নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

ইসরাইলের এই প্রোডাক্টটা বর্জন করেছেন তো? (ছবি ব্লগ)

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭

চারিদিকে খালি ইসরাইলী পণ্য বর্জনের হাঁকডাক। ইসরাইল একটা ছোট দেশ। এই দেশে এর জায়গা কই এত ইন্ডাস্ট্রি করার? আর এগুলা বর্জন করলে ওদের ক্ষতি হবে কয় পয়সার? অথচ মানসম্মত পণ্যের অভাবে আপনার জীবনযাত্রা কোথায় গিয়ে ঠেকবে চিন্তা করতে পারেন। এবার দেখুন ইসরাইলের এক চমক লাগানো প্রোডাক্ট। এটাকে বর্জনের ব্যাপারে কি ভাবছেন?





এ যেন নেতানিয়াহুর পরিবারেরই একজন



এই তিনজনরে কই লুকাইছ? খুইজা আইনা দেও!



ফটুক তোলা শ্যাশ। চলো এইবার খাওয়া দাওয়া হপে



খেরেস্তান হিছ তো কি হইছে। আমাগ পুজা করতে তো কুন দুষ নাই



পিরসিডেন্ট আর পেরদানমন্ত্রীর মাঝখানে। আহ কি মজা



খাতির যত্ন ঠিকমত অইছে তো ভাইগ্না - কোন অসুবিদা অয়নাই তো!





নেন আসল ইসরাইলি প্রোডাক্ট দেখাইয়া দিলামX(X((X( এইবার বর্জন করবেন, নাকি কোলে নিয়া চুম্মা খাবেন, সিদ্ধান্ত আপনার।:|

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

দাকুড়াল বলেছেন: তাহলে আজ কি খেলাই দেখব না?

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

নীল আকাশ ২০১৪ বলেছেন: আমি চিরদিন আর্জেন্টিনা সাপোর্টার। কিন্তু আমি খেলা দেখব। আমি চাই জার্মানির সাথে আর্জেন্টিনা নাকানি চুবানি খাক।

২| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৩

দূরন্ত বেস্ট বলেছেন: অসাধারণ। +++++++++

৩| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৯

দখিনা বাতাস বলেছেন: জার্মানী কি তাইলে আজকে একটা হিটলারি দৌড়ানীতে দিতে পারবো ইহূদীগো, আবার ১৯৪৫এর মত?

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: আমার ধারণা, জার্মানি আজকে হেরে যাবে। কারণ আর্জেন্টিনা জিতলে সেটা একটা চমক হবে । আর সবাই তো চমক দেখতেই ভালবাসে, নাকি!

৪| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

সোহানী বলেছেন: জার্মান জার্মান জার্মান জার্মান জার্মান জার্মান জার্মান জার্মান জার্মান

৫| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৩

মুদ্‌দাকির বলেছেন: কোন ধারনাই ছিলনা, ভালো জিনিশ দেখাইসেন B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

৬| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: ভাই অর্ধ সত্য উপস্থাপন আর মিথ্যা উপস্থাপন, এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য মনে হয় নেই। গত কয়েকদিন যাবত বার্সা, মেসিকে নিয়ে এই ধরণের পোস্ট ফেবুতে আর ব্লগে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছি। সবাই সামান্য ফটোশপে কাজ করা কিছু পেয়েই ব্লগে আর ফেসবুকে পোস্ট দিতে ব্যস্ত। ছবিগুলো সম্পর্কে এবং এর পেছনের কাহিনী জানতে চেষ্টা করছে না।

আপনার পোস্টে উল্লেখিত ছবিগুলো গত বছর ফিলিস্তিন এবং ইসরাইল এর "পিস ট্যুর ২০১৩ " এর। যে ট্যুরে ৩ রা আগস্ট ফিলিস্তিন এবং ৪ ঠা আগস্ট ইসরাইল সফর করে বার্সা। আপনার পোস্টে ( এই ধরণের প্রায় সকল পোস্টে ) শুধু ইসরাইল সফরের ছবিগুলো দিয়েছেন। তার ঠিক একদিন আগে ফিলিস্তিন সফরের ছবিগুলো দেয়ার প্রয়োজন মনে করেন নি কিংবা ঐ সম্পর্কে আপনি হয়ত জানেন না। একটু কষ্ট করলে বার্সার ওয়েব সাইটে ঐ ট্যুরের ডিটেইলস পাবেন।

ছবিগুলো একটু কষ্ট করে দেখে নেন। ফিলিস্তিনে বার্সার প্লেয়াররা ফিলিস্তিনের ধর্মীয় নেতা, প্রধানমন্ত্রী, ধর্মীয় উপাসানালয় সব ছবিই পাবেন।

