![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর কমু?
আজকে ফেসবুকে 'বাংলাদেশ আওয়ামী লীগ' নামের ভেরিফাইড পেইজে একটা ছবি দেখে কিঞ্চিৎ টাস্কি খাইলাম। জনস্বার্থে ছবিটা শেয়ার করলাম এখানে
ছবির ক্যাপশনে লেখা আছে, 'বঙ্গবন্ধুর পাশে বঙ্গমাতা'।
ছবিটার তো জবাব নেই। হাস্যজ্জল বঙ্গবন্ধুর ছবি দেখলে মনটা এমনিতেই ভাল হয়ে যায়। কিন্তু পাশে যার ছবি, উনাকে তো আমজনতা বঙ্গবন্ধুর স্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রীর মা হিসেবেই চেনে। উনার চেহারার সাথেও শেখ হাসিনার আশ্চর্য মিল। কিন্তু যে ব্যাপারটা মাথায় ঢোকে না, তা হল বঙ্গবন্ধুর স্ত্রী কিভাবে বঙ্গমাতা হয়?
ধরে নেই, বঙ্গ একজন মানুষ বা একটি অস্তিত্ব। শেখ মুজিব যদি তার বন্ধু হয়, তবে বেগম ফজিলাতুননেসা তার মাতা - একটু কেমন যেন হয়ে গেলনা ব্যাপারটা?
আবার ধরি, শেখ হাসিনাকেই বঙ্গ বলা হচ্ছে। তাহলে বেগম মুজিবকে 'বঙ্গমাতা' বলায় কোন আপত্তি নেই। কিন্তু বঙ্গবন্ধু? শেখ মুজিব আর শেখ হাসিনা - একজন আরেকজনের বন্ধু! শুনতে কেমন যেন লাগেনা?
যাই হোক, আমার প্রশ্ন হল, এই 'বঙ্গমাতা' কথাটা আসল কোথা থেকে? কার উর্বর মস্তিষ্ক থেকে এই অদ্ভুত কনসেপ্টের জন্ম হয়েছে? তিনি কি একবারও চিন্তা করে দেখেছেন যে তিনি উদ্দেশ্যমূলকভাবে বঙ্গবন্ধুর পরিবারকে মানুষের কাছে কেমন একটা হাস্যকর বিষয়বস্তুতে পরিণত করলেন?
কেউ আঘাত পেলে বা কারো মনে দুঃখ দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু ভুল কিছু ছড়িয়ে গেলে সেটা সংশোধন হওয়া দরকার। শেখ হাসিনা 'বাংলাদেশ জিন্দাবাদ' শব্দের আওয়ামী ভার্সন হিসেবে 'বাংলাদেশ দীর্ঘজীবী হোক' বলার একটা ট্রেন্ড চালু করেছিলেম। কিন্তু তাকে যখন বোঝানো হল যে, দীর্ঘ যতই দীর্ঘ হোক, তার একটা শেষ আছে, তখন তিনি সেটাকে সংশোধন করে বলতেন 'বাংলাদেশ চিরজীবী হোক'।
কিন্তু পরে কেউ যখন আবার তাকে বুঝিয়েছে এ জগতে কোন কিছুই চিরজীবী নয়, এখন তিনি আর কিছুই বলেন না। তাই আমরা যাই বলি, বা যাকে যে খেতাবই দেই না কেন, তার পেছনে যুক্তি থাকতে হবে। নয়ত খুব সম্মানিত ব্যক্তিও মানুষের কাছে হাস্যাস্পদ হয়ে যেতে পারেন।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৩
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আরে ধূর !!!
