![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।
আগে মানুষ সুন্দর একটা গাড়ি দেখলে দৌড়ায় যেত, পাশে দাড়িয়ে সুন্দর করে একটা ছবি তোলার জন্য....
আর এখন ছবি তুলতে যায়, লক্কর-ঝক্কর, স্ক্র্যাপ কারখানায় পড়ে থাকা যত্তসব ট্রাক্টর-রোলারের সাথে...।।
একসময় রেস্টুরেন্টে গেলে টেবিলে খানা আসার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ত খানার উপর...
আর এখন ডাল আর রুটি খাইতে বসলেও রুটির এপিট ওপিট কোন পিটেরি ছবি তোলা বাকি রাখে না...।।
আগে পোকামাকড় দেখলে হাতের পাশে যা থাকত তা দিয়ে মারা স্টার্ট করত আর এখন একটা পিঁপড়া দেখলেও ডিএসএলআর হাতড়ায়...।।
দিনে দিনে এক ইপিক জাতিতে পরিণতি হচ্ছি আমরা... দিনে দিনে প্রগ্রেসও করে চলেছি আমরা এই খাতে....
২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১২
বিজন রয় বলেছেন: ঠিক।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১২
চুঙ্গিওলা বলেছেন: ঘটনা চইত্য