নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপরেও বাস চালকরা অচেতন; কোনো শিক্ষা হয়না তাদের। কেউ বাসের তলায় চাপা পড়ে মারা গেলে; খবর হয়- এরপর শুধু চালকের লাইসেন্স পেতে খরচাটা বাড়ে; এই যা। আর তাই তারা ঠাণ্ডা মাথায় মানুষ খুন করে। পারও পেয়ে যায় ইচ্ছে মত।
বছরের পর বছর ধরে দেখছি বাস চালকরা মানুষ খুন করছে; খুবই কষ্টকর। তবুও এটি নিয়ন্ত্রণের বদলে বাড়ছে। সর্বশেষ হত্যার শিকার হলেন জগলু ভাই। সিনিয়র সম্বাদিক। তার সাথে আমার সখ্যতা ছিরনা; তবে বেশ ক'বার দেখা ও কথা হয়েছে। এক কথায়- অসাধারণ একজন মানুষ। লিখতেনও দুর্দান্ত-বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে।
এই নগরে আমাদের অনেক প্রিয় মানুষই বাসের তলায়, দু'বাসের মাঝখানে, হেল্পারের ধাক্কায় চাক্কা নিচে পড়ে কিম্বা বাস থেকে নামার আগেই চালকের সার্জেন্ট আতঙ্কে ছুট দেয়ায় গুরুতর আহত এবং পরে নিহত হয়েছেন।
কিন্তু বিচার হয় না। ভুয়া লাইসেন্স দেয়া বন্ধ হয় না। সার্জেন্ট আতঙ্কও কাটে না। আজ সকালে নিউ ভিশনে যাচ্ছি প্রেসক্লাব। সার্জেন্ট আতঙ্কে
'কবে এরা জানবে হাজার টাকার চেয়ে একটা জীবনের মূল্য কত বেশি'
এক যাত্রিকে মাঝরাস্তায় এনে নামাতে চাইলো চালক। দু দিকে বাসে বাসে লেগে আছে; এর মধ্যে যাত্রিকে নামতে বাধ্য করতে চায় চালক। যাত্রীর নামার কথা ছিল বাংলামোটর। কিন্তু তাকে বিটিসিএল'র সামনে নামাতে চাইলো চালক। অনেক দূর এনে নামানোর চেষ্টা করে উল্টো বকা দিচ্ছে। কিন্তু হাতে শিশু নিয়ে তার নামাটা কঠিন ছিল। যাত্রিদের প্রতিবাদেও থেমে নেই চালক; বলছে সার্জেন্ট ধরলে হাজার টাকা যাবে।
কবে ওরা জানবে হাজার টাকার চেয়ে একটা জীবনের মূল্য কত বেশি। কবে ওরা জানবে একজন মানুষের মৃত্যু একটি পরিবারকে কতটা বিপদে ফেলে।
জগলু ভাইদের জন্য শোকাহত আমরা। কারো ব্যাজ ধারণ করছি। কিন্তু এ রকম জগলু ভাইদের মত কয়েক ডজন সম্বাদিক, শিক্ষার্থী, অভিভাবক মারা গেছেল তিন নম্বর, আট নম্বর, সাত নম্বর, বিহঙ্গ, তরঙ্গ, বিআরটিসি, বন্ধন কিম্বা আরো কত নামের যান নামের যমের চাকায়। তার হিসাব কি আমরা রাখি। সেখান থেকে কি শিক্ষা নেই। নিই না।
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
মোরতাজা বলেছেন: 'একজন ..ন্ত্রীর কত টাকা দরকার? ' প্রশ্নটা আমাদেরও।
২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: দায় বোধ হীন দায়িত্ববানরা যেদিন জাগবে!!!
শুধুই চাকুরী বা ডিউটি মনে করা বাদ দিয়ে মানবতা বোধে যেদিন জাগবে!!
ভাবতে পারেন- তিনি আহত হয়ে বেশ কিচ্ছুক্ষন পথে পড়ে ছিলেন!!! ব্লিডিং হচ্ছিল.. কেউ ধরতে আসছিল না!!! ওখানে কিন্তু ভাল পরিমানে পুলীশ সব সময়ই মজুদ থাকে!!!
পরে অপরিচিত এক মানবতাবাদী যুবক এসে উদ্যোগ নেয়...!!!!
আর যে হাসপাতাল প্রথম চিকিৎসা দিতে অস্বীকার করেছে- তার চিকিৎসা সেবার লাইসেন্স বাতিল করা হোক!!
পুলীশি ঝামেলা বা দূর্ঘটনার কেইসে বহু হাসপাতাল ক্লিনিক গুলোই এই কাজটি করে!! তাদের কোন ক্ষমা নেই।
লাশের মিছিল বেড়েই চলছে!!!!!!!!!!!!!
নিজেদের নিরাপদ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও নাই - অথচ আমরা কতই না চেতনাকে ধারন করছি!!!!!!!!!!!!!!
এ মিছিল না থামিয়ে নিজের অজান্তেই একদিন মিছিলের অংশ হয়ে গেলেই কি বোধোদয় হবে আমাদের!!!!!??????
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
মোরতাজা বলেছেন: 'এ মিছিল না থামিয়ে নিজের অজান্তেই একদিন মিছিলের অংশ হয়ে গেলেই কি বোধোদয় হবে আমাদের!!!!!?????? ' হুমমম
৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৪
রক্ত পলাশী বলেছেন: শুধু বাস চালক অথবা সার্জেন্ট দায়ী হবে কেন ? এজন্য দেশের সিস্টেমটাই দায়ী ,অর্থ্্যাৎ আমরা সবাই দায়ী। সর্ব ক্ষেত্রে আমাদের এই অসুস্থ্য প্রতিযোগীতাই আমাদেরকে অস্থির করে তুলেছে,,,।
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
মোরতাজা বলেছেন: আসচে ছকে বাঁদার দরকার যেমন আছে; তেমনি মানবিক ও যৌক্তিক হওয়ারও বিষয় আছে। আমার মনে দুটোই দরকার।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০
ঢাকাবাসী বলেছেন: একটা সিরিয়াস কথা উঠে এসেছে, সার্জেন্ট আতঙ্ক! তাহলে ড্রাইভারের সাথে ঐ সার্জেন্টরাও খুনী! কেন সার্জেন্ট খুন করে পালাবার সময় বা পরে ড্রাইভারকে ধরেনা, কেন ড্রাইভারের মুত্যুদন্ড হয়না? কয়েক লাখ ড্রাইভারের কাছে পুরো সরকার জিম্মি? নাকি ঐ গরু ছাগল চেনা ড্রাইভারদের পক্ষে সাফাই গাওয়া মন্ত্রী কাম শ্রমিক নেতা দায়ী! আমরা কি সভ্য হবোনা? একজন ..ন্ত্রীর কত টাকা দরকার?