বার্সা অফিসিয়াল সাইটে ফিলিস্তিন ট্যুর লিংক ঃ বার্সা ইন ফিলিস্তিন

বার্সার ফিলিস্তিন সফরের সব ছবি - বার্সা ইন ফিলিস্তিন

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২২

নীল আকাশ ২০১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। এগুলো কিছুই জানা ছিলনা। আমি ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দেখেই প্রভাবিত হয়েছি। তবে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। আমি গুগলে "messi Israel" সার্চ দিয়ে এই ছবিগুলি পেয়েছি। কিন্তু messi palestine সার্চ করে কিছুই পাইনি। তাই আর্জেন্টিনার একনিষ্ঠ সাপোর্টার হিসেবে খুব কষ্ট পেয়েই এই ছবিগুলি পোস্ট করেছি। আপনি যে তথ্য গুলো দিলেন, এগুলো আমি নেটে সার্চ করেছি, কিন্তু কিছুই পাইনি।

দোষটা আমার নয়, ফিলিস্তিন কর্তৃপক্ষের। ইসরাইলীরা মেসিকে যেভাবে ব্র্যান্ডিং করতে পেরেছে, তারা সেভাবে পারেনি। আপনার লিঙ্কে দেখা ছবিগুলো আপনার বক্তব্যকেও তেমনভাবে সমর্থন করেনা অর্থাৎ তারা ফিলিস্তিনে গিয়ে কি করল, কিছুই বোঝা গেলনা। যদি কষ্ট না হয়, তবে একটা ইংরেজি লিংক দেন, যাতে পড়ে কিছু বুঝতে পারি।

তৃতীয় ছবিটা ফটোশপ। আঙুল দেখলেই বোঝা যায়

৭| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

নাজ_সাদাত বলেছেন: সামু ও তো ইহুদী প্রোডাক্ট। এটাকে কি বর্জন করবেন। আমার মনে হয় ওদের প্রোডাক্ট দিয়েই ওদের ঘায়েল করার ফন্দী করাই ভাল।

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: ইহুদী নাসারাদের যা কিছু অর্জন - সব মুসলমানদের প্রচলিত জ্ঞানের উপর প্রতিষ্ঠিত । মুসলিম সম্প্রদায় যুগে যুগে বঞ্চিত ও নির্যাতিত হয়ে এসেছে বলে তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পায়নি। ইসলামের স্বর্ণযুগে (৭০০-১৪০০ খ্রীস্টাব্দ) মানব সভ্যতা কতটা বিকশিত হয়েছে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তিগত সমস্ত অর্জন পুরো মানব্জাতির সম্পত্তি - কোন বিশেষ সম্প্রদায়ের নয়। রাসুল (স) যে তরবারী দিয়ে যুদ্ধ করেছেন, তা আবিষ্কার পূর্বতনেরাই করেছিল।

৮| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

রাজিব বলেছেন: যদি সত্যিই আল্লাহকে ভয় করেন তবে এ পোস্ট মুছে দিন। উপরে প্রবাসী পাঠক খুব সুন্দর করে আসল সত্য তুলে ধরেছেন। দয়া করে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। সত্যের সঙ্গে মিথ্যাকে মেশানো এবং জেনে শুনে সত্য গোপন করা দুইই মহাপাপ- অন্তত আল্লাহ্‌ তাই বলেছেন।

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: ছবি ব্লগে আবার সত্যমিথ্যা কি? তাছাড়া আমি কোন সত্য গোপন করার চেষ্টা করিনি। যতটুকু জানতাম, তাই প্রকাশ করেছি, আল্লাহ সাক্ষী। আপনার কাছে যদি সত্য থাকে, প্রকাশ করুন না, বাধা তো নেই!

৯| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৯

মামুন রশিদ বলেছেন: প্রবাসী পাঠকের মন্তব্যে ভালোলাগা,

১০| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৩

প্রবাসী পাঠক বলেছেন: আমার মন্তব্যে আপনি মনে আঘাত পেয়ে থাকলে দুঃখিত আর ধন্যবাদ মন্তব্যের উত্তর দেয়ার জন্য। আপনি লিখেছেন আমার দেয়া লিংকগুলোর ছবিগুলো আমার বক্তব্যকে সমর্থন করে না। স্পেসিফিকভাবে খুশি হতাম কোনটা অসামঞ্জস্যপূর্ণ। ওখানে ফিলিস্তিন সফরের সব কয়টি ছবি আপলোড করা আছে। আপনার পোস্টে যেমন ইসরাইল প্রেসিডেন্টের সাথে বার্সা টিমের ফটো দেয়া আছে ওখানে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বার্সা টিমের ছবি আছে। আরও আছে ফিলিস্তিন ফুটবল প্রধান জিবরীল রাজউব এর সঙ্গে ছবি।

