নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ ভোর হয়নি কাল ও ভোর হবেনা পরশু যে ভোর হবে তা তুমি ভুলনা। কখন হার মানতে নেই কারন মানুষ পারে না এমন কিছুই নেই। সুধু দরকার অধ্যাবসায়।।

নাজমুল হাসান স

কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।

নাজমুল হাসান স › বিস্তারিত পোস্টঃ

সত্য হতেও পারে এ ট্রু স্টরি।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৭

খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল।
কিন্তুু কোনো ওয়ে খুজে পাচ্ছিলাম
না। কারণ মাসের শেষের দিক। পকেট
একদম ফাকা। চুল টানতেছিলাম এর
মধ্যেই জিএফের ইনকামিং,
- হ্যালো..
-- একটা ইমপর্ট্যান্ট কথা আছে।
- আমারো..
-- আচ্ছা। তাড়াতাড়ি শেষ করো..
- আজ বিকেলে বিরিয়ানির ট্রিট
দিবা?? খুব খেতে ইচ্ছে করছে।
-- ফাজলামি বন্ধ করবা?
- স্যরি..
-- বাসা থেকে বিয়ের জন্য চাপ
দিচ্ছে। ছেলে ডাক্তার। আমাকে
রাজি করাতে পারলেই আগামী
সপ্তাহে বিয়ে..
- বলো কি!!
-- হ্যা। কিছু একটা করো প্লীজ ..
- আচ্ছা, তোমার বিয়েতে
বিরিয়ানি করবে??
-- কেন??
- ইয়েমানে, বিরিয়ানি আমার খুব
পছন্দের। তাহলে পেট পুড়ে খাওয়া
যেত।
--
ফোনের লাইনটা কেটে গেল। আমি
কিছুক্ষণ চুপ মেরে বসেছিলাম আর
ভাবতেছিলাম, কি বলে ফেলেছি,
কি মুখ ফসকে বেড়িয়ে গেল।
তাড়াতাড়ি ফোনকে আউটগোয়িং
করলাম কিন্তুু ওপাশ থেকে বার বার
একই নারীর একই বাক্য শুনিয়া বুঝিতে
পারিলাম আমি তাহার ব্লাক
লিস্টে। তবে কি আগামী সপ্তাহে
বিরিয়ানি খাওয়া হচ্ছে ..??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৫

এমখান বলেছেন: সব সময় ফাজলামি ভালো লাগে না ...

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩

নাজমুল হাসান স বলেছেন: -- ফাজলামি বন্ধ করবা?
- স্যরি.
তাও ঠিক।
সহমত (হা হা হা)

২| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০০

মোঃ অলিন্দ শেখ বলেছেন: বাসার ঠিকানা যদি জানেন,চলে যাবেন সামনের সপ্তাহে বিরিয়ানির ইচ্ছাটা হয়তো সত্য হয়ে যাতে পারি।

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪

নাজমুল হাসান স বলেছেন: হুম, ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে
৩ নম্বর ভুতের গলি এই টুকু মনে আছে।
তা আপনার ও কি এমন কিছু সত্য হলো নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.