নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

খুঁজতাছি বঙ্গদেশে জন্মানো মেধাবী কারা আছিলো-

২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

সামুতে আমার ব্লগে একজন লেখার নিচে মন্তব্য করেছে- 'ডাক্তাররা মেধাবী। আর সাংবাদিকরা এইট পাস।'



খোঁজ নিয়া জানলাম- ডাক্তাররা যে 'মেধাবী' এই শব্দটা সম্বাদিকরা বানাইছে। এখন অই সম্বাদিকগো ডাক্তাররা ঠেঙ্গাইতাছে। আমরা সবাই মজা পাইতাছি।



ক্যামনে বানাইলো? এক সম্বাদিকরে জিগাইলাম- হে কইলো 'সাধারণ পারসেপশন' অইলো ডাক্তারি যারা পড়ে তারা মেধাবী!



তাইলে প্রশ্ন অইলো- যারা ডাক্তারি পড়েন নাই তারা মেধাহীন।!!



খুঁজতাছি বঙ্গদেশে জন্মানো মেধাবী কারা আছিলো-



যাদের পাইলাম তাগো নাম দিলাম- এরা কি কেউ ডাক্তার আছিলো? জানলে উত্তর দিয়েন-



১. অধ্যাপক সত্যেন বোস।

২. ড. মুহাম্মদ ইউনূস।

৩. অধ্যাপক জামাল নজরুল ইসলাম।

৪. জ্ঞানতাপস অধ্যাপক আবদুর রাজ্জাক।

৫. অধ্যাপক আবদুল্লাহ আবু সয়ীদ।

৬. সরদার ফজলুল করিম।

৭.শিল্পাচার্য জয়নুল আবেদীন

৮. আহমদ ছফা।

৯.শামসুর রাহমান।

১০. আল মাহমুদ।

১১. ড. মুহাম্মদ শহীদুল্লাহ।

১২. জহির রায়হান

১৩. রুনা লায়লা

১৪. সাবিনা ইয়াসমীন

১৫. এবিএম মূসা

১৬. অধ্যাপক নুরুদ্দীন

১৭. অধ্যাপক গোবিন্দ চন্দ দেব

১৮. হরিদাস কপালী



আরো অনেক...



তয় একজন ডাক্তারের সাথে আমার দেখা হয়নি। ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ডা. ইব্রাহিম। তার একটা কতা আমার খুব ভালো লাগে- ' আপনাদের সেবা করার সুযোগ দেয়ায় আমরা কৃতজ্ঞ। ' বারডেম হসপিটালে ঢোকার মুখে লেখাটা চোখে পড়ে। আমরা এ রকমই মনে করতাম ডাক্তারদের। কিন্তু এখন সেটি পারছি না বলে- দু:খিত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

হেডস্যার বলেছেন:
আমি তো মহা দুঃখিত। কোন একটা নিউজ সাইটে আমারে এক ডাক্তার কইছিলোঃ আপনে মনে হয় ডাক্তার হইতে চাইছিলেন কিন্তু মেধায় কুলায় নাই।
ওরে আমার মেধাবী রে !!

কাজটা তো করলি সন্ত্রাসীদের মত, এই মেধায় আমাগো কি আসে যায়?

২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

মোরতাজা বলেছেন: হা হা হা

ডাক্তর কতা টা হুনলে ....পাড়ার দালালের চেহারাটা ভাসে!

২| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

স্বপ্নস্বাধীন বলেছেন: আমি ডাক্তার নাই এবং ১৪-বংশে কোন ডাক্তার নেই। কিন্তু আমার পরিবারের অনেকেই সাংবাদিকতা পেশায় আছেন। আমার কথাটা সুজাসুজি বলে ফেলি- কে বেশী মেধাবী এই বিষয় নিয়ে টানাটানি করছি না, প্রশ্ন হলো ডাক্তার-সাংবাকিদের মধ্যে সমস্যাটাকি? এবং সমস্যাটা এই সময়ে একটি জাতীয় সমস্যায় পরিণত হয়ে গেছে। এই প্রশ্নে উত্তর মনে হয় আমরা সবাই জানি, উত্তরটি হল নৈতিকতা ও মনবতাবোধ। এই দুটি মৌলিক বিষয় যদি কোন মানুষের না থাকে, সেই ব্যক্তি যে পেশাতেই থাকোক সে অন্যয় ও অনৈতিক কাজ করবেই। আর বেশী মেধাবীরাই বেশী বড় রকম অনৈতিক কাজ করতে সক্ষম।

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

মোরতাজা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.