![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।
একটি পাত্রে পানি নিয়ে তাতে
একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু
করা হল ,,,।
পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার
সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের
তাপমাত্রা বৃদ্ধি করে
সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে
চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে
পারত
কিন্তু সে লাফ দেয় না,,, । সে সহ্য
করতে থাকে,,, ।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও
বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়
তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে
সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার
কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত
শক্তি তার থাকে না,,,।
পানি আরও গরম হতে থাকে যার ফলে
সে গরম পানিতে ফুটে একটা সময় মারা
যায় ,,,।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে
মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম
পানির কারনে মারা গেছে,,, ।
কিন্তু না সে গরম পানির জন্য মারা
যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার
সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে,,,।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান
কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা
থাকে কিন্তু
আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে
ক্ষমতা থাকা সত্ত্বেও
আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া
উচিত অর্থাৎ
সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময়
নেওয়া উচিত ,,,
(কালেক্টেড)
২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৬
নতুন বলেছেন: এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে
মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম
পানির কারনে মারা গেছে,,, ।
কিন্তু না সে গরম পানির জন্য মারা
যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার
সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে,,,।
ব্যাঙের রক্ত শীতল তাই তাপের পরিবত`ন সে বুঝতে পারেনা। তাই সে গরম পানিতেই রান্না হয়ে যাবে কিন্তু বুঝতে পারবেনা কেন এমন হচ্ছে.. তাই সিদ্ধান্ত নেবার প্রশ্ন তার কাছে আসেনা। তার ম্যাকানিজমই এমন যে এটা বোঝার ক্ষমতা তার নাই।
এটা একটা ফানি উদাহরন ...
৩| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৪
নাজমুল হাসান স বলেছেন: ফানি ঊদাহরন বটে।
কিন্তু সেইভাবে চিন্তা করা হয় নাই।
জাস্ট লাপ দেয়ার উদাহরন টানতে এই চররিত্র আনা।
আর কথাটার মূল কথা ব্যাঙ বা গরম পানি না।
আশা করি এবার বুঝেছেন!.
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৩
প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