নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

যাও বাবা মোডি কাকুর দেশে যাও

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৯


ইনডিয়ায় অনেক বিশ্ববিদ্যালয় হইছে। পুলাপাইন খালি এহানে ওহানে ঘোরে। ওইখানে গেলে কী অয়। বঙ্গ দেশের সবাইরে তারা তালিম দিতাছে। এডমিন; আর্মি; সীমান্তরক্ষী; রাজনীতিক- সবখানে।

উঠতি তরুণদের তালিম দেওনেরও সুব্যবস্থা আছে। মোডি কাকুর লগে যোগাযোগ করো। ফিরা আইসা কইবা- শান্তি নিকেতনের মত শান্তি কোথাও নাইরে পাগল। তয় মুম্বাইতে শাইনিং লাইফ। পুনের জীবনটাই অইন্য রকম- বঙ্গ দেশ একটা গার্বেজ।





তুমরা অফ যাও; ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার চান্স নেওনের দরকার নাই একবার পইরা আসো ইনডিয়া থেকে। সাথে পাইবা চেতনা সার্টিফিকেট। দুনিয়া ফকফকা। তোমাগো লাইগা স্পেশাল কোটার ব্যবস্থা অইবো। ভাইবোনা- আম্লীগ যদি ক্ষমতা চাইরাও দেয় তোমগো অসুবিধা অইবো না।



বরং বাড়তি সুবিধা পাইবা। জমাত-জাতীয় পার্টি আইলে পুরাই শীলা কী জওয়ানি!



যাও বাবা মোডি কাকুর দেশে যাও। এই দেশে তুমার জন্য একবারের বেশি চান্স নাই। সেইখানে আছে। কিঞ্চিত বৃত্তি দিবানে ।

দেহনা বিনাশুল্কে এখন ভারতীয় মাল যাইতাছে বঙ্গদেশের বুড়িয়ে যাওয়া নদীতে। তুমরা পইড়া আইলে কৃতজ্ঞতা স্বরুপ তারা যাই চাইবে তাই আরেকটু সহজ কইরা দেওন যাইবো। যারা চিল্লাইবো তাগোর জন্য বরাদ্দ শীতলক্ষ্যার জল। যদি তদ্দিন তা ব থাকে!

গুডলাক ;বেস্ট অব লাক বঙ্গ তরুণরা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

শাহ আজিজ বলেছেন: তিন কাকীর আগুন থেইক্যা বাচতে এক কাকুর কাছে যাওয়া বেটার । =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

মোরতাজা বলেছেন: হুমমম

২| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ইন্ডিয়ার আআইটি, এনআইটি এগুলোতে স্কলারশিপ নিয়া পড়লে খারাপ না, সেখান থেকে ইউরোপের কোনো দেশে মাষ্টার্স করতে পারলে ক্যারিয়ারটা খারাপ হবে না। বাংলাদেশে অনেক দেশের দূতাবাস নাই যেমন নিউজিল্যান্ড, ফিনল্যান্ড এগুলার দূতাবাস দিল্লীতে আছে।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮

মোরতাজা বলেছেন: আমি তো খ্রাপ বলিনি। আমরা কি আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর কথা ভাবনো-

আর স্কলার শিপ কয় জন পায়; নিশ্চিতভাবেই আপনি আমার চে ভালো জানেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.