আপনার পোস্টের তিন নং যে ছবিটা আছে সেটা মূলত মেসির রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম গোলের উদযাপনের ছবি। ভিডিও লিংক দিচ্ছি দেখে নিন আসলে কি লেখা ছিল মেসির জার্সিতে -

অতি উৎসাহী কিছু লোক এই কাজগুলো করে ফেসবুকে সামান্য লাইক পাওয়ার জন্য। আবার কেউ কেউ করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে। আরও কিছু নমুনা দেখুন।

মেসি ফিলিস্তিনির পক্ষে





মেসি ইসরাইলের পক্ষে





অরিজিনাল ছবি




ইন্টারনেটে এরকম অনেক ফেক নিউজ ছড়িয়ে আছে। চোখ বন্ধ রেখে সেগুলোকে বিশ্বাস করা অথবা সত্য যাচাই করা আপনার উপর নির্ভর করে। কিছু লিংক দিলাম এগুলোতে ইংরেজিতে পিস ট্যুর ২০১৩ সম্পর্কে লেখা আছে আশাকরি আপনার কাজে লাগবে।

পিস ট্যুর

পিস ট্যুর

পিস ট্যুর

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আম্র পোস্টটাকে এত গুরুত্ব সহকারে নেবার জন্য। ব্যাপারটাকে আমি তেমন সিরিয়াসলি নেইনি। ভাষার ব্যবহার দেখলেই এটাকে ফান পোস্ট হিসেবে চালিয়ে দেবার সুযোগ ছিল।

এখন আমার একটা অনুরোধ কি কষ্ট করে রাখতে পারবেন? এখানে যত লিংক দিলেন, এগুলো উল্লেখ করে যদি একটা ফ্রেশ পোস্ট দেন, তবে খুব খুশী হব। চাইলে আমার এই পোস্টকে রেফার করতে পারেন।

১১| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩১

মুদ্‌দাকির বলেছেন: ভাই এই ধরনের পোষ্ট দিলে একটু বুঝে শুনে দিয়েন :( :( :( :( :( :( :( :(

@ প্রবাসী পাঠক ঃ ধন্যবাদ সত্য জানাবার জন্য

১২| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৪

রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। এগুলো কিছুই জানা ছিলনা। আমি ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দেখেই প্রভাবিত হয়েছি। তবে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। আমি গুগলে "messi Israel" সার্চ দিয়ে এই ছবিগুলি পেয়েছি। কিন্তু messi palestine সার্চ করে কিছুই পাইনি। তাই আর্জেন্টিনার একনিষ্ঠ সাপোর্টার হিসেবে খুব কষ্ট পেয়েই এই ছবিগুলি পোস্ট করেছি। আপনি যে তথ্য গুলো দিলেন, এগুলো আমি নেটে সার্চ করেছি, কিন্তু কিছুই পাইনি।

দোষটা আমার নয়, ফিলিস্তিন কর্তৃপক্ষের। ইসরাইলীরা মেসিকে যেভাবে ব্র্যান্ডিং করতে পেরেছে, তারা সেভাবে পারেনি। আপনার লিঙ্কে দেখা ছবিগুলো আপনার বক্তব্যকেও তেমনভাবে সমর্থন করেনা অর্থাৎ তারা ফিলিস্তিনে গিয়ে কি করল, কিছুই বোঝা গেলনা। যদি কষ্ট না হয়, তবে একটা ইংরেজি লিংক দেন, যাতে পড়ে কিছু বুঝতে পারি।

তৃতীয় ছবিটা ফটোশপ। আঙুল দেখলেই বোঝা যায়


@ লেখক ফেবুতে এমন অনেক কিছু শেয়ার হয় । আর গুগলটাও পারলে ইসরাঈলী চালায় হয়ত ।
আর ট্যাগ এর প্রশ্ন আসলে ফিলিস্তিন রা তথ্যপ্রযুক্তিতে এত উন্নত হয় নি যে গুগলে বা ওয়েবে প্রভাব ফেলতে সক্ষম ম্যাসিভভাবে ।

তাই দায়টা আপনারই, কোন কিছু না জেনে বুঝে পোষ্ট না করা এবং দোষটাও অন্যের ঘাড়ে না চাপানো ।




এই মন্তব্যটা করার কারন আমি একজন আর্জেন্টিনা দলের বিশেষ করে মেসী ও মারাদোনার ভক্ত ।

১৩| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৮

কালের সময় বলেছেন: এই পোষ্টের সর্থিক তথ্য মনে হয় কৃতপক্ষ সবাইকে দিতে পারবেন ।
তবে আর কোন ক্যচাল নয় দেখি কৃত পক্ষের কাছে কোন সমাধান পাওয়া যায় কি না ।

১৪| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ২:১৯

নতুন বলেছেন: ফেসবুকের গুজবে কান দেবেন না... ৯৯.৯৯% জিনিসই ভুয়া...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.