নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ঈদে মিলাদুন্নবী সা:- মডারেট মুসলিম বলে কিছু নাই

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

আমাদের আব্বা-আম্মা মুসলিম, তাই আমরাও! এর বাইরে বড় কোনো তফাৎ কি আছে? আমি দেখিনা। আপনারা অনেকে দেখে থাকতে পারেন হয়তো। ইদানিং একটা শব্দ চালু হয়েছে 'মডারেট মুসলিম'।

মানে নামে মুসলিম, ধর্মকর্ম পালন করাটাকে যারা শোভন মনে করেন না বা করার দরকারই মনে করে না এবং এটি অত্যন্ত আনন্দের সাথে বলেন! এখানে হবে ধর্মপালনকারী মুসলিন, ধর্ম পালন থেকে বিরত থাকা মুসলিম। এভাবেই চিহ্নিত।



কুর্মআন শরীফে মুসলিম ও মুমিনদের উদ্দেশ্য করে বিভিন্ন আয়াত নাজিল করা হয়েছে।

মুমিন হলেন তারা, যারা আল্লাহর অপার অনুগ্রহ লাভ করার জন্য নিজেদের উপযুক্ত করতে পেরেছেন। আল্লাহ যাদের ওপর সন্তুষ্ট।

আর মুসলিম হলেন আল্লাহর অনুগ্রহ লাভের চেষ্টা করছেন। তবে পুরোপুরি সন্তুষ্টি অর্জনে সক্ষম হননি। আমি সহজ বাংলায় এটুকু বুঝি।



ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। কিন্তু আধিপত্যবাদের কাছে আমরা ক্রমশ দূর্বল হয়ে এখন সুবিধামত ধর্মপালনকে বেছে নিয়েছি। নানা বিভক্তি আমাদের ভেতর। তবুও এটাই সত্যি, ইসলামের মত একটি অসাধারণ ধর্ম ঐতিহ্যগতভাবে আল্লাহর অনুগ্রহে আমরা লাভ করেছি। আসলেই আমরা সৌভাগ্যবান।



ইসলাম মানুষের ব্যাক্তি স্বাধীনতায় বিশ্বাস করে। দুটো পথ নির্দেশ করে- একটি অনুসরণ করলে জান্নাত। আরেকটি অনুসরণ করলে জাহান্নাম। কোনটি অনুসরণ করা হবে- সেটির সিদ্ধান্তও আমাদের ওপর।



আজ বারই রবিউল আউয়াল। ইসলাম ধর্মের মহান প্রবর্তক-নবীকূল শিরোমনি,হজরত মুহাম্মদ সা: এর আগমন ও আল্লাহর কাছে ফিরে যাওয়ার দিন।

একজন মুসলিম হিসাবে এ দিনটি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ তেমনি মহান আল্লাহর বানী আল কুরআন এবং রাসূলে পাক সা: এর হাদীস-সুন্নাহ ভিত্তিক জীবনাচরণ আমাদের জীবনকে সুন্দর করতে পারে।



আসুন আমরা মুমিন হিসাবে নিজেদের গড়ে তোলার প্রতিযোগিতায় অংশ নিই।

ভুলে গেলে চলবেনা আমাদের জন্ম যেমন সত্য-মৃত্যুও। আমরা যে যে রকম কথাই বলিনা কেন- আমাদের কবরে রাখা হবে। যে সব হুজুরের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করছি- তাদের কেউ একজন কবরে লাশটা নামিয়ে দেবার সময় পড়তে বলবেন- বিসমিল্লাহি ওয়া আ'লা মিল্লাতে রাসূলিল্লাহ।



যদিও আমরা অনেকে আল্লাহ ও তার রাসূলে (সাঃ) আদর্শ থেকে দূরে সরে ছিলাম।



ডান কাত করে শুইয়ে দেয়া হবে কবরে। বাঁশ বা কাঠ দিয়ে ঢেকে তারপর মাটি চাপা দেয়া হবে। শুরু হবে অনন্ত জীবন। সেই জীবন সবার সুখের হোক- তাই ইসলাম চর্চার মাধ্যমে আমরা নিজের, পরিবারের এবং সমাজ-রাষ্ট্রে আল্লাহর অশেষ রহমত-বরকত এবং অনুগ্রহ লাভের চেষ্টা করবো।আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

ইনফা_অল বলেছেন: সুরা ইউনুস এর ৫৮ আয়াত অর্থঃ


(58) বল, আল্লাহর দয়া ও মেহেরবাণীতে। সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিৎ। এটিই উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছ।

Say: ”In the Bounty of Allâh, and in His Mercy (i.e. Islâm and the Qur’ân); -therein let them rejoice.” That is better than what (the wealth) they amass.

সুত্রঃ
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.