![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ ! মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ মানুষের প্রতারণায় হই ঋদ্ধ মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ )
ভালো
লাগা প্রিয় কবিতারা- ১৭ (মানুষ -কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৮ (ছাড়পত্র --সুকান্ত ভট্টাচার্য )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২১ (ওটা কিছু নয়--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৩ ( বাতাসে লাশের গন্ধ --রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৬ (উচ্চারণগুলি শোকের--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৭ (আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯)
জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩১ (উল্টোরথ--নির্মলেন্দু গুণ)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩২ (কোথায় গেল, কোথায়--সুনীল)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩৩ (লোকটা জানলই না--সুভাষ মুখোপাধ্যায়)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৫ (আমি কোনো আগন্তুক নই --আহসান হাবীব)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৬ ( যেতে পারি কিন্তু কেন যাবো -শক্তি চট্টোপাধ্যায়)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৭ ( চতুর্দশপদী কবিতাবলী -শক্তি চট্টোপাধ্যায়)]
ভালো লাগা প্রিয় কবিতারা-৩৮ ( এখন যে কবিতাটি লিখবো আমি--আবিদ আজাদ)]
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।
উটপাখি
সুধীন্দ্রনাথ দত্ত
আমার কথা কি শুনতে পাও না তুমি ?
কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে ?
কোথায় লুকোবে ? ধু-ধু করে মরুভূমি ;
ক্ষ'য়ে-ক্ষ'য়ে ছায়া ম'রে গেছে পদতলে ।
আজ দিগন্তে মরীচিকাও যে নেই ;
নির্বাক, নীল, নির্মম মহাকাশ ।
নিষাদের মন মায়ামৃগে ম'জে নেই ;
তুমি বিনা তার সমুহ সর্বনাশ ।
কোথায় পালাবে ? ছুটবে বা আর কত ?
উদাসীন বালি ঢাকবে না পদরেখা ।
প্রাকপুরাণিক বাল্যবন্ধু যত
বিগত সবাই, তুমি অসহায় একা ।।
ফাটা ডিমে আর তা দিয়ে কী ফল পাবে ?
মনস্তাপেও লাগবে না ওতে জোড়া ।
অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে ?
কেবল শূণ্যে চলবে না আগাগোড়া ।
তার চেয়ে আজ আমার যুক্তি মানো,
সিকতাসাগরে সাধের তরণী হও ;
মরুদ্বীপের খবর তুমিই জানো,
তুমি তো কখনো বিপদপ্রাজ্ঞ নও ।
নব সংসার পাতি গে আবার, চলো
যে-কোনো নিভৃত কণ্টকাবৃত বনে ।
মিলবে সেখানে অনন্ত নোনা জলও,
খসবে খেজুর মাটির আকর্শনে ।।
কল্পলতার বেড়ার আড়ালে সেথা
গ'ড়ে তুলবো না লোহার চিড়িয়াখানা ;
ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা
ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা ।
ভূমিতে ছড়ালে অকারি পালকগুলি
শ্রমণশোভন বীজন বানাবো তাতে ;
উধাও তাহার উড্ডীন পদধূলি
পুঙ্খে পুঙ্খে খুঁজবো না অমারাতে ।
তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি,
নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে ;
সে-পাড়াজুড়ানো বুলবুলি নও তুমি
বর্গীর ধান খায় সে উনতিরিশে ।।
আমি জানি এই ধ্বংসের দায়ভাগে
আমরা দুজনে সমান অংশিদার
অপরে পাওনা আদায় করেছে আগে,
আমাদের 'পরে দেনা শোধবার ভার ।
তাই অসহ্য লাগে ও-আত্মরতি ।
অন্ধ হ'লে কি প্রলয় বন্ধ থাকে ?
আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি ।
ভ্রান্তিবিলাস সাজেনা দুর্বিপাকে ।
অতএব এসো আমরা সন্ধি ক'রে
প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি :
তুমি নিয়ে চল আমাকে লোকোত্তরে,
তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি ।
সুধীনের উটপাখি আর শাশ্বতি কবিতা দুটোর সন্ধান চাইছিলেন ফারহানা আহমেদ সুধীনের কবিতা দেইনি বলে অভিযোগও করলেন । অভিযোগ থেকে নিস্তার পাওয়ার ক্ষুদ্র প্রয়াস ।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কও কি রাশেদ !
