নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্র গড়েছেন বঙ্গবন্ধু; তার দলের লোকরা সে রাষ্ট্রকে ফোকলা করে দিচ্ছেন

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

বুদ্ধিজীবি হত্যার তাৎক্ষণিক ক্ষতি হয়তো অনেকেই নিরুপন করতে পারেননি। পারার কথাও নয়। তখন কেবল বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা দেশ স্বাধীন পতাকা উঁচিয়ে স্বপ্ন বুনছিল জাতি। কিন্তু বুনন কাঠামোর ভিতরে ঢুকে পড়ে সুবিধাবাদি-মোসায়েবরা।





আজ বিজয়ে ৪৩ তম বার্ষিকী উদযাপনের ঠিক দুদিন আগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করছি আমরা। কিন্তু বুুদ্ধিভিত্তিক আন্দোলনের মাধ্যমে পরাশক্তির মোকাবেলা, দেশীয় অপশক্তির দমন, আর প্রকৃতি-জীবন রক্ষার যে তাগিদ অনুভব করার কথা ছিল; সেখানে আমরা কোমর খাড়া করে দাঁড়াতে পারিনি।



সবাই আমরা পণ্ডিতজন। বিদগ্ধজন। বড়ই করুণা হয় দেশের শ্রমিক নেতাও যখণ একটি সীমাহীন সফল নিব্বাচনে বিজয়ী হওয়া সক্কার বাহাদুরের মুন্ত্রী হন এবং বলেন তেল পড়েছে তাতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।





এমন সনদ যদি উনি দিতেই পারেন; তাহলে আমাদের দেশের পরিবেশ বিষয়ে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণা; আলাপ আলোচনা হয় তার পেছনে টাকা ঢালার যুক্ত কোথায়। সমুদ্র বিজ্ঞান বিভাগ থাকারও প্রয়োজণীয়তা কি।



আমাদের পথ দেখানোর আলোর দিশারী মানুষগুলোকে খুন করে পাপিস্তানি ও তাদের দেশীয় দোসররা যে সীমাহীন ক্ষতি করলো এবং এ ক্ষতি থেকে যে সব হাইব্রিড লোকরা লাভবান হলো- তারা এখন দেশপ্রেমিক।



খুবই উৎসাহ জনক হলেঅ দেশের শীর্ষ ব্যাক্তিদেরই আস্থাভাজন আছেন অনেকে। চাইলে অনেক কিছুই করতে পারেন। বর্জন করতে হবে এ সব লোকদের। রক্ষা করতে হবে সুন্দরবন।





বাঘের গর্জন যে সুন্দরবন থেকে আসে; সেই সুন্দরবনকে আমরা হারাতে পারি না। তেল ওঠানোর জন্য এখনো সরকারের দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ছে না। রাষ্ট্র গড়েছেন বঙ্গবন্ধু; তার দলের লোকরা সে রাষ্ট্রকে ফোকলা করে দিচ্ছেন; জেনে বা না জেনে। বুঝে বা না বুঝে।



এভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হতে পারে না। বঙ্গবন্ধু ; যার জীবন কেটেছে নিপীড়নে নিষ্পেষণে অধিকার বঞ্চিত মানুষের জণ্য জীবন উৎসর্গ করে। তার প্রতিষ্ঠিত সেই দেশে এ সব লোকের আওয়াজ কি প্রধানমন্ত্রী বন্ধ করতে পারেন না। মনে বড় প্রশ্ন জাগে।



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

খেলাঘর বলেছেন:

বংগবন্ধু রাস্ট্র যখন গড়েছিল, আপনি কি উনার দলে ছিলেন, নাকি বিপরিত দলে ছিলেন?

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

মোরতাজা বলেছেন: আমার জন্ম ১৯৮০ তে; জনাব। আপনার মত এত বয়োবৃদ্ধ আমি নই যে হাঁটুতে কপাল ঠুকে প্রশ্ন করবো কে কোন দলে। আমি বঙ্গবন্ধুকে দলীয় বিবেচনায় দেখিনা। এ টুকু জানবেন।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

খেলাঘর বলেছেন:


"এভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হতে পারে না "

-বংগবন্ধুর স্বপ্ন কি ছিল?

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

মোরতাজা বলেছেন: এটা এক্সমিনেশন না; মিস্টার।


আলতু ফালতু আলাপ করে নিশ্চিতভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন সম্ভব না। শোষণ , বঞ্চনা মুক্ত দেশ গঠনই তার স্বপ্ন ছিল বলে জানি।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: বঙ্গবন্ধু রাষ্ট্র গড়েছিলেন? বলেন দেখি এই রাষ্ট্রের কোন ইটটা তিনি বসিয়েছিলেন?

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

মোরতাজা বলেছেন: 'গড়ন' 'স্থাপন' বলতে যারা ইট বোঝেন তাদের প্রশ্নের উত্তর কীভাবে দেবো বলেন, জনাব!

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: আমি জানতে চেয়েছি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান কতখানি। আমার জানামতে, তার আমলেই রেকর্ডসংখ্যক মানুষ না খেয়ে মারা গেছে। ব্যবসা বাণিজ্য চরমভাবে মার খেয়েছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

মোরতাজা বলেছেন: সদ্য স্বাধীন একটা দেশের অর্থনীতির উন্নতি অসম্ভব ব্যাপার। মাও সেতুং বিপ্লবের পর পরই দেশের কি অবস্থা তা খোঁজ নিলেই জানতে পারবেন।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

নীল আকাশ ২০১৪ বলেছেন: মোটেও অসম্ভব ব্যাপার নয়। বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন, "সাত কোটি মানুষের জন্য তের কোটি কম্বল এসেছে, আমার কম্বল কই?" বুঝাই যাচ্ছিল, যুদ্ধবিদ্ধস্ত দেশের পুনর্গঠনে বিশ্ববাসী সেসময় উজার করে দান করেছিল। কিন্তু সে দানের টাকা কোথায় গেছে?

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেছিলেন, "আমি ভিক্ষা করে যে দুই এক পয়সা নিয়ে আসি, চাটার দল তা খাইয়া ফেলে" মানে কি?

হেনরি কিসিঞ্জারের সেই লিজেন্ডারি উক্তি, " বাংলাদেশ হচ্ছে একটা তলাবিহীন ঝুড়ি। তাকে যতই দাও না কেন। ধরে রাখতে পারবেনা"

কি বুঝলেন?

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

মোরতাজা বলেছেন: আপনার দেয়া বঙ্গবন্ধুর বক্তব্যটাই কি প্রমঅন করে না তিনি চাটার দল মুক্ত দেশ গড়তে চয়েছিলেন।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: না, প্রমাণ করেনা। বরং এটা প্রমাণ করে যে, এসব চাটার দলের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা তার নেই। অন্য সবার মত তিনিও এদের দৌরাত্বে অসহায়!

১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

মোরতাজা বলেছেন: এটা আপনার অনুসিদ্ধান্ত হতে পারে। আপনার মতের প্রতি আমার অশ্রদ্ধা নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.