![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল বেলা টিভির সামনে বসে আছি । আমার দুচোখে জলের ধারা । গিন্নি এসে অবাক হয়ে জিজ্ঞেস করল , কি ব্যাপার কাঁদছ কেন ? ইশারায় তাকে চুপ করে টিভির দিকে তাকাতে বললাম । বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজছে, আর মেয়েটা ক্রমাগত কেঁদেই চলছে। দক্ষিন এশিয়ার মাঝে শ্রেষ্ঠ হয়ে কোথায় আনন্দে হাসবে; কিন্তু মেয়েটি কাঁদছে। তিনটি পতাকার মধ্যে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ছে সবার ওপরে। পোডিয়ামের সবচেয়ে উঁচু চূড়ায় দাড়াতেই যখন বেজে উঠল জাতীয় সঙ্গীত, 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি...।' কিছুতেই কান্না আটকে রাখতে পারছিলেন না তিনি। জাতীয় সঙ্গীত শুনে নয়নজলে ভাসলেন মাবিয়া আক্তার।
আমাদের জাতীয় সঙ্গীতে একটি লাইন আছে , মা তোমার বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি ।
মাবিয়া তোমার স্বর্ন জয়ে বাংলাদেশের মুখ এখন মলিন নয়। অতএব তুমি হাস , আর তোমার সাথে প্রান খুলে হাসতে চাই আমরা ষোল কোটি বাঙালি ।
©somewhere in net ltd.