নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তারা কেউ কবি সাহিত্যিক নন। তাদের রক্তের বিনিময়ে অর্জিত ভাষায় কিছু লিখে করে খাচ্ছেন কবি-সাহিত্যিকরা। কিন্তু যে সম্মান তাদের পাওয়ার ছিল তা তারা পাননি।
আজ একুশের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে শহীদ মিনারে, নগ্নপায়ে প্রভাত ফেরি হবে- কিন্তু যারা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন আমরা তাদের সম্মান দিতে পারিনি।
তবুও এই কম কিসে একটি দিন আমরা তাদের মনে করছি। আমাদের অভিবাদন গ্রহণ করুণ ভাষা শহীদগণ।
ভাষা নিয়া অনেক কতা অয়। ফোর্ড উইলিয়াম কলেজের বাংলা চাপিয়ে দেবার চেষ্টা চলছে। বাংলা একাডেমি নাকি সে উদ্যোগ নিচ্ছে। মায়ের ভাষাকে প্রমিত করতে যাচ্ছে। ভাষা বৈচিত্র নষ্টের জন্য কাজ করছে বলে ব্লগে অভিযোগ দেখলাম।
আহমদ ছফা ও জ্ঞান তাপস আবদুর রাজ্জাক স্যারের কথোপকোথন, ছফার স্মৃতিচারণমূলক গ্রন্থ যদ্যপি আমার গুরু গ্রন্থের এ অংশটি প্রাসঙ্গিক মনে করছি-
'আমি বললাম, স্যার, রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলেন।
স্যার বললেন, রবীন্দ্রনাথের প্রতিভা ঠিকই আছিল। বাংলা ভাষাটি ত রবীন্দ্রনাথের হাতের পুষ্ট অইছে। এক হাতে বিচিত্র বিষয় নিয়া লিখছেন, এইটাই রবীন্দ্রনাথের সবচাইতে বড় ক্রেডিট। আদার দ্যান লিটারারি ট্যালেন্ট অন্যান্য বিষয়ে রবীন্দ্রনাথের যদি বিদ্যাসাগরের মতো মানুষদের তুলনা করেন , হি কামস নো হোয়ার নিয়ারার টু দেম।
স্যারের কথাটা শুনে আমার ভালো লাগলো না। আমি রবীন্দ্রনাথকে খুব বড় একজন মানুষ হিসেবে ভাবতে অভ্যস্ত হয়ে উঠেছি। তাই জিগগেস করলাম, রবীন্দ্রনাথ কি খুব বড় একজন মানুষ নন?
স্যার বললেন, রবীন্দ্রনাথ বড় লেখক, মানুষ হিসাবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কিংবা তাঁর মতো মানুষদের ধারে কাছে ও আসতে পারেন না। বড় লেখক এবং বড় মানুষ এক নয়। বড় লেখকদের মধ্যে বড় মানুষের ছায়া থাকে। বড়মানুষরাই আসলেই বড় মানুষ। লেখক কবিরা যা বলে সে রকম আচরণ না করলেও চলে। হের লাইগ্যা প্লেটো তার রিপাবলিক থেইক্যা কবিগো নির্বাসনে পাঠাইবার কথা বলছিল।
আমি বললাম, এ কথা কি রবীন্দ্রনাথের বেলায়ও প্রযোজ্য।
স্যার বললেন, রবীন্দ্রনাথ ব্যাতিক্রম অইল কেমনে। তিনিও ত এই ক্যাটাগরির মধ্যে পড়েন।
আমার মনের মধ্যে একটুখানি খুঁতখুঁতানি থেকে গেল। সে জন্য পালটা প্রশ্ন করলাম, রবীন্দ্রনাথ কি বাঙালি জনগোষ্ঠীর ভাষাকে উৎকর্ষের একটা বিশেষ স্তরে নিয়ে যাননি?
স্যার বললেন, বাংলা ভাষাটা বাঁচাইয়া রাখছে চাষাভুষা, মুটেমজুর- এরা কথা কয় দেইখ্যাই ত কবি কবিতা লিখতে পারে। সংস্কৃতি কিংবা ল্যাটিন ভাষায় কেউ কথা কয় না, হের লাইগ্যা অখন সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় সাহিত্য লেখা অয় না।'
চাষাভুষা, মুটেমজুরের সম্মানে এ লেখাটি উদ্ধৃত করা। দয়া কইরা রাজনীতির নাকটা গুটায়া রাখবেন, আশা করি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯
মোরতাজা বলেছেন: ধন্যবাদ, বড় ভাই!
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছ