![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন তরী
জল জোছনায়
এদিক সেদিক সামনে আগায়
পিছন টানে পথ হারায়
স্বপ্ন ডাঙায় কোন মোহনায়?
বন্য ফুলের
নেশার টানে
নিশুতি রাতের স্বপ্নবাণে
হৃদয় মাঝে আঘাত হানে
কোন সে অলীক ছন্দ গানে?
পাখির গানে
অচেনা সুর
লোক লজ্জায় বিষাদ বিধুর
স্বপ্ন বোনায় সদা বিভোর
খুঁজে ফেরা কোথায় নোঙর?
মেঠো পথের
বন্য হাওয়া
হাত ছানি দেয় কাছে ডাকে
বৃষ্টি ভেজা হিজল শাখে
কোন সে পাখি কুহুক ডাকে?
©somewhere in net ltd.