ফুডা খুজতে হলে নিজের তলদেশেই একটি পাওয়া যাবে ।
সেটা নিয়াই সন্তুষ্ট থাকলেই হয় ।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
কলাবাগান১ বলেছেন: @সাইফুদ্দিন আযাদ,
খুব জ্বলে নাকি বাংলাদেশের স্বাধীনতা টাকে....... আপনাদের উচিত রাজাকারদের সাথে তল্লিতল্পা গুটিয়ে পাকিস্হানের গুহায় ফিরত যাওয়া ওখানে শান্তিতে থাকতে পারবেন জিহাদি জোশে
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
খেলাঘর বলেছেন:
চাটুকারদের মাতা
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮
পথিক মানিক বলেছেন: রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে কে দিসে ? @ কলাবাগান ১
৬| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫
কানাই স্যার বলেছেন: পথিক মানিক খুব জ্বলে নাকি বাংলাদেশের স্বাধীনতা টাকে....... আপনাদের উচিত রাজাকারদের সাথে তল্লিতল্পা গুটিয়ে পাকিস্হানের গুহায় ফিরত যাওয়া ওখানে শান্তিতে থাকতে পারবেন জিহাদি জোশে
৭| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪০
সাদী ফেরদৌস বলেছেন: আপনাদের মত দুই একজন পাকিস্তানি বংশদ্ভুত বাংলাভাষীর কাছে এটা হাস্যকর হবে এটাই স্বাভাবিক , ভাই আপনাকে একটা কথা বলি ।নবী আদম কে মানব জাতির পিতা বলা হয় , তাহলে তিনি কি তার স্ত্রী হাওয়া এর ও পিতা ? প্রশ্ন তো আসতেই পারে তাই না ? কিন্তু ভাই এগুলা অবান্তর প্রশ্ন । কিছু কিছু মানুষ এমন পর্যায়ে চলে যান তখন তিনি শুধু একটি পরিবারে সীমাবদ্ধ হয়ে যান না । তিনি হয়ে উঠেন একটি জাতির , একটি গোষ্ঠীর । হ্যাঁ হয়তো তার বেক্তিগত পরিবার থাকতেই পারে , সেটা ভিন্ন । আপনি আশা করি বুদ্ধিমান হলে বুঝবেন
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:১১
নীল আকাশ ২০১৪ বলেছেন: জবাব না দিয়ে পারছিনা। আদম (আ) কে মানবজাতির আদি পিতা বলা হয় - খুবই সত্যি, কিন্তু আপনি হয়তো ঠিকমত জেনে নেননি যে হাওয়া (আ) কেও আদি মাতা বলা হয়। কাজেই আদম-হাওয়া নিয়ে রকম চিন্তা কেবল বিকৃত 'মুক্তমনারা' ই করতে পারে। তাই মার প্রশ্ন মোটেও অবান্তর নয়। বেগম ফজিলাকে যদি জাতির মাতা বলা হত - তাহলে কোন আপত্তি থাকতো না। কিন্তু 'বঙ্গমাতা' উপাধি দেওয়া হয়েছে (আমি আসলেই জানিনা এরকম হাস্যকর উপাধি কে দিয়েছে) এই মহান ব্যক্তিত্বকে নিয়ে হাসি-তামাশা করার জন্যই। এই নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।
৮| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৫
সাদী ফেরদৌস বলেছেন: ভাই বঙ্গবন্ধু বাঙ্গালি বা বঙ্গ জাতির পিতা বা বঙ্গ পিতা । তার স্ত্রী তাই বঙ্গ মাতা । আপনি বললেন বেগম ফজিলাকে যদি জাতির মাতা বলা হত - তাহলে কোন আপত্তি থাকতো না , তা ভাই জাতির মাতা বললে যদি আপনার কোন আপত্তি না থাকে তাহলে আপনাকে প্রশ্ন করি ? তাকে কোন জাতির মাতা বলবেন ? হিন্দি ? বঙ্গ বা বাঙ্গালি নাকি আরবি ?
০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫০
নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনি ইচ্ছাকৃতভাবে আবারো বিতর্ক উস্কে দিলেন? বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা হয় কি করে? কোন যুক্তিতে? বাঙালি জাতির উৎপত্তি বা ক্রমবিকাশে ওনার অবদান কি?
আমি কাউকে জাতির পিতা-মাতা মানিনা। কিন্তু আওামীরা মানে, সেটা ধরে নিচ্ছি বাংলাদেশী জাতির পিতা হিসেবে মানে। আরা জাতির মাতা মানলে ঐ জাতির মা হিসেবেই মানবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০
নতুন বলেছেন: কিন্তু যে ব্যাপারটা মাথায় ঢোকে না, তা হল বঙ্গবন্ধুর স্ত্রী কিভাবে বঙ্গমাতা হয়?
চামচামীর ফলে সবকিছুই হয়... পতিনেতারা বড় নেতার নজর পাবার জন্য কত কিছুই না করে...