নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ ভোর হয়নি কাল ও ভোর হবেনা পরশু যে ভোর হবে তা তুমি ভুলনা। কখন হার মানতে নেই কারন মানুষ পারে না এমন কিছুই নেই। সুধু দরকার অধ্যাবসায়।।

নাজমুল হাসান স

কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।

নাজমুল হাসান স › বিস্তারিত পোস্টঃ

আমি! ভালো না ! কিন্তু আমি আমার মতই!

১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০

কেন ?
লোকে তোমাকে অভদ্র বলে তবে তোমার শিক্ষা,আভিজাত্য ও অর্থের কোন মূল্যই রইল না।
-- জি. জে. নারথান...
তাই _ ---- কেমন?. Whatever I don't care.. মানুশ কে কি বল্ল তাতে কিছু জায় আসে না। কিন্তু আমার জায় আসে। অনেক বেসি ইমোশনাল কিন্তু দশ জনে যা বলবে তা মেনে নিবই। জাই হোক যে যা ইচ্চে বলুক কিছু না। আমার বিশাস নিজ ভালো তো জগৎ ভালো। আর এটা মানি ভালো কাজ করলে তার প্রাপ্তি যেমন হবে খারাপ কাজ করলেওও শাস্তি পেতে হবে। হয়তো এই জগতে না হলে আখেরাতে।

ফাস্টলি সব্বাইকে প্রায় একি প্রশ্ন করলাম (প্রশ্ন টা কি ছিল তা বল্লাম না)
আমাকে একাট সময় হারামি বলতো অনেকবার বলেছে । কিন্তু কেন খুজে পাই নাই , সেই তার মুখেই কথা ভিন্ন

। আচ্চা এবার দেখ । অনেক ভালো , সামান্য দিনের পরিছয় । আমি কোন ভাবেই তাকে তুই করে বলতে পারি না ।
সবসময় তুমি না হয় আপনি ছলে আসে -




ধন্যবাদ । এটা হয়ত ৮০% সত্য বলে দিসচ তুই । তবে আমার মনে হয় না ।



এবার দেখাই আমার এক দুস্তের কথা । সব কিছু নরমাল । ওর কথা গুলা কেমন যেন । তার পরেও ভালই বলেছে তা সিকার করতে হয় কথা সত্য । তবে ( বায়ে প্লাস্টীক) ম্যান এজ সামাজিকতা কান তো দেয়া লাগেই



দেশি মানুষ । ভালো কথা তো দূরে থাক পারলে ঠ্যাংগাইবো তবে , কথা সব রহস্য ময় । হাছা নি??




আমি জানলে কি আর জিজ্ঞাস করতাম , তবে তোতা পাখি জখন শেখানো কথা ছাড়া অন্য কথা বলে সেটা হবে রহস্য ময় ।
অবাক হলাম । আর ধরেই নিলাম সত্য বলছো । তবে অনেকটা শোসিয়ালিস্টীক ওয়াড ( গুড বয় )


অনেক গুল কবিতা লিখছি , যেমন বিষাক্ত কিট , লাব-লোকশান, আমি আর কিছু বলবো না ,
হুম কিছুই বুঝে নাই কেউ আমি আমার মতই লিখচি মরমার্থ টা তো শুদু আমি জানি , বাকি রা জানবে কি করে পাঠ পরিছিতি তো সাথে নাই ।
তবে সত্য কিনা জানি না




কেউ আমাকে মাথায় তুলে রাখবে সেটা বলি নাই । ভালো কিছু বল্লে তো আলহামদুল্লিলাহ কিন্তু খারপ কিছু বল্লে ঘায়ে মোটেই সহ্য হয় না । আর সহ্য করার খমতা হয়ত অনেক অল্প , কিন্তু সব ব্যপারের না আমি দেখি আমার রাইটস আছে কোন ক্ষেত্রে আর অধিকার খাটান যাবে কোথায় , কাউকে মাঝে মাঝে আমি একটা এস এম এস দিয়ে ও বলি , বিরক্ত হলে বইলো ?
সহ্য করতে পারি না , আজকে কিছু হল , কিন্তু কেন হলো ? আসলেই কি আমা দোষ , নিজে নিজে দেখি যদি দেখি আমার ফল্ট তা হলে বিনা কথায় মাথা নত করতে রাঝি । তবে নিজের ভুল তো নিজে ধরতে পারে আ । একি ভুলের কথা জদি একাদিক জনে বলে তাহলে আমি তা মানতে বাধ্য ।
আমি কখনই বলবো না “আমি দুধে দোয়া তুলসী পাতা “ আমার নিজের-ই দোষের অভাব নাই । ভালো কাজের তুলনায় খারাপ কাজ বেশি করি । কিন্তু ইচ্চে করে কেউর খতি করি না ।
হ্যা আমি ক্রিমিনাল টাইপের । প্রথম যে বার একটা পাখি মারছি সেইদিন আপসুস হইয়েছিল , এর পর থেকে পাখি খাওয়া -ই ছেড়ে দিছি থাক তো সীকার করা (ভালো গুলতি ছালাতে জানতাম ) ,
আর পৃথিবীতে নাকি সব ছেয়ে মঝা পাওয়া যায় অস্লিলতায় ভাল কিছু কবিদের কথা , কিন্তু তারা হিসেবে এটা বলে গেলেন বুঝলাম না । আমার মত ভালোর মাধ্যমেও অনেক মঝা করা জায় ।
আমার নিজের অনেক দোশ আছে তাই বলি না আমি ভালো , কিন্তু আমাকে খারপ বল্লে দেখিয়ে দিতে হবে যে এই কারনে খারাপ । হ্যা , আমি দুক্ষিত অনেকের পার্সোনাল ব্যাপারতে আমার জানা বেশি হইয়েগেছে । সেটার জন্য ক্ষমা প্রাথি । মাঝে মাঝে ভাব ধরি । অনেক কে অনেক কিছুতে বাধা দিতে ইচ্চে করে । অনেক কন্টোল করার চেস্টা করি এই সব কাজ না করতে কিন্তু সব সময় পারি না । আমি আমার দোষের কথা বলে শেষ করতে পারবো না , লোকে যতটা ভালো জানে তার ১% হতে পারলেই সার্থক ।
কেউ জাতে কস্ট না পায় , কিচ্চুখন ভোবা হয়ে থাকলে জদি বুক পাটে আর তাতেই যদি মুখ অপ থাল তাহলে মন্দ কি ।

আর
ভুলেও সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করবেন না। তাল না দেন অন্তত চুপ করে থাকুন, বোবার কোন শত্রু নাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮

বিজন রয় বলেছেন: আপনি আপনার মতোই থাকুন। সেটাই বেস্ট হবে।

২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩১

নাজমুল হাসান স বলেছেন: হ্য। তাই দেখতে পাচ্চি।
একটা ফ্রেন্ড কে ডেদিকেট করে লিখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.