নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

মর থেংগারি

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

খবরটা দেখে খুব ভালো লাগলো-চাকমা ভাষায় প্রথম সিনেমা বানিয়েছে অং রাখাইন। নাম দিয়েছে 'মর থেংগারি' বাংলা ভাষায় এর অর্থ 'আমার সাইকেল'। কমল এ সিনেমার নায়ক। নগর ত্যাগ করে তার বাড়ি ফিরে যাওয়া নিযে এর কাহিনীর বিস্তার। পাহাড়ের ভাঁজে বহু কমল আছেন; নগর জীবন ত্যাগ করেছেন। তাদের কর্মসংস্থানের বদলে সন্তুরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মন্ত্র আওড়াচ্ছেন।এটা খুবই বেদনার যে রাষ্ট্র কেবল তাদের আশার বানী শোনাচ্ছে। কিন্তু কাজের কাজ কেউ করছে না।

রাষ্ট্র অং দের মেধার লালনে এগিয়ে আসবে- দর্শকরা তাদের চলচ্চিত্র দেখে উৎসাহ যোগাবে। এটাই আশা করি। অং রাখাইনের জন্য শুভ কামনা। 'মর থেংগারি' এর গতি পাবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

ঢাকাবাসী বলেছেন: অং রাখাইন এর জন্য আন্তরিক শুভেচ্ছা, আরো শুভেচ্ছা প্রার্বত্য এলাকার সব উপজাতি পুরুষ মহিলাদের।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

মোরতাজা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

আহসানের ব্লগ বলেছেন: কীভাবে দেখবো? o.O

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

মোরতাজা বলেছেন: চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। শুক্কুরবার প্রিমিয়ার অইলো।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

খেলাঘর বলেছেন:

ভালো কাজ হয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

মোরতাজা বলেছেন: ভালো খবর :)

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো খবরটি জেনে।

উপজাতি আদিবাসীরা সমান আধিকার পাক সমাজের সকল স্তরে, এটাই কামনা করি।

ভালো থাকবেন :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

মোরতাজা বলেছেন: পাহাড়ি মানুষ এগিয়ে যাচ্ছে; এ আনন্দ আমাদের সবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.