশু যে ভোর হবে তা তুমি ভুলনা। কখন হার মানতে নেই কারন মানুষ পারে না এমন কিছুই নেই। সুধু দরকার অধ্যাবসায়।।

নাজমুল হাসান স

কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।

নাজমুল হাসান স › বিস্তারিত পোস্টঃ

How To Draw The Impossible heart...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

আগে দেখুন ইম্পসিবল হার্ট আকার সিস্টেম



হুম এবার দেখাই কি করে একেচিলাম .।.।।।





এবার দেখুন কিছু পাগলামি


এট লাস্ট এটা দাড়ালো



হা হা হা অল ইজ এবাউট with demo of blood...
Olny fr ur Perfidy &Trust killer loved.... Lol


মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

বিজন রয় বলেছেন: দারুন।
+++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

নাজমুল হাসান স বলেছেন: ধন্যবাদ #বিজয় রয় ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: চমৎকার!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

নাজমুল হাসান স বলেছেন: ধন্যবাদ । মন থেকে আঁকা একটূ চমটকারের আশায় !!

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রক্ত দিয়ে ভালোবাসা??

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

নাজমুল হাসান স বলেছেন: মন দিয়েই ভালোবাসা । ব্রেন দিয়ে অনুভুতি । আর রক্ত দিয়ে যত সামান্য প্রকাশ

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

কল্লোল পথিক বলেছেন: চমৎকার!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

নাজমুল হাসান স বলেছেন: ধন্যবাদ । ভাই #কল্লোল পথিক

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


আহারে ! ভালোবাসা !!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

নাজমুল হাসান স বলেছেন: বাহ !! আপসোস নাকি দুঃখ প্রকাশ ?

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

সুমন কর বলেছেন: ভালো, খুব ভালো হয়েছে... কিন্তু সেটা রং ছিল তো !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

নাজমুল হাসান স বলেছেন: ধন্যবাদ । অনেক ধন্যবাদ । তবে সেটা রং ছিল । লাল রং । রক্তের রং

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এখন আর হাত কেটে রক্ত দিয়ে নাম লেখাটা চলে না। ঐটা ব্যাকডেটেড!
বর্তমান যুগ হলো, ডাইরেক্ট বুকের ভিতর থেকে হৃদপিন্ড বের করে সরাসরি প্রদর্শন করতে হবে..... ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

নাজমুল হাসান স বলেছেন: হ্যা তা সত্য । তবে ওল্ড ইজ গোল্ড ,
সোণালী যুগ কেই বুকে নিয়ে বর্তমান নিয়ে !!! ?
যদি ডাইরেক্ট বুকের ভিতর থেকে হৃদপিন্ড বের করি সরাসরি তাহলে মুভি বানাবে কি করে । ?? ]
আর আমাদের অনন্ত জলিল এরি বা কি হবে !!

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

সাদা মনের মানুষ বলেছেন: পাগলামীটা পছন্দ হয় নাই, বাকী ভালো :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

নাজমুল হাসান স বলেছেন: জি ভাই । তাই সীকার করে _ই । লিখেচি । আর পাগলামি কারি বা পচন্দ ??
ধন্যবাদ

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ৯০ এর দশকে অনেক পপুলার টপিক। এখন সব রেডিমেট, ফেসবুক আর স্মার্ট ফোন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

নাজমুল হাসান স বলেছেন: হ্যা ।। সেই আদি যুগ টাকেই নতুন করে দেখা ।
এখন তো সব ফরমালিন মিক্স তাই এমন কিছু যুগ-উপযোগি মনে হচ্চে না ।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

মাসুদ মাহামুদ বলেছেন: পাগলামি সুধুই পাগলামি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

নাজমুল হাসান স বলেছেন: না না । পাগলামি তো এক খণ্ডে । তা তো উল্লেখ করেই লিখলাম । (হা হা হা )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.