![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের দিনে মাইক ছিল না
ছিল না সেল ফোন
এ্যালার্ম ঘড়ির চল ছিল না
ছিল না রিং টোন।
আকাশ ভরা তারার মেলা
অনেক আঁকিবুঁকি
মানে আছে অনেক কিছু
বুঝে যে জন ঠিকই।
শেয়াল দিত হুক্কাহুয়া
মোরগ দিত ডাক
সে ডাক শুনে মা চাচীরা
শুরু করত পাক।
বেলালের মা টের না পেলে
ঘটত বিপত্তি
তড়িঘড়ি সারা হত
আইটেমে কমতি।
মাঘের জারে গাঁও গেরামে
বাঘের কান নড়ে
আইল্যার তাপে বুড়াবুড়ি
হাত পা গরম করে।
শীতের দিনে জমে যাওয়া
বোয়াল মাছের ঝোল
ডাক না দিলে পোলাপানে
লাগত ভীষণ গোল।
সবার শেষে খাঁটি দুধে
একটু খেজুর গুড়
খেতে খেতে কখন জানি
হয়ে যেত ভোর।
কেউ কেউ আবার মনের মত
দিত ফতোয়া
গায়ের পশম না দেখিলে
জায়েজ নাকি খাওয়া।
সপ্ত পদের রান্না এখন
মা তো এখন নাই
সে সব স্বাদের খাবার এখন
কোথায় গেলে পাই।
পাদটীকা :আগে সেহরীতে সব পাড়ায় কেউ না কেউ থাকত ডেকে দেবার জন্য।আমাদের পাড়ায় ছিল মাদারটেক কলেজের প্রভাষক বেলালের মা।যার নামে তার কৃতবিদ ছেলে " নাহার মেমোরিয়াল স্কুল " নামে লব্ধপ্রতিষ্ঠিত স্কুল করেছে।
আইল্যা :আমার গ্রামের আঞ্চলিক পরিভাষা। আগুন পোহাবার মাটির পাত্র বিশেষ।
জার : শীত
০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৪
পথিকের পাঁচালী বলেছেন: জ্বী দরিদ্রই ছিল।বার্গার, হট ডগ খেত না।ক্যাভিয়ার,শ্যাম্পেন তো নয়ই।
২| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৪:৪৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ছন্দে ছন্দে চমৎকারভাবে সেকালের সেহেরী বর্ণনা করলেন। খুব ভালো লাগলো।
৩| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৭:৩৮
আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর ছড়া কাব্য । প্রতিটি শব্দে পেছনের স্মৃতি নাড়া দিয়েছে ।
ঐ যে দিন গুলো
হারেজ কাকা ডেকে দিতেন
সেহেরির নাই কো সময় ।
আর কিছুক্ষণ দেরি করলে
রোজাটাই যাবে বিফল।
৪| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৭:৫৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চমৎকার লাগল
৫| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৬| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮
স্বচ্ছ দর্পন বলেছেন: অসাধারব লেখনি।
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ
০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩১
পথিকের পাঁচালী বলেছেন: : হালকা ভাবে দেখলাম।সময় নিয়ে বিস্তারিত দেখব।চমৎকার লেগেছে কবিতা
৭| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০
স্রাঞ্জি সে বলেছেন: অসাধারণ, ভাল লাগল।
৮| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সে দিনগুলো অনেক ভালো ছিলো। ধর্ম কর্ম নিয়ে মানুষের মাঝে উদ্দীপনা ছিলো।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৮ রাত ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
গ্রামের লোকজন বেশ দরিদ্র ছিলেন; কি খেতেন কে জানে!