![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জনতার গান
নজরুল ইসলাম
কৃষ্ণচূড়ার ডালে বসে,
অলস বেলায় একটু খানি
কুহু কুহু মিহি সুরে,
কোকিল তুমি সুর ধ্বনি
আমায় শোনাও।
সুরের খরায় এই চরাচর
পুড়ছে এখন অহনির্শী,
দূর আকাশে মুচকি হাসা
রাতের বেলায় শুভ্র শশী
আমায় দেখাও!
দিগ বিদিগে ধুসর পাতায়,
আলতো ছোঁয়ায় রঙ তুলিতে
দাও ছড়িয়ে রঙের খেলা
তেপান্তরের সব জমিতে।
আমায় রাঙাও।
নদীর কূলে,ছলাৎ ছলাৎ
স্রোতের ধারা আছড়ে পড়ে।
ক্লান্ত আমি শান্ত ছায়ায়
স্বপ্ন আমার দু চোখ জুড়ে।
আমায় জাগাও।
২| ২৮ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৫
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
৩| ২৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সু্ন্দর কবিতা
ভালো লাগলো