নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশে পদক প্রাপ্তদের তালিকায় একজন শ্রদ্ধাভাজন গবেষকের নাম দেখে ভালো লাগলো- তিনি আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। অসাধারণ তার নৃ তাত্ত্বিক গবেষণা। অভিনন্দন স্যার। সুস্থতার সাথে তিনি দীর্ঘায়ু হোন; সে প্রার্থনা।
বাংলাদেশের আদিবাসী বিতর্ক নিয়ে যাকারিয়ার অনুসিদ্ধান্ত-
নৃ ও পুরাকীর্তি গবেষক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ‘বাঙালি নৃতাত্ত্বিক পরিচিতি’ গ্রন্থের সপ্তম অধ্যায়ে লিখেছেন, ‘বাংলাদেশের উত্তর ও পূর্ব প্রত্যন্ত অঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে বৃহত্তর দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, শ্রীহট্ট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম প্রভৃতি জেলায় অসংখ্য উপজাতির বসতি দেখা যায়। নৃতত্ত্বের বিচারে এরা সাধারণ বাঙালি হিন্দু ও মুসলিম অধিবাসী থেকে সম্পূর্ণ ভিন্ন সত্তার অধিকারী এবং তাদের দৈনন্দিন, সামাজিক ও সাংস্কৃতিক জীবনও ভিন্ন ধরনের। এসব কারণে তাদেরকে উপজাতি বলা হয়ে থাকে।’
তিনি বলেন, ‘তাদের মধ্যে কেউ কেউ নিজেদেরকে আদিবাসী বলে অভিহিত করতে চান এবং আদিবাসী বলতে কী বোঝায়, তা ভালো করে না জেনে অন্যরা তাদেরকে সমর্থনও করে থাকেন।’
গবেষক যাকারিয়া বলেন, ‘অপেক্ষাকৃত হাল আমলে (চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের এসব লোক তো পনেরো-ষোলো শতকের আগে এ দেশে আসেননি) এ দেশে আগত এসব মোঙ্গলীয় রক্তধারার মানুষেরা তো আন্তর্জাতিক সংজ্ঞা অনুসারে কোনো মতেই আদিবাসী হতে পারেন না। আদিবাসী মানুষের যে আন্তর্জাতিক সংজ্ঞা আছে তা অনুসরণ করলে তো কোনো মতেই এদেরকে আদিবাসী বলা যায় না।'
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
মোরতাজা বলেছেন: সহমত
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
ইমরান আশফাক বলেছেন: বাংগালী হচ্ছে এই ভূখন্ডে যারা বসবাস করে তারাই। হউক তারা আর্য্য, দ্রাবিঢ়, সেমেটিক, নিগ্রো, মোংগোলয়েড, অস্ট্রেলেশিয়ান ইত্যাদি। অর্থাৎ আমাদের বাংগালী জাতীকে কোন নির্দিস্ট নৃতাত্ত্বিক ধারায় ফেলে পরিচিত করা সম্ভব হয় নাই কিন্তু নির্দিস্ট ভৌগলিক পরিসিমার মধ্যে বসবাসরত জনগোস্টিকে বাংগালী জাতী হিসাবে চিন্হিত করা হয়েছে। সুতরং পাহাড়ী জনপদকে কোন বিচারে উপজাতী হিসাবে চিন্হিত করা হয়েছে তা আমার বোধগম্য নয়। আর এখন নতুন ভাবে কথা হচ্ছে আদিবাসী নাম দিয়ে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০
মোরতাজা বলেছেন: হুমমমম
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
এ কে এম রেজাউল করিম বলেছেন:
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের এসব লোক তো পনেরো-ষোলো শতকের আগে এ দেশে আসেননি) এ দেশে আগত এসব মোঙ্গলীয় রক্তধারার মানুষেরা তো আন্তর্জাতিক সংজ্ঞা অনুসারে কোনো মতেই আদিবাসী হতে পারেন না। আদিবাসী মানুষের যে আন্তর্জাতিক সংজ্ঞা আছে তা অনুসরণ করলে তো কোনো মতেই এদেরকে আদিবাসী বলা যায় না।'
সহমত !!!