![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের উৎসব চারিদিকে
ঈদ মানে খুশী
এই কথাটা স্বতঃসিদ্ব
জানি কম বেশী।
তোমার গায়ে নতুন জামা
আমার গায়ে নাই
বই পুস্তকে পড় শুধু
সাম্যের গান গাই।
লন্ডন দুবাই আমেরিকা
নিদেন ক্যালকাটা
ফুটপাতেই ঘোরাফেরা
মোদের কপাল ফাঁটা।
আকাশ জোড়া এক ফালি চাঁদ
কত অর্থবহ
তোমরা বল আমরা শুনি
শুধু অহরহ।
পোলাও কোরমা, খোরমা খেজুর
কত কিছু খাও
এদিক ছুটি ওদিক তাকাই
যদি কিছু দাও।
নিঃস্ব মোরা কপাল পোড়া
তবু আসে ঈদ
আয়োজনে কমতি থাকে
আনন্দ বিবিধ।
ভাঙা ঘরে চাঁদের আলো
তবু দেয় উঁকি
নাইবা হল বসন ভূষণ
শান্তি আছে ঠিকই।
মোঃ নজরুল ইসলাম
১৫.০৬.২০১৮
১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১০
পথিকের পাঁচালী বলেছেন: ঈদ মোবারক
২| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১১
পথিকের পাঁচালী বলেছেন: ধন্যবাদ।
৩| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক।
১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১১
পথিকের পাঁচালী বলেছেন: ঈদ মোবারক।
৪| ১৬ ই জুন, ২০১৮ রাত ১:১৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বাহ ভারি সুন্দর। ঈদ মোবারক
২১ শে জুন, ২০১৮ রাত ১০:৩৭
পথিকের পাঁচালী বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক।
৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন:
অধিকার হারায়ে, নিজকে প্রবোধ কতটুকু দেয়া যায়?
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯
সনেট কবি বলেছেন: ঈদ মোবারক।