নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

আনন্দিতার গান

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৫৭

জীবনের শুরু হল জীবন ছায়ার গভীরতার মাঝে
পারা আর না পারার মাঝে যেন শুধুই বহমানতা।
কান পেতে রইল যেন দিনের আকাশ,
লুকিয়ে রইল রাতের তারা,
কোল ভরে তুলে নিল জীবিত জীবনেরা।
আনন্দিতার সাথে কথা হল
জানিয়ে দিল শহরের শেষ দোকানগুলি পুড়ে হয়েছে ছাই,
মাঝ রাতে আমিও শুনেছিলাম ঘন্টার আওয়াজ।
বুঝিনি তখন সে আওয়াজে পুড়ছে আনন্দিতাদের জীবনের রোজগার।
আনন্দিতার আনন্দের কাগুজে ফুল সব মিশে গেছে আগুন জলের মিতালীতে।
আনন্দিতা ভরে গেছে আহত ডানা ভাংগা পাখির ন্যায়,
মুখ শুকিয়ে হয়েছে যেন বিস্তীর্ণ জলহীন মরুভূমি
আনন্দিতাকে ডেকে তার হাতে তুলে দিলাম মায়াবী রংধনু
বলে দিলাম শূণ্য থেকেই তব হোক শুরু।
কাগুজের খাম হাতে দিলাম,
তাতে ছিল দুখানা কাগজ,
আমি দেখলাম আনন্দিতা খাম খুলছে
হাত দুখানা কাঁপছে লাজে
ভিক্ষার কোন হাত নয়,
মুঠোর মাঝে আবার স্বপ্ন
একটু আশ্বাস, একটু সুখ,একটু জোয়ার
কাগুজে খামে লেখা আছে শুধু
ভরসা কর নিজের উপর, ভরসা করো সেই
জীবনের শুরুর উপর,যেখান থেকে তোমার শুরু।
এই হল আমার আনন্দিতা,
যার কাছে আছে স্বপ্ন আর নিসর্গ বিসর্জনের ভরসা।
যে জানে ভরসাকারীরা কেবল তাঁর উপরি ভরসা করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:১৮

রুদ্র জাহেদ বলেছেন: আনন্দিতা কেমন যেন নাকি অনিন্দিতা লেখা যায়?সুন্দর।চলতে থাকুক...আরো ভালো হবে

১০ ই মে, ২০১৬ দুপুর ১:৩০

নীল মনি বলেছেন: লেখা যায় তো,এডিট করে দিবনে :) শুকরিয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.