নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন প্রণোদনায় টিকে থাকা গার্মেন্ট ব্যবসা খ্রাপ করে; তখন সক্কার বাহাদুরের মন খ্রাপ হয়। সুশীলরা বলে সমাজে বেশ্যা; হতাশাগ্রস্থ মানুষ আর চুরি;ছিনতাই বাড়বে।
কিন্তু প্রণোদনার টাকার ভাগ গার্মেন্ট কর্মীরা পায় না। পায় মালিকরা। যারা ফরেন বায়ারের সাথে ডিল করার নামে থাই কন্যাদের সাথে মউজে মজতে ব্যাংকক-পাতায়া আর ফুকেটের স্টার; থ্রিস্টার-ফাইভ স্টার হোটেলের কক্ষ গরম করে তোলেন।
বিচের আধো উষ্ণবালিতে পা ঠেকান। জানালা খুলে দিয়ে থাই কন্যার উড়ন্ত চুলের ভিত্রে খুঁজেন ব্যবসা পাকা করার সন্ধি। আহারে দুইন্নাই।
সেই দেশের একই সক্কার যারা প্রণোদনাহীণ সিনামা শিল্প কে হত্যা করার চেষ্টা করছে। একবারো ভাবছে না সিনামা শিল্প ধ্বসে পড়েছে; এখন কব্বর হয়ে গেলে গুটি কতক লোক ছাড়া বাকি সবার কি হাল হবে? তাদের জীবন-জীবিকা-সংসার কীভাবে চলবে।
কীভাবে নির্মিত হবে আগামীর বিনুদন শিল্প।নিজের সংস্কৃতি-পরিবারের টানাপড়েনের চিত্রায়ান কি করে সম্ভব। কি করে গড়ে উঠবে সংস্কৃতির ভিত।
কেবল সাময়িক লাভ আর উত্তেজনার আফিস বিক্রি কি দীর্ঘ মেয়াদি সমাধান। হতে পারে না। তবুও হতে যাচ্ছে। শুক্কুরবার মুক্তি পাচ্ছে বঙ্গ দেশে হিন্দি সিনামা।
বড়ই নির্মম-দুর্ভাগা এ দেশের সিনামা শিল্প! আহা সিনামা।
২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫
মোরতাজা বলেছেন: সিনেমা হলগুলোর পরিবেশ ঠিক করলে এবং সিনেমা নির্মাণে সরকারের মডার্ন ইকুইপমেন্ট সহায়তা দিলে সম্ভবত এ সঙ্কট থাকতো না। এটা কিন্তু একদিনে হয়নি। বছরের পর বছর ধরে হলগুলোকে পঙ্গু করা হয়েছে। পরিকল্পনা মাফিকই সব হয়েছে। যাতে সাপও মরে লাঠিও ভাঙ্গে।
২| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩
মাঘের নীল আকাশ বলেছেন: এখন মনে হয় পাবলিক হলে গিয়া খুব দেশী দেখে...
২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪
মোরতাজা বলেছেন: খুব বেশি নাহলেও দেখে। হলের ছারপোকা, পতিতার উৎপাত, দম বন্ধ করা পরিবেশ ঠিক করতে পারলে আর ছিনতাই রোধ করতে পারলে দর্শক বাড়বে; নিশ্চিতভাবে ।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬
মাঘের নীল আকাশ বলেছেন: ভাই এইগুলা করতে তো পয়সা লাগে...হল মালিক তখনই ঠিক করবে যখন ছবি থেকে রিটার্ন আসবে...ছবি চালায় ১০০ টাকা আসবে আর ১০০০ হাজার টাকা খরচ করে সোফা-বালিশ ঠিক করতে বলবেন, তা কী ঠিক?
২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯
মোরতাজা বলেছেন: বড় ভাই; সিনামা হলে যাওয়ার আপনার সুযো্গ হয় কিনা ;জানি আমি যাই এবং আমার অভিজ্ঞতা থেকেই লেকা। আপনি যদি ঢাকার পাশে লাভলী সিনামা হলেও ঢোকেন সেখানে আপনি বেশির শো হাউস ফুল পাইবেন।
লস যারা করছে তারা কিন্তু ব্যবসা ছেড়ে দিয়ে অন্যদিকে মুভ করেছে। খেয়াল করলে দেখভেন।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২
মাঘের নীল আকাশ বলেছেন: এই তো ভাই আসল কথায় আসছেন; যারা লস করসে তারা অন্যদিকে গেছে...কেন লস করল সেটা কিন্তু ভাবার দরকার আছে...আর এভাবে অন্যদিকে মুভ করলে সব সিনেমা হলই শপিং মল হয়ে যাবে। যেমন ইস্টার্ন মল্লিকা, গুলিস্তান।
২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪
মোরতাজা বলেছেন: ভাই লাইানে আসা না আসা নিয়ে কথা না। গত দুই দশকরে সিনেমা পর্যবেক্ষন করলে সহজেই বুঝতে পারবেন; একটি ছকে বাংলা সিনামার বাজার নষ্ট ও সিনামা বানিজ্য ধ্বস নামানোর চেষ্টা কীভাবে সফল হয়েছে।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১
দারাশিকো বলেছেন: হলের ব্যবসার তুলনায় সিনেমার ব্যবসা অনেক বড় - বড়টা টিকায়া রাখার নাম নাই, হল টিকায়া রাখার জন্য হিন্দী সিনেমা আমদানী - এইটা একটা ফালতু যুক্তি।
২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫
মোরতাজা বলেছেন: হুমম। প্রেমহীন জীবন; প্রাণ হীন মানুষ-যেখানে সবার পচণ্দ সেখানে আর কিছু বলার নেই ।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
মাঘের নীল আকাশ বলেছেন: হলের ব্যবসার তুলনায় সিনেমার ব্যবসা অনেক বড় - বড়টা টিকায়া রাখার নাম নাই...সিনেমা ব্যবসা করে হলে...আর হল না থাকলে আপনে ব্যবসা করবেন কোথায়?
আর হিন্দি সিনেমার কারণে দেশী ছবি যদি মার খায় তবে সেটা হিন্দি ছবির কৃতিত্ব নয়; দেশীয় ছবির ব্যর্থতা!!
আপনি নিশ্চই ডিভিডি কিনে ড্রয়িং রুমে বসে সিনেমা দেখাকে "সিনেমা ব্যবসা" ভাবছেন না?!?
২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১
মোরতাজা বলেছেন: সিনামা কি কেবলই ব্যবসা? যদি আপনি তাই মনে করেন, তাইলে আমার আর কিছু বলার নাই।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
মাঘের নীল আকাশ বলেছেন: চ্যারিটি অবশ্যই নয়
২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
মোরতাজা বলেছেন: চ্যারিটি কিম্বা ব্যবসার চেয়ে এটি সমাজ বদলের এবং বিকাশের একটা বড় মাধ্যমও বটে!
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩
যোগী বলেছেন:
কিন্তু দেশী সিনেমার এই হাল হলে একদিন দেশের সব সিনেমা হল গুলা বন্ধ হয়ে যাবে তখন কি সিনেমা শিল্প থাকবে?