![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জঙ্গিদের তরফ থেকে জঙ্গিপনার যে যুক্তি বা যে কথা বলে ছেলেদের মগজ ধোলাই করা হয় তার অন্যতম হল মুসলমানদের উপর অন্য ধর্মের মানুষের নির্যাতন । ফেসবুকের পাতায়ও জামাত শিবিরের চেলা চামুণ্ডারা এই ধরনের ছবি দিয়ে আমাদের দেশের সম্প্রীতি নষ্ট করার অবিরত চেষ্টা করে থাকে। বিশেষ করে মিয়ানমার , কাশ্মীর , ইসরাইলের । এমনকি ফটোশপ করে বিভিন্ন ছবি তারা পোস্ট করে থাকে । হেফাজতের বিশৃঙ্খলার সময় একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল । সেটা ছিল মালয়েশিয়ার সুনামিতে নিহত সাগরতীরে স্তূপ করা লাশের ছবি জামাত শিবির শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ছবি বলে প্রচারণা চালিয়েছিল। আমি বলছি না সে গুলি সব মিথ্যা । মুসলিম হিসাবে সে সমস্ত ছবি আমার মনে যথেষ্ট করুণা এবং ক্ষোভের উদ্রেক করে । বিশেষ করে নির্যাতিত মায়ানমারের মুসলমানদের ছবি গুলি । এখানে এর সমাধান নিয়ে বিস্তারিত আলাপ না করে আমি শুধু বলব আমাদের সকল মুসলমান কে এ ব্যাপারে আমাদের যৌক্তিক এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে।
এবার আমার মূল বক্তব্যে আসি । মিয়ানমার বা ইসরাইলে হত্যাকাণ্ডের জন্য আমাদের গুলশানে কতিপয় নিরীহ মানুষ হত্যার কি যৌক্তিকতা থাকতে পারে? বাংলাদেশে কেন অস্থিতিশীল পরিস্থিতিতির সৃষ্টি করা ? ইসরাইলের বা বার্মার কোন ইহুদি বা খ্রিস্টান কোন মুসলমানকে হত্যার জন্য গুলশানে আর্টিজান রেস্তোরায় ভোজনরত ঢাকার মেট্ররেলের উপদেষ্টা অতিসজ্জন জাপানের সাত জন কিংবা সাত মাসের অন্তসত্তা ইতালির নাগরিক মারিয়া কি দোষী । তাদের হত্যা কোন ধর্ম কি সমর্থন করতে পারে ? ইসলামে কি তা জায়েজ ? ।‘ক’ ও ‘খ’ দুই ভাই । ‘ক’ যদি কাউকে হত্যা করে তাহলে আদালত কি ‘খ’ কে শাস্তি দিতে পারে ?
এবার নিচের ম্যাপে লক্ষ্য করুন। ইরাক ও সিরিয়ার লাল চিহ্নিত স্থান সমূহ আই এসের তথাকথিত ইসলামিক স্টেট । এবার আরও লক্ষ্য করুন সেখান থেকে ইসরাইলের দূরত্ব ৫০ মাইলের মত হবে। তাহলে এই বীর পুরুষরা ইসরাইলের মুসলমানদের জন্য যাদের দিল জেহাদি জোসে উদ্বেলিত হয় তারা এই ৫০ মাইল দূরত্বের ইহুদিদের না মেরে হাজার মাইল দূরত্বের এই বাংলাদেশে আক্রমণ করার যৌক্তিকতা কি ?
২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৫
পথিকের পাঁচালী বলেছেন: আমি বুঝতে পারিনি বলেই তো আপনার মত জ্ঞানী ব্লগারের কছে জানতে চেয়েছি। আমি আমার লেখায় তাদের এই হত্যাযজ্ঞ অসিদ্ব,অনাচার সর্বোপরি ইসলাম ধর্মের খেলাপ,এটাই বলতে চেয়েছি। তা মহাজ্ঞানী ভাইজান আপনি তাদের এই কর্মকান্ড কে আপনি কোন দৃস্টিতে দেখেন সেটা যদি বলতেন তা হলে আমরা আপনার জ্ঞানের আলোয় আলোকিত হতাম।
২| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৭
চাঁদগাজী বলেছেন:
জাতির বজ্য-পুত্রদের মাথায় মগজ নেই, জন্মেছে জল্লাদ হয়ে, মরবে পুলিশের হাতে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:১২
মো: রেহান বলেছেন: তোমাদের মতো কিছু জ্ঞনহিন ব্লগারদের জন্য মানুষের মধ্যে বিবেদ সৃষ্টি হয়