![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জি হ্যাঁ ঠকই ধরেছন, এটা আরশুলা, তেলাপোকা বা সরবভূক প্রাণী হিসাবে পরিচিত । এই সু্নদর পৃথিবীতে আমাদের একান্ত কাছাকাছি এই বিদ্ঘুটে প্রাণীটি ঘরের সবচেয়ে নোংরা জায়গা যথা টয়লেটের কমোড, ওয়াশ বেসিনের পাইপ, রান্না ঘরের ড্রেন এ বাস করে এবং অতি আনন্দ ও সফলতার সাথে লক্ষ লক্ষ বছর ধরে এরা আমাদের অনীষ্ট করে আসছে । আমরা কম বেশি সবাই এদের জ্বালায় ওষঠা্গত ।
বলা হয়ে থাকে এরা এই পৃথিবীর সবচেয়ে আদিম প্রাণী ।
এবার এদের স্বভাব ও আচরন সম্পর্কে আলোচনা করিঃ
১) এরা অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ হয়ে থাকে।
২) আপনি যদি কখনও বিরক্ত হয়ে এদেরকে ধাক্কা মারেন, আপনার সামনে থেকে এরা দ্রুত পালিয়ে যাওয়ার ভান করে অনেক দুর দিয়ে
ঘুরে এসে পেছন দিক দিয়ে আপনার আপনার শরিরে উঠে কমড়ানোর চেষ্টা করবে।
৩) আপনার ঘরে বসবাসকারি তেলাপোকা নিধনের জন্য বারবার চেষ্টা করলেও সফলতার মাত্রা ১০ ভাগ মাত্র, কারন এদের জন্মহার এত
বেশি যে পৃথিবীর সকল প্রাণীকে হার মানিয়েছে।
৪) এদের নিধনের জন্য বারবার বিষ প্রয়োগ করতে থাকলে এরা আপনার চেহারা ভালভাবে চিনে রাখবে এবং আপনাকে রাতের অন্ধকারে
আপনার ঘুমন্ত অবস্থায় আক্রমন করবে- যেমন আপনার হাত-পায়ের আংগুলের চামড়া কূরেকূরে খেয়ে ফেলবে, আংগুলে টনটনে ব্যথা
নিয়ে ঘুম থেকে জাগার পরে দেখবেন আংগুলের চামড়া ওধাও, রক্তপাত হওয়ার জোগাড়।
৫) শুধু কি তাই- আপনি এদের বিশেষ লিষ্টে থাকলে এরা আপনার ব্যবহার্য এবং আপনার পছন্দের সকল জিনিস চিনে রেখে ওগুলোর
অণীষ্ট করবেই (পরীক্ষা প্রার্থনীয়)- এমন এক জায়গা থেকে চিবিয়ে খেয়ে ফেলবে যা আর মেরামত বা ব্যবহারের উপযোগী থাকবে না।
(ক্রমশঃ)
২| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৭
নৈশ শিকারী বলেছেন: তথ্য সুত্র দিলে আপনার প্রদত্ত তথ্য গুলোর সত্যতার ব্যাপারে আরো নিশ্চিত হতে পারতাম
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৮
আহমেদ জী এস বলেছেন: নজরুল হাসান মুক্তি ,
বাহ.. .... বেশ মজার তো !