যাক, একজনরে তবু নাম শুনানো গেছে
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪২
একরামুল হক শামীম বলেছেন:
আমার কথা কি শুনতে পাও না তুমি ?
কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে ?
কোথায় লুকোবে ? ধু-ধু করে মরুভূমি ;
বাহ দারুন কিছু লাইন।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আহারে ! শামীমের মনের কথাগুলা এই লাইগুলাতে বলা হইছে
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৯
রাশেদ বলেছেন: আমার স্বীকারোক্তি পড়েন নাই! এই লাইনে পুরা কাঁচা আমি!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কই পড়ি নাইতো !
আচ্ছা, কবিতার সাথে ফটুকের মাইয়াডা পুরা একলা !
আহা বেচারী ! কি করণ যায়, কওতো !
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৬
রাশেদ বলেছেন: আমি থাকতে নু টেনশন! হে হে! বালিকা তুমি কোম্বায়!
যাইগা।
ঠা ঠা!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ঠা ঠা
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৩
সামশুল আলম বলেছেন: আমার কাছে এই লাইনটি অদ্ভুত লাগে। "অন্ধ হ'লে কি প্রলয় বন্ধ থাকে"। শিপন ভাই আপনি একটি অসাধারণ কাজ করে চলেছেন কবিতাগুলো ব্লগে প্রকাশ করে।আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও কয়দিন ধরে ভাবছি আপনার মত করে আমিও ভালো লাগা কবিতাগুলো ব্লগে প্রকাশ করবো। দেখি সময় করে শুরু করবো একদিন
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আসলেই লাইনটি অদ্ভুত সুন্দর ।
ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য ।
শুরু করুন, অপঠিত কবিতা পড়া হবে নিশ্চয়ই ।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৫
শফিউল আলম ইমন বলেছেন: রাশেদ কুবিতা বুঝে না। হে নাকি বহুত কবির নাম শুনে নাই, এমনকি কুবি ইমনের নাম ও।
নাহ এই কবিতা আগে পড়িনি। শেয়ার করে ভালো করেছেন। প্রতিদিনই তো করেন
আচ্ছা ভাইসাব আপনার ইন্টার কবে???
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আমি কিন্তু কবি ইমনের নাম শুনছি
ইন্টার ? সেইটা কি এইখানে কওন উচিত হইবো ?
মাইনষে বুড়া কইবোনাতো !
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৪
শফিউল আলম ইমন বলেছেন: আচ্ছা তাইলে এখানে না কন।
তো ভাইডু কেমন আছেন???
আরব্যরজনীর থুক্কু বোরখাওয়ালীর দেশে দিনকাল কেমন যাইতেছে??
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ইয়া হাবীবী ! বুরখাওয়ালীগো দেশে কি আর ভালো থাকন যায়
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫৫
মোস্তাফিজ রিপন বলেছেন:
কোথায় পালাবে ? ছুটবে বা আর কত ?
উদাসীন বালি ঢাকবে না পদরেখা ।
প্রাকপুরাণিক বাল্যবন্ধু যত
বিগত সবাই, তুমি অসহায় একা ।।
...কী অসাধারণ!
রাশেদ ভাই, সুধীন্দ্রনাথ দত্তের নাম শোনে নাই! হায় হায়! প্রেম করতে হইলে সুধীন্দ্রনাথের 'শ্বাশতী' পড়তে হয়, রাশেদ ভাই জানেনা। :!>
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১১
সামশুল আলম বলেছেন: শ্বাশতী পড়তে চাই , মোস্তাফিজ ভাই যদি একটু সাহায্য করেন ...
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: শাশ্বতী/সুধীন
খুশী ?
