নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথিকের পাঁচালী

আম জনতা

পথিকের পাঁচালী › বিস্তারিত পোস্টঃ

নয় জন ইতালীয়ানের লাশ এবং সেখানে বসবাসরত বাঙ্গালীদের অবস্থার প্রাক ভাবনা ।

০৩ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫০


বেশ কয় বছর আগের কথা । আমি তখন ইতালীতে । আফগানিস্তান থেকে দুই জন ইতালীর নাগরিকের লাশ বিমান বন্দরে পৌছল । সে এক হৃদয় বিদারক ঘটনা। টেলিভিশনে লাইভ দেখাচ্ছিল আর সে সাথে ছিল ধারা ভাষ্যকারের হৃদয় নিংড়ানো ধারা বর্ণনা ।
প্রতিবেশী, রাস্তাঘাটে সবখানেই বিব্রতকর অবস্থা। পরদিন কর্মস্থলে পড়লাম তোপের মুখে । আমি আত্মপক্ষ সমর্থন করে তাদের বুঝাতে চেস্টা করলাম আমি আফগানিস্তানের লোক নই । তারা চিৎকার করতে থাকল , ঐ একই কথা মুসলমান তো । সেদিন প্রাণ পণে তাদের বুঝাতে থাকলাম বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মত নয়। বাংলাদেশ একটি র্যা্ডিকাল মুসলিম দেশ।
জাতি হিসাবে এই ঘটনা আমাদের কোথায় নিয়ে গেল সে ব্যাপক বিশ্লেষণে না গিয়ে যেহেতু নয় জন ইতালীয়ান মারা গেছে তাই আমার আলোচনা ইতালীতেই সীমাবদ্ব রাখব।
উল্লেখ্য ২০১৩ সালের সরকারী হিসাব মতে ইতালীতে লক্ষাধিক বাংগালীর বসবাস । অবৈধ ধরলে সে সংখ্যা বেড়ে যাবে আরও অনেক বেশী । দুই একদিনের মধ্যে যখন এই নয় জন ইতালীয়ানের লাশ সে দেশে পৌছবে কল্পনা করুন সেখানে বসবাসরত বাঙ্গালীদের অবস্থা। ইতালীয়ান টিম যখন হাতে কালো আর্ম ব্যান্ড পড়ে ইউরোপা কাপে খেলতে নামবে তখন ভাবুন আমাদের পজিশন কোথায় যাবে ? রাস্তা , মহল্লায়, বাসে ট্রেনে , কর্মস্থলে তারা কি পরিস্থিতির শিকার হবে ।
এই জঙ্গিদের মতে এই খৃস্টানরা অতি নিকৃস্ট , কাফের । এই কাফেররা যদি এখন ইতালীতে এই জংগিদের মত সহিংস প্রতিক্রিয়া দেখায় তাহলে আমাদের কি অবস্থা হবে ?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.