নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশে সব কিছুতে রঙ্গ লাগে। আজব একটা ব্যাপার। কিছু যখন কেউ জায়েজ করবার চায়, তখনই একটা মাইয়া মানুষ লইয়া হাজির। মনে লয়; মানুষকে ঘায়েল করবার এক মাত্র অস্ত্র। এ রকম অস্ত্রকে পাত্তা দিলে চলবে না।
শিক্ষক কেনো, কোনো খুনই সমর্থন করতে পারি না। কোনো যুক্তিতেই না। কোনো নারী; নারী সঙ্গ উপভোগ-বৈধ কিম্বা অবৈধ তার দায়িত্ব বা বিচারের ভার নিশ্চয় সন্ত্রাসী-সঙ্গ-সন্ত্রাসীদের নয়। এ রকম অভিযোগের ধোঁয়া তুলে হত্যাকাণ্ডকে সহজ করে ফেলার চেষ্টাকারীদের প্রতি কেবল ঘৃণা নয়; প্রতিরোধও গড়ে তুলতে হবে।
যারা কাম-ক্ষুধা-তৃষ্ণা-বন্দীর গপ্পো বানিয়ে হত্যাকে জায়েজ করতে চায়, তাদের সাথে আমরা নেই; নৈতিকভাবেই থাকতে পারি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিউল হত্যার বিচার দেখতে চাই; সেটি অতি দ্রুত।
আরো যে সব শিক্ষক হত্যার বিচার আটকে আছে সেগুলোও। তার মধ্যে আফতাব আহমদ একজন; যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় নিজের বসতের জন্য বরাদ্দ করা ঘরে খুন হয়েছেন।
শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমজনতারও।
২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫
মোরতাজা বলেছেন: এ সব তুইল্যা হত্যাকাণ্ডের বিচার বঞ্চনা কাম্য হতে পারে না।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যক্তিজীবনের রঙগ নিয়ে কারো কোন আপত্তি নেই!!!
এবং সেই রঙ্গলীলার হিংসা প্রতিহংসা বা ক্রোধের বলি সে শিক্ষকই হোক বা ইমামই হোক তাকেইতো ভুগতে হবে। সেটাকে যখন ম্যানিপুলেনট করে রাজনীতি করার চেস্টা করা হয় তাকি সমর্থন করেন?
অবশ্যই সকল হত্য নিন্দনীয়।
কিন্তু ব্যক্তির ভূলের দায় যেমন রাস্ট্র বহন করতে পারবে না- তেমনি সামাজিক ন্যায়-নীতি বোধ, শালীনতা, ধর্মকে অবজ্ঞা উপহাস অবহেলাও ব্যক্তির মান্য করা অপরিহার্য!
ব্যক্তি তার বোধ থেকে যা খুশি তাই করতে পারে। সর্বোত স্বাধীন সে। কিন্তু যখন তা অন্যকে জড়িয়ে ঘটে- বা তার প্রতিক্রিয়ায় অন্য কারো স্বার্থহানী ঘটার সম্ভাবনা থাকে তখন তার দায়ও সেই ব্যক্তিরই একান্ত ব্যক্তিগত।
অথচ আমাদের মিডিয়া থেকে প্রায় সবাই যে কোন হত্যার পরপরই রাজনীতিকরণে উঠে পরে লেগে যায়!! যা কাম্য নয়্
নিহতের ছেলেও দেখলাম সেই রাজনীতিরই অংশ হয়ে যেন সাক্ষাৎকার দিল কয়েক দিন!
এখন নারী সংক্রান্ত বিষয় যখন সামনে এলো এখন আবার ভিন্ন সুরে উপস্থাপনের চেষ্টা।
আইনের নিরপেক্ষতায় সকল হত্যার সুস্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার হোক। নিহত হলেই সে তার অপরাধের উর্ধ উঠে যায় না ! আবার অন্যায় করলেই আইন নিজের হাতে তুলে তাকে হত্যা করবে তাও সঠিক নয়।
সকলকেই আইনের প্রতি সমান শ্রদ্ধাশীল থাকতে হবে।