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: "একদা এমনই বাদলশেষের রাতে-
মনে হয় যেন শত জনমের আগে -
সে এসে, সহসা হাত রেখেছিল হাতে,
চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে।
সে-দিনও এমনই ফসলবিলাসী হাওয়া
মেতেছিল তার চিকুরের পাকা ধানে;
অনাদি যুগের যত চাওয়া, যত পাওয়া
খুঁজেছিল তার আনত দিঠির মানে।
একটি কথার দ্বিধাথরথর চূড়ে
ভর করেছিল সাতটি অমরাবতী;
একটি নিমেষ দাঁড়ালো সরণী জুড়ে,
থামিল কালের চিরচঞ্চল গতি;
একটি পণের অতি প্রগল্ভতা
মর্ত্যে আনিল ধ্রুবতারকারে ধ'রে;
একটি স্মৃতির মানুষী দুর্বলতা
প্রলয়ের পথে ছেড়ে দিল অকাতরে।।"
এই লাইনগুলো অসম্ভব সুন্দর । এটাও প্রিয় তালিকার এই সিরিজে তুলে আনতাম । ইতোমধ্যেই সেটি ব্লগে এসে গেছে বলে আর তা করা হলো না ।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২০
রুবেল শাহ বলেছেন:
শিপু পূর্ণেন্দু পত্রীর এই কবিতাটা আমার খুব ভাল লাগে....
স্মৃতি বড় উচ্ছৃঙ্খল
পুরনো পকেট থেকে উঠে এল কবেকার শুকনো গোলাপ |
কবেকার ? কার দেওয়া ? কোন্ মাসে ? বসন্তে না শীতে ?
গোলাপের মৃতদেহে তার পাঠযোগ্য স্মৃতিচিহ্ন নেই |
স্মৃতি কি আমারও আছে ? স্মৃতি কি গুছিয়ে রাখা আছে
বইয়ের তাকের মত, লং প্লেইং রেকর্ড-ক্যাসেটে
যে-রকম সুসংবদ্ধ নথীভুক্ত থাকে গান, আলাপচারীতা ?
আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল, দমকা হাওয়া যেন
লুকোচুরি, ভাঙাভাঙি, ওলোটপালটে মহাখুশি
দুঃখেরও দুপুরে গায়, গাইতে পারে, আনন্দ-ভৈরবী |
আকাঙ্খার ডানাগুলি মিশে গেছে আকাশের অভ্রে ও আবীরে
আগুনের দিনগুলি মিশে গেছে সদ্যজাত ঘাসের সবুজে
প্রিয়তম মুখগুলি মিশে গেছে সমুদ্রের ভিতরের নীলে |
স্মৃতি বড় উচ্ছৃঙ্খল, দুহাজার বছরেও সব মনে রাখে
ব্যাধের মতন জানে অরণ্যের আদ্যোপান্ত মূর্তি ও মর্মর |
অথচ কাল বা পরশু কে ডেকে গোলাপ দিল কিছুতে বলবে না |
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কবিতাটাতো আসলেই অনেক সুন্দর । পুর্ণেন্দুর অনেক সুন্দর কবিতা রয়ে গেছে । অন্য প্রিয় কবিতাগুলোকে জায়গা দেবার জন্য আপাতত সেগুলো আনা যাচ্ছে না ।
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৬
তামিম ইরফান বলেছেন: শিপনদা ইদানিং আমার প্রিয় কবিতাগুলি পোষ্ট করছেন ধন্যবাদ
........সোজা প্রিয়তে
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আরে ধীরে ! হাফ সেঞ্চুরী হইলে একসাথে প্রিয়তে রাইখেন
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২২
ফারহান দাউদ বলেছেন: কবিতা পড়ে মাথা ঠাণ্ডা করার চেষ্টা করি।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: তবে তাই হোক
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩০
ফারহানা আহমেদ বলেছেন: শিপন ভাই, অনেক অনেক ধন্যবাদ। দুইদিন নেটে বসা হ্য়নাই, আজ এসে কবিতাটা পেয়ে খুব ভালো লাগলো।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ঋণী হইয়া গেলেন নাকি (যেরকম সবাই বলে আর কি!) ?
ঋণী হইলেও ঋণ খেলাপী হইয়েন না
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪০
রাশেদ বলেছেন: এই লুকের নামও তো শুনি